মুম্বই, 31 অক্টোবর : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও ধোঁয়াশা যেন পিছু ছাড়ছে না সেনা -BJP জোটের ৷ তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই জোটের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে ৷ কেন্দ্রে BJP বরাবরই ক্ষমতার সমবণ্টনের কথা বলে এসেছে ৷ সেই যুক্তিতে শিবসেনা মহারাষ্ট্র শাসনের ক্ষেত্রেও 50: 50 বণ্টনের দাবি রাখে ৷
আজ সেনার তরফে আবারও তোপ দাগা হয় BJP-কে ৷ BJP -তাদের শরিকি দলকে গুরুত্বহীন বলে মনে করে ও শুধুমাত্র নিজ প্রয়োজনে ব্যবহার করে বলে অভিযোগ আনা হয় ৷ ক্ষমতার সমবণ্টন মানে সর্বোচ্চ পদেরও সমবণ্টন ৷ আজ এমনটাই দাবি করা হয় শিবসেনার তরফে ৷
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গেরুয়া জোটের বিপুল জয় সত্ত্বেও মন্ত্রিসভা গঠনে এসে থমকে দাঁড়িয়েছে সেনা- BJP জোট ৷ সেনা মুখপত্র 'সামনা'য় জানানো হয়, যে সমস্ত সিদ্ধান্তগুলি লোকসভা নির্বাচনের সময় নেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে প্রয়োগ করতে হবে ৷ সামনা-র সম্পাদকীয়তে দাবি করা হয়, " দু'পক্ষের মধ্যে জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানান যে, সমস্ত সরকারি পদ সমান বণ্টন করা হবে ৷ যদি মুখ্যমন্ত্রিত্বের পদ এটির আওতায় না আসে তবে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম পরিবর্তন করতে হবে ৷"
মুখপত্রের সম্পাদকীয়তে আরও যোগ করা হয়, "2014 লোকসভা নির্বাচন পরবর্তী সময় থেকেই BJP তাঁদের শরিকি দলগুলিকে অবহেলা করতে শুরু করে ৷ কিন্তু আমরা এতো সহজে শেষ হব না ৷ মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে ৷ জোটের মধ্যে সংখ্যাতত্ত্বের থেকে প্রতিশ্রুতিটাই বেশি গুরুত্বপূর্ণ ৷ "