ETV Bharat / bharat

BJP-কে আক্রমণ শিবসেনার, মহারাষ্ট্র জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন - sena attacked bjp

মন্ত্রিসভা গঠনের প্রাক্কালে সেনার তরফে আবারও তোপ দাগা হয় BJP-কে ৷ 2014 লোকসভা নির্বাচন পরবর্তী সময় থেকেই BJP তাঁদের শরিকি দলগুলিকে অবহেলা করতে শুরু করে বলে অভিযোগ আনা হয় সেনার তরফে ৷ তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই জোটের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে ৷

শিবসেনা ও BJP
author img

By

Published : Oct 31, 2019, 8:27 PM IST

মুম্বই, 31 অক্টোবর : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও ধোঁয়াশা যেন পিছু ছাড়ছে না সেনা -BJP জোটের ৷ তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই জোটের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে ৷ কেন্দ্রে BJP বরাবরই ক্ষমতার সমবণ্টনের কথা বলে এসেছে ৷ সেই যুক্তিতে শিবসেনা মহারাষ্ট্র শাসনের ক্ষেত্রেও 50: 50 বণ্টনের দাবি রাখে ৷

আজ সেনার তরফে আবারও তোপ দাগা হয় BJP-কে ৷ BJP -তাদের শরিকি দলকে গুরুত্বহীন বলে মনে করে ও শুধুমাত্র নিজ প্রয়োজনে ব্যবহার করে বলে অভিযোগ আনা হয় ৷ ক্ষমতার সমবণ্টন মানে সর্বোচ্চ পদেরও সমবণ্টন ৷ আজ এমনটাই দাবি করা হয় শিবসেনার তরফে ৷

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গেরুয়া জোটের বিপুল জয় সত্ত্বেও মন্ত্রিসভা গঠনে এসে থমকে দাঁড়িয়েছে সেনা- BJP জোট ৷ সেনা মুখপত্র 'সামনা'য় জানানো হয়, যে সমস্ত সিদ্ধান্তগুলি লোকসভা নির্বাচনের সময় নেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে প্রয়োগ করতে হবে ৷ সামনা-র সম্পাদকীয়তে দাবি করা হয়, " দু'পক্ষের মধ্যে জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানান যে, সমস্ত সরকারি পদ সমান বণ্টন করা হবে ৷ যদি মুখ্যমন্ত্রিত্বের পদ এটির আওতায় না আসে তবে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম পরিবর্তন করতে হবে ৷"

মুখপত্রের সম্পাদকীয়তে আরও যোগ করা হয়, "2014 লোকসভা নির্বাচন পরবর্তী সময় থেকেই BJP তাঁদের শরিকি দলগুলিকে অবহেলা করতে শুরু করে ৷ কিন্তু আমরা এতো সহজে শেষ হব না ৷ মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে ৷ জোটের মধ্যে সংখ্যাতত্ত্বের থেকে প্রতিশ্রুতিটাই বেশি গুরুত্বপূর্ণ ৷ "

মুম্বই, 31 অক্টোবর : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও ধোঁয়াশা যেন পিছু ছাড়ছে না সেনা -BJP জোটের ৷ তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই জোটের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে ৷ কেন্দ্রে BJP বরাবরই ক্ষমতার সমবণ্টনের কথা বলে এসেছে ৷ সেই যুক্তিতে শিবসেনা মহারাষ্ট্র শাসনের ক্ষেত্রেও 50: 50 বণ্টনের দাবি রাখে ৷

আজ সেনার তরফে আবারও তোপ দাগা হয় BJP-কে ৷ BJP -তাদের শরিকি দলকে গুরুত্বহীন বলে মনে করে ও শুধুমাত্র নিজ প্রয়োজনে ব্যবহার করে বলে অভিযোগ আনা হয় ৷ ক্ষমতার সমবণ্টন মানে সর্বোচ্চ পদেরও সমবণ্টন ৷ আজ এমনটাই দাবি করা হয় শিবসেনার তরফে ৷

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে গেরুয়া জোটের বিপুল জয় সত্ত্বেও মন্ত্রিসভা গঠনে এসে থমকে দাঁড়িয়েছে সেনা- BJP জোট ৷ সেনা মুখপত্র 'সামনা'য় জানানো হয়, যে সমস্ত সিদ্ধান্তগুলি লোকসভা নির্বাচনের সময় নেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে প্রয়োগ করতে হবে ৷ সামনা-র সম্পাদকীয়তে দাবি করা হয়, " দু'পক্ষের মধ্যে জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানান যে, সমস্ত সরকারি পদ সমান বণ্টন করা হবে ৷ যদি মুখ্যমন্ত্রিত্বের পদ এটির আওতায় না আসে তবে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম পরিবর্তন করতে হবে ৷"

মুখপত্রের সম্পাদকীয়তে আরও যোগ করা হয়, "2014 লোকসভা নির্বাচন পরবর্তী সময় থেকেই BJP তাঁদের শরিকি দলগুলিকে অবহেলা করতে শুরু করে ৷ কিন্তু আমরা এতো সহজে শেষ হব না ৷ মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে ৷ জোটের মধ্যে সংখ্যাতত্ত্বের থেকে প্রতিশ্রুতিটাই বেশি গুরুত্বপূর্ণ ৷ "

Kevadia (Gujarat), Oct 31 (ANI): Prime Minister Narendra Modi visited a technology demonstration site in Gujarat's Kevadia on October 31. He also interacted with civil service probationers in Police Technology Exhibition. Various tech gadgets were demonstrated at the site. To count on the new era of Cyber and Internal security, lot of digital initiative were on display.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.