ETV Bharat / bharat

225 টাকারও কমে ভ্যাকসিন আনছে সেরাম, কাজ চলছে অক্সফোর্ডের সঙ্গে

সেরাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও তার সঙ্গী আস্ত্রাজেনেসার সঙ্গে কোরোনার ভ্যাকসিন তৈরিতে কাজ করছে । যার ক্লিনিকাল ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ।

representational Image
ভ্যাকসিন
author img

By

Published : Aug 7, 2020, 9:06 PM IST

হায়দরাবাদ, 7 অগাস্ট : 225 টাকায় কোরোনার ভ্যাকসিন আনছে সেরাম । দাম হতে পারে এর চেয়েও কম । 2021-এর মধ্যে ভারত-সহ অন্যান্য মধ্য ও স্বল্প আয়ের দেশুগলির জন্য 750 কোটি ডোজ় আনতে চলেছে পুনের এই সংস্থা । 92 টি দেশে এই ভ্যাকসিন পাওয়া যেতে পারে ।

সেরামের তরফে জানানো হয়েছে, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং দা গাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজ়েশন) এই ভ্যাকসিন তৈরিতে সেরামকে সাহায্য করবে । এক্ষেত্রে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন 1125 কোটি টাকা দিয়ে গাভিকে সাহায্য করবে । গাভি সেই তহবিল এই ভ্যাকসিন তৈরির কাজে লাগাবে । অর্থাৎ, গাভি এই টাকা সেরামকে ভ্যাকসিন তৈরিতে দেবে । গাভির কথায়, ইমিউনাইজ়েশন সকলের জন্য ।

বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং দা গাভির এই সহযোগিতার কথা আজ জানান সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার CEO আদার পুনাওয়ালা । বিল গেটস, গেটস ফাউন্ডেশন ও গাভি শেঠকে এই কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান তিনি ।

ভ্যাকসিনের লাইসেন্স ও সরবরাহের ক্ষেত্রে অ্যামেরিকান সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে সেরামের চুক্তি হয়েছে বলে গতকালই জানিয়েছিল সংস্থাটি । আজ এগিয়ে এল বিল গেটসের সংস্থা ।

সেরাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও তার সঙ্গী আস্ত্রাজেনেসার সঙ্গে কোরোনার ভ্যাকসিন তৈরিতে কাজ করছে । যার ক্লিনিকাল ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় ও তৃতীয় ধাপের অনুমতিও দেশে দিয়ে দিয়েছে ।

হায়দরাবাদ, 7 অগাস্ট : 225 টাকায় কোরোনার ভ্যাকসিন আনছে সেরাম । দাম হতে পারে এর চেয়েও কম । 2021-এর মধ্যে ভারত-সহ অন্যান্য মধ্য ও স্বল্প আয়ের দেশুগলির জন্য 750 কোটি ডোজ় আনতে চলেছে পুনের এই সংস্থা । 92 টি দেশে এই ভ্যাকসিন পাওয়া যেতে পারে ।

সেরামের তরফে জানানো হয়েছে, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং দা গাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজ়েশন) এই ভ্যাকসিন তৈরিতে সেরামকে সাহায্য করবে । এক্ষেত্রে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন 1125 কোটি টাকা দিয়ে গাভিকে সাহায্য করবে । গাভি সেই তহবিল এই ভ্যাকসিন তৈরির কাজে লাগাবে । অর্থাৎ, গাভি এই টাকা সেরামকে ভ্যাকসিন তৈরিতে দেবে । গাভির কথায়, ইমিউনাইজ়েশন সকলের জন্য ।

বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং দা গাভির এই সহযোগিতার কথা আজ জানান সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার CEO আদার পুনাওয়ালা । বিল গেটস, গেটস ফাউন্ডেশন ও গাভি শেঠকে এই কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান তিনি ।

ভ্যাকসিনের লাইসেন্স ও সরবরাহের ক্ষেত্রে অ্যামেরিকান সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে সেরামের চুক্তি হয়েছে বলে গতকালই জানিয়েছিল সংস্থাটি । আজ এগিয়ে এল বিল গেটসের সংস্থা ।

সেরাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও তার সঙ্গী আস্ত্রাজেনেসার সঙ্গে কোরোনার ভ্যাকসিন তৈরিতে কাজ করছে । যার ক্লিনিকাল ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় ও তৃতীয় ধাপের অনুমতিও দেশে দিয়ে দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.