ETV Bharat / bharat

সোপোরে নিকেশ 1 জঙ্গি - নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই

Jawans
ফাইল ফোটো
author img

By

Published : Jul 12, 2020, 6:46 AM IST

Updated : Jul 12, 2020, 12:58 PM IST

12:53 July 12

সোপোরে, 12 জুলাই : সোপোরে নিকেশ এক জঙ্গি ৷ সকাল থেকেই সোপোরের রেব্বান এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াই চলাকালীনই ওই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷ 

গতকালই নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাঁয় জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে ৷ আর তখনই নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি ৷ সেনা সূত্রে খবর, ওই এলাকায় কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তাবাহিনী ৷ তাদের পাকড়াও করতে সেনা তৎপর হলেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ৷ আর তখনই খতম হয় ওই দুই জঙ্গি ৷ তাদের কাছ থেকে দুটি AK-47 ও কার্তুজ-সহ একাধিক অস্ত্র মিলেছে ৷

06:34 July 12

সোপোরে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী

মেজর জেনেরাল বীরেন্দ্র ভাটস জানান, নিয়ন্ত্রণরেখাজুড়ে জঙ্গিদের যে লঞ্চপ্যাডগুলি রয়েছে সেগুলি এখন সম্পূর্ণভাবে সক্রিয় ৷ ফলে, জঙ্গিরা ক্রমাগত ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে ৷ 250-300 জঙ্গি লঞ্চপ্যাডগুলিতে রয়েছে ৷ আর তাদের পাকিস্তানের সেনা মদত দিচ্ছে ৷  

25 জুন সোপোরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয় ৷ সেইসময়ও দুই জঙ্গিকে খতম করে সেনা ৷ একইসঙ্গে জখম হয় CRPF-এর এক আধিকারিক ৷ পরে তিনি শহিদ হন ৷  

12:53 July 12

সোপোরে, 12 জুলাই : সোপোরে নিকেশ এক জঙ্গি ৷ সকাল থেকেই সোপোরের রেব্বান এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াই চলাকালীনই ওই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷ 

গতকালই নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাঁয় জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে ৷ আর তখনই নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি ৷ সেনা সূত্রে খবর, ওই এলাকায় কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তাবাহিনী ৷ তাদের পাকড়াও করতে সেনা তৎপর হলেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ৷ আর তখনই খতম হয় ওই দুই জঙ্গি ৷ তাদের কাছ থেকে দুটি AK-47 ও কার্তুজ-সহ একাধিক অস্ত্র মিলেছে ৷

06:34 July 12

সোপোরে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী

মেজর জেনেরাল বীরেন্দ্র ভাটস জানান, নিয়ন্ত্রণরেখাজুড়ে জঙ্গিদের যে লঞ্চপ্যাডগুলি রয়েছে সেগুলি এখন সম্পূর্ণভাবে সক্রিয় ৷ ফলে, জঙ্গিরা ক্রমাগত ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে ৷ 250-300 জঙ্গি লঞ্চপ্যাডগুলিতে রয়েছে ৷ আর তাদের পাকিস্তানের সেনা মদত দিচ্ছে ৷  

25 জুন সোপোরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয় ৷ সেইসময়ও দুই জঙ্গিকে খতম করে সেনা ৷ একইসঙ্গে জখম হয় CRPF-এর এক আধিকারিক ৷ পরে তিনি শহিদ হন ৷  

Last Updated : Jul 12, 2020, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.