শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি : জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক পুলিশ আধিকারিক। মৃত্যু হয়েছে তিন জঙ্গিরও। জম্মু-কাশ্মীরে কুলগামের ঘটনা। জখম হয়েছেন দুই সেনা জওয়ানও।
কুলগামের তুরিগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালায় সেনা, CRPF ও পুলিশ। সেই সময়, তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও।
গুলির লড়াইয়ে শহিদ হন সিনিয়র পুলিশ আধিকারিক অমন ঠাকুর।