ETV Bharat / bharat

রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিহার থেকে গ্রেপ্তার সারজিল ইমাম - বিহারে গ্রেপ্তার হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সারজিল

দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আয়োজিত সভায় সম্প্রতি সারজিল ইমামের বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ দায়ের করা হয় । খোঁজ চলছিল তাঁর । আজ বিহারের জাহানাবাদ থেকে গ্রেপ্তার হন তিনি ।

sharjeel
সারজিল
author img

By

Published : Jan 28, 2020, 5:42 PM IST

Updated : Jan 28, 2020, 7:18 PM IST

পটনা, 28 জানুয়ারি : দেশদ্রোহের অভিযোগে সারজিল ইমামের বিরুদ্ধে অসম সহ মোট ছয়টি রাজ্যের পুলিশ FIR দায়ের করেছে । আজ বিহার থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সারজিলকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ । বিহারের জাহানাবাদ থেকে গ্রেপ্তার করার পর সারজিলকে আজ আদালতে তোলা হয় । দিল্লি পুলিশ জাহানাবাদ আদালতে ট্রানজ়িট রিমান্ডের আবেদন করে । আদালত সেই আবেদন মঞ্জুর করে সারজিলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশকে । উল্লেখ্য, কয়েকদিন আগে সারজিলের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে । অভিযোগ, সেই ভিডিয়োয় তিনি বিদ্বেষমূলক ভাষণ দেন । এরপরই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ দায়ের হয় ।

সারজিলকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ভাইকে আটক করে বিহার পুলিশ । সোমবার রাতে বিহারের জাহানাবাদে সারজিলের বাড়িতে হানা দেয় দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহার পুলিশের একটি দল । যদিও তখন বাড়িতে সারজিলকে পায়নি পুলিশ । পুলিশ সারজিলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে চলে যায় । আজ জাহানাবাদ থেকে সারজিলকে গ্রেপ্তার করে পুলিশ ।

সোমবার সন্ধ্যা থেকে মুম্বই, পটনা ও দিল্লিতে পুলিশ সারজিলের সন্ধানে তল্লাশি চালায় । দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পাঁচটি দল এই অভিযানে মুখ্য ভূমিকা নেয় । গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে সারজিলকে । তবে JNU-র 'সেন্টার ফর হিস্টোরিকাল স্টাডিজ়'-র ছাত্র সারজিলের বিরুদ্ধে আনা রাষ্ট্রদোহের অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার । পরিবারের দাবি সারজিলের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে । সারজিলকে গ্রেপ্তারের আগে তাঁর মা বলেন, "সে আইন ভাঙেনি । তদন্তকারী সংস্থাগুলির কাছে সে আত্মসমর্পণ করবে ।" তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই প্রসঙ্গে বলেন, "রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনও কাজ করা উচিত নয় । (সারজিলের বিরুদ্ধে আনা) অভিযোগ ও গ্রেপ্তার প্রসঙ্গে আদালত কথা বলবে ।"

সারজিলের বক্তব্য প্রসঙ্গে অমিত শাহ বলেন, "সারজিলের ভিডিয়োটি দেখলাম । ওঁর বক্তব্য শুনলাম । কানাহাইয়া কুমারের থেকেও ভয়ঙ্কর কথা বলেছেন তিনি । দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে । তাঁকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে ।"

উল্লেখ্য, দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর প্রতিবাদে যে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে সম্প্রতি সারজিল বক্তব্য রাখে । তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয় । সারজিলকে বলতে শোনা গেছে, অসমে মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে । তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে । তাই রেললাইন অবরোধ করে অসমকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করতে হবে - অন্তত কিছুদিনের জন্যে । দিল্লি পুলিশের অভিযোগ, এর আগেও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর প্রতিবাদে আয়োজিত সভায় 'বিদ্বেষমূলক' মন্তব্য করেছিলেন সারজিল ।

পটনা, 28 জানুয়ারি : দেশদ্রোহের অভিযোগে সারজিল ইমামের বিরুদ্ধে অসম সহ মোট ছয়টি রাজ্যের পুলিশ FIR দায়ের করেছে । আজ বিহার থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সারজিলকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ । বিহারের জাহানাবাদ থেকে গ্রেপ্তার করার পর সারজিলকে আজ আদালতে তোলা হয় । দিল্লি পুলিশ জাহানাবাদ আদালতে ট্রানজ়িট রিমান্ডের আবেদন করে । আদালত সেই আবেদন মঞ্জুর করে সারজিলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশকে । উল্লেখ্য, কয়েকদিন আগে সারজিলের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে । অভিযোগ, সেই ভিডিয়োয় তিনি বিদ্বেষমূলক ভাষণ দেন । এরপরই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ দায়ের হয় ।

সারজিলকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ভাইকে আটক করে বিহার পুলিশ । সোমবার রাতে বিহারের জাহানাবাদে সারজিলের বাড়িতে হানা দেয় দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহার পুলিশের একটি দল । যদিও তখন বাড়িতে সারজিলকে পায়নি পুলিশ । পুলিশ সারজিলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে চলে যায় । আজ জাহানাবাদ থেকে সারজিলকে গ্রেপ্তার করে পুলিশ ।

সোমবার সন্ধ্যা থেকে মুম্বই, পটনা ও দিল্লিতে পুলিশ সারজিলের সন্ধানে তল্লাশি চালায় । দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পাঁচটি দল এই অভিযানে মুখ্য ভূমিকা নেয় । গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে সারজিলকে । তবে JNU-র 'সেন্টার ফর হিস্টোরিকাল স্টাডিজ়'-র ছাত্র সারজিলের বিরুদ্ধে আনা রাষ্ট্রদোহের অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার । পরিবারের দাবি সারজিলের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে । সারজিলকে গ্রেপ্তারের আগে তাঁর মা বলেন, "সে আইন ভাঙেনি । তদন্তকারী সংস্থাগুলির কাছে সে আত্মসমর্পণ করবে ।" তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই প্রসঙ্গে বলেন, "রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনও কাজ করা উচিত নয় । (সারজিলের বিরুদ্ধে আনা) অভিযোগ ও গ্রেপ্তার প্রসঙ্গে আদালত কথা বলবে ।"

সারজিলের বক্তব্য প্রসঙ্গে অমিত শাহ বলেন, "সারজিলের ভিডিয়োটি দেখলাম । ওঁর বক্তব্য শুনলাম । কানাহাইয়া কুমারের থেকেও ভয়ঙ্কর কথা বলেছেন তিনি । দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে । তাঁকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে ।"

উল্লেখ্য, দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর প্রতিবাদে যে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে সম্প্রতি সারজিল বক্তব্য রাখে । তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয় । সারজিলকে বলতে শোনা গেছে, অসমে মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে । তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে । তাই রেললাইন অবরোধ করে অসমকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করতে হবে - অন্তত কিছুদিনের জন্যে । দিল্লি পুলিশের অভিযোগ, এর আগেও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 - এর প্রতিবাদে আয়োজিত সভায় 'বিদ্বেষমূলক' মন্তব্য করেছিলেন সারজিল ।

New Delhi, Jan 28 (ANI): Novel coronavirus alerts were seen at Delhi's Indira Gandhi International Airport. The alert has been put up by Ministry of Health. The alert is specifically issued for people who are coming from China particularly from Wuhan city. A health operation centre is also put up at the airport. The death toll from novel coronavirus has reached to 106 on January 27.

Last Updated : Jan 28, 2020, 7:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.