সোপোরে, 12 জুলাই : সোপোরে নিকেশ এক জঙ্গি ৷ সকাল থেকেই সোপোরের রেব্বান এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াই চলাকালীনই ওই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷
গতকালই নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাঁয় জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে ৷ আর তখনই নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি ৷ সেনা সূত্রে খবর, ওই এলাকায় কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তাবাহিনী ৷ তাদের পাকড়াও করতে সেনা তৎপর হলেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ৷ আর তখনই খতম হয় ওই দুই জঙ্গি ৷ তাদের কাছ থেকে দুটি AK-47 ও কার্তুজ-সহ একাধিক অস্ত্র মিলেছে ৷