ETV Bharat / bharat

বিক্ষোভের জের, ইন্ডিয়া গেট চত্বরে 144 ধারা জারি

author img

By

Published : Oct 2, 2020, 7:49 AM IST

28 তারিখ ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান পঞ্জাব যুব কংগ্রেসের সদস্যরা । একটি ট্রাক্টরও পুড়িয়ে দেওয়া হয় । ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করে পঞ্জাব পুলিশ । এবার ইন্ডিয়া গেট চত্বরে 144 ধারা জারি করা হল ।

Sec 144 imposed around India Gate
Sec 144 imposed around India Gate

দিল্লি, 2 অক্টোবর : কয়েকদিন আগেই কৃষি আইনের বিরুদ্ধে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিল যুব কংগ্রেস । ট্রাক্টর পুড়িয়ে সেখানে বিক্ষোভ দেখায় তারা । আর এবার সেখানে 144 ধারা জারি করল দিল্লি পুলিশ ।

টুইটারে নিউ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ লেখেন, "144 ধারা জারি হওয়ায় ইন্ডিয়া গেটের আশপাশে কেউ জমায়েত করতে পারবে না ।" যন্তর মন্তরের মতো নির্দিষ্ট জায়গাগুলিতে জমায়েত করা যাবে । তবে 100 জনের বেশি নয় এবং তার জন্য প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে ।

সংসদে কৃষি বিল পাশের পর থেকেই দেশের একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ । পঞ্জাব সহ একাধিক রাজ্যে বিক্ষোভ দেখায় বিভিন্ন কৃষক সংগঠন । পথে নামে একাধিক রাজনৈতিক দলও । বিক্ষোভের আঁচ লাগে দিল্লিতেও । সেখানে 28 তারিখ ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান পঞ্জাব যুব কংগ্রেসের সদস্যরা । বিক্ষোভ দেখানোর সময় একটি ট্রাক্টরও পুড়িয়ে দেওয়া হয় । এই ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করে পঞ্জাব পুলিশ ।

এবার সেই ইন্ডিয়া গেট চত্বরে 144 ধারা জারি করা হল ।

দিল্লি, 2 অক্টোবর : কয়েকদিন আগেই কৃষি আইনের বিরুদ্ধে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিল যুব কংগ্রেস । ট্রাক্টর পুড়িয়ে সেখানে বিক্ষোভ দেখায় তারা । আর এবার সেখানে 144 ধারা জারি করল দিল্লি পুলিশ ।

টুইটারে নিউ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ লেখেন, "144 ধারা জারি হওয়ায় ইন্ডিয়া গেটের আশপাশে কেউ জমায়েত করতে পারবে না ।" যন্তর মন্তরের মতো নির্দিষ্ট জায়গাগুলিতে জমায়েত করা যাবে । তবে 100 জনের বেশি নয় এবং তার জন্য প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে ।

সংসদে কৃষি বিল পাশের পর থেকেই দেশের একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ । পঞ্জাব সহ একাধিক রাজ্যে বিক্ষোভ দেখায় বিভিন্ন কৃষক সংগঠন । পথে নামে একাধিক রাজনৈতিক দলও । বিক্ষোভের আঁচ লাগে দিল্লিতেও । সেখানে 28 তারিখ ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান পঞ্জাব যুব কংগ্রেসের সদস্যরা । বিক্ষোভ দেখানোর সময় একটি ট্রাক্টরও পুড়িয়ে দেওয়া হয় । এই ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করে পঞ্জাব পুলিশ ।

এবার সেই ইন্ডিয়া গেট চত্বরে 144 ধারা জারি করা হল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.