ETV Bharat / bharat

কুলগামে গুলির লড়াইয়ে শহিদ পুলিশ আধিকারিক, নিকেশ ৩ জঙ্গি - jammu and kashmir

কুলগামে জঙ্গি ও সেনার গুলির লড়াইয়ে মৃত্যু হল পুলিশ আধিকারিক অমন ঠাকুরের। দু'জন সেনা জওয়ান জখম হয়েছেন।

অমন ঠাকুর
author img

By

Published : Feb 24, 2019, 6:31 PM IST

Updated : Feb 24, 2019, 11:18 PM IST

শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি : জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক পুলিশ আধিকারিক। মৃত্যু হয়েছে তিন জঙ্গিরও। জম্মু-কাশ্মীরে কুলগামের ঘটনা। জখম হয়েছেন দুই সেনা জওয়ানও।

দেখুন ভিডিয়ো

কুলগামের তুরিগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালায় সেনা, CRPF ও পুলিশ। সেই সময়, তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও।

গুলির লড়াইয়ে শহিদ হন সিনিয়র পুলিশ আধিকারিক অমন ঠাকুর।

শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি : জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক পুলিশ আধিকারিক। মৃত্যু হয়েছে তিন জঙ্গিরও। জম্মু-কাশ্মীরে কুলগামের ঘটনা। জখম হয়েছেন দুই সেনা জওয়ানও।

দেখুন ভিডিয়ো

কুলগামের তুরিগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালায় সেনা, CRPF ও পুলিশ। সেই সময়, তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও।

গুলির লড়াইয়ে শহিদ হন সিনিয়র পুলিশ আধিকারিক অমন ঠাকুর।


Kolkata, Feb 24 (ANI): Transgender community in Kolkata organised a fashion show 'Karigari' to promote clothes designed by them. The clothes are designed and stitched by them after completing their vocational training in stitching. Not only the organisers but models and make-up artist also belonged to transgender community. While speaking to ANI, member of West Bengal Transgender Development Board Ranjita Sinha said, "We thought how to empower the transgender so we have started the program like tailoring, dance, yoga therapy. For this we have collaborated with a company and we thank to them for helping us in making this program become successful. People make wrong perception about transgender. This initiative is taken to showcase our talent and a step forward to get recognition."

Last Updated : Feb 24, 2019, 11:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.