ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সেনকো গোল্ডের কর্ণধার শংকর সেনের - কোরোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সেনকো গোল অ্যান্ড জুয়েলারির কর্ণধার

পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শংকর সেন ৷ মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর ৷

death of senco gold diamonds owner shaankar sen
কর্ণধার
author img

By

Published : Jul 28, 2020, 11:56 PM IST

কলকাতা, 28 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলারির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শংকর সেনের । বয়স হয়েছিল 62 বছর । অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন তিনি । মঙ্গলবার সকালে পঞ্চসায়রে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

17 জুলাই থেকে এই হাসপাতালেই শংকরবাবুর চিকিৎসা চলছিল । প্রথমে অন্য একটি হাসপাতালে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই ওই হাসপাতাল থেকে পঞ্চসায়রের বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । তাঁকে ICU-তে রাখা হয়েছিল । ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । শ্বাসকষ্ট বাড়ে । এই অবস্থায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল । মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ মৃত্যু হয় তাঁর ।

সংস্থার সদস্যদের উদ্দেশে GJC-র চেয়ারম্যান এন অনন্থা পদ্মানাভান বলেন, "শংকর সেনের মৃত্যুতে আমরা ব্যথিত । কয়েক সপ্তাহ ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন । আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।"

কলকাতা, 28 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলারির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শংকর সেনের । বয়স হয়েছিল 62 বছর । অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন তিনি । মঙ্গলবার সকালে পঞ্চসায়রে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

17 জুলাই থেকে এই হাসপাতালেই শংকরবাবুর চিকিৎসা চলছিল । প্রথমে অন্য একটি হাসপাতালে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই ওই হাসপাতাল থেকে পঞ্চসায়রের বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । তাঁকে ICU-তে রাখা হয়েছিল । ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । শ্বাসকষ্ট বাড়ে । এই অবস্থায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল । মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ মৃত্যু হয় তাঁর ।

সংস্থার সদস্যদের উদ্দেশে GJC-র চেয়ারম্যান এন অনন্থা পদ্মানাভান বলেন, "শংকর সেনের মৃত্যুতে আমরা ব্যথিত । কয়েক সপ্তাহ ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন । আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.