ওয়াশিংটন, 6 জুন : কোরোনা রোগীদের মৃত্যু বা শারীরিক অবনতির আশঙ্কা হ্রাসে সক্ষম নয় হাইড্রক্সিক্লোরোকুইন । এই ওষুধ প্রয়োগের ফলে শুধুমাত্র রোগীদের আরও বেশ কিছুদিন বাঁচিয়ে রাখতে সাহায্য করে । বিষয়টি সম্প্রতি নজরে এসেছে অ্যামেরিকার গবেষকদের ।
গবেষকদের মতে, "যেসমস্ত কোরোনা রোগীদের হাসপাতালে ভরতি করা হয় তাঁদের উপর ভিত্তি করে একটি পরীক্ষা করা হয় । সেখানে অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে হোক বা না হোক হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগে কোনও উল্লেখযোগ্য ফল পাওয়া যায়নি । মৃত্যু বা ভেন্টিলেশনের আশঙ্কা কমায় এমন কোনও চিহ্নও পাওয়া যায়নি । "
এই গবেষণার জন্য হাসপাতালের ভরতি 807 জন কোরোনা রোগীর তথ্য নির্ধারণ করা হয়েছিল । যার মধ্যে অর্ধেক রোগীকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়নি । আর যাঁদের ওই ওষুধ প্রয়োগ করা হয়েছিল তাঁদের মধ্যে 198 জনের চিকিৎসা করা হয়েছিল শুধুমাত্র হাইড্রক্সিক্লোরোকুইনের মাধ্যমে । বাকি 214 জনের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন দুটোই প্রয়োগ করা হয়েছিল । গবেষকরা জানান, 86 শতাংশ রোগীকে ভেন্টিলেটরে দেওয়ার আগে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছিল ।
গবেষকরা জানান, অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখা গেছে, হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন প্রয়োগ করলে কোরোনা রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে । কিন্তু যাঁদের শুধুমাত্র হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করা হয় তাঁদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি আরও বেশি ।
এই গবেষণা যে রোগীদের উপর ভিত্তি করে হয় তাঁদের প্রত্যকেরই কার্ডিয়োভাসকুলার, ক্রনিক অবস্ট্রাকটিভ পুলমোনারি ও ডায়াবেটিসের মতো রোগ আগে থেকেই ছিল । আর রোগীদের এক তৃতীয়াংশের বয়স 22 থেকে 60 বছরের মধ্যে ছিল । পাশাপাশি রোগীদের বেশিরভাগই ছিল পুরুষ ।