ETV Bharat / bharat

"সম্ভব নয়", আন্দোলনস্থান পরিবর্তনের প্রস্তাবে কান্না শাহিনবাগে

author img

By

Published : Feb 21, 2020, 6:33 AM IST

শাহিনবাগের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট । আন্দোলনকারীদের তাঁরা বোঝান যে সুপ্রিম কোর্ট শাহিনবাগের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার বিষয়ে কথা বলতে তাঁদের পাঠায়নি । রাস্তা দীর্ঘদিন বন্ধ । এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন । এই সমস্যা সমাধানের বিষয়ে কথা বলবেন তাঁরা ।

shaheen bagh
shaheen bagh

দিল্লি, 21 ফেব্রুয়ারি : শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট । দীর্ঘদিন ধরে আন্দোলনকারীরা দিল্লির ওই রাস্তা আটকে রয়েছেন । ফলে ব্যাহত দৈনন্দিন যান চলাচল । কীভাবে ইশুটিকে সমাধান করা যায় সেই নিয়ে শাহিনবাগ আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন মধ্যস্থতাকারীরা । উত্তরে এল যন্ত্রণার বহিঃপ্রকাশ । আন্দোলনকারীরা বলেন, কেবল রাস্তা আটকই দেখলেন ? মহিলারা দিনের পর দিন এখানে বসে রয়েছেন , এইদিকটা ভেবে দেখেছেন?

আন্দোলনকারীদের উদ্দেশে মধ্যস্থতাকারী আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, "যদি বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে আদালত আমাদের কথা আরও মনোযোগ দিয়ে শুনবে । পরিস্থিতির গুরুত্ব বুঝুন ।"

দু'জন মধ্যস্থতাকারী হেগড়ে এবং সাধনা রামাচন্দ্রন আন্দোলনকারীদের বিষয়টি বুঝিয়ে বলেন । আন্দোলনকারীদের তাঁরা বোঝান যে সুপ্রিম কোর্ট শাহিনবাগের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার বিষয়ে কথা বলতে তাঁদের পাঠায়নি । রাস্তা দীর্ঘদিন বন্ধ । এরফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন । এই সমস্যা সমাধানের বিষয়ে কথা বলবেন তাঁরা । শাহিনবাগের আন্দোলন নিয়ে তাঁদের কোনও বিরোধিতা নেই । আন্দোলনকারীদের উদ্দেশে মধ্যস্থতাকারীরা প্রশ্ন করেন, কারা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করেন? অবস্থান থেকে উত্তর আসে "আমরা সবাই ।" আন্দোলনকারীদের অন্যত্র সরে যাওয়ার অনুরোধ করলে ফিরে আসে কান্না । শাহিনবাগ স্পষ্ট জানায়, "সম্ভব নয় ।"

দিল্লি, 21 ফেব্রুয়ারি : শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট । দীর্ঘদিন ধরে আন্দোলনকারীরা দিল্লির ওই রাস্তা আটকে রয়েছেন । ফলে ব্যাহত দৈনন্দিন যান চলাচল । কীভাবে ইশুটিকে সমাধান করা যায় সেই নিয়ে শাহিনবাগ আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন মধ্যস্থতাকারীরা । উত্তরে এল যন্ত্রণার বহিঃপ্রকাশ । আন্দোলনকারীরা বলেন, কেবল রাস্তা আটকই দেখলেন ? মহিলারা দিনের পর দিন এখানে বসে রয়েছেন , এইদিকটা ভেবে দেখেছেন?

আন্দোলনকারীদের উদ্দেশে মধ্যস্থতাকারী আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, "যদি বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে আদালত আমাদের কথা আরও মনোযোগ দিয়ে শুনবে । পরিস্থিতির গুরুত্ব বুঝুন ।"

দু'জন মধ্যস্থতাকারী হেগড়ে এবং সাধনা রামাচন্দ্রন আন্দোলনকারীদের বিষয়টি বুঝিয়ে বলেন । আন্দোলনকারীদের তাঁরা বোঝান যে সুপ্রিম কোর্ট শাহিনবাগের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার বিষয়ে কথা বলতে তাঁদের পাঠায়নি । রাস্তা দীর্ঘদিন বন্ধ । এরফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন । এই সমস্যা সমাধানের বিষয়ে কথা বলবেন তাঁরা । শাহিনবাগের আন্দোলন নিয়ে তাঁদের কোনও বিরোধিতা নেই । আন্দোলনকারীদের উদ্দেশে মধ্যস্থতাকারীরা প্রশ্ন করেন, কারা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করেন? অবস্থান থেকে উত্তর আসে "আমরা সবাই ।" আন্দোলনকারীদের অন্যত্র সরে যাওয়ার অনুরোধ করলে ফিরে আসে কান্না । শাহিনবাগ স্পষ্ট জানায়, "সম্ভব নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.