দিল্লি, 14 অক্টোবর : বিহার নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিলেন লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদবের মেয়ে সুভাষিনী রাজ রাও । কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ এম পি কালি পান্ডেও ।
কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল তাঁকে দলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন বলে জানান সুভাষিনী । তিনি বলেন, “আমায় দলে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির প্রতি আমি কৃতজ্ঞ ।”
কালি পান্ডে লোকতান্ত্রিক জনতা দলের সর্বভারতীয় সম্পাদক ছিলেন । তিনিও কংগ্রেসে যোগ দিয়েছেন । বলেন, "ভবিষ্যৎ কংগ্রেসের উপর নির্ভর করছে । এবং আমি ঘরে ফিরেছি ।"
যদিও এই বিষয়টি এখনও পরিষ্কার নয় যে সুভাষিনী নির্বাচনে অংশ নেবেন কি না । বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি মদনমোহন ঝা বলেন, “এই দুই নেতার কংগ্রেসে যোগ দলকে আরও মজবুত করবে ।”