ETV Bharat / bharat

দিল্লি দূষণ : ফের দু'দিনের জন্য বন্ধ সমস্ত স্কুল - Schools In Delhi To Be Closed in Delhi

দূষণের মাত্রা বৃদ্ধির কারণে দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যে সমস্ত কারখানাগুলি তাদের জ্বালানি পরিশোধন করে না, সেগুলিকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (EPCA) ৷

দিল্লি দূষণ
author img

By

Published : Nov 13, 2019, 11:51 PM IST

দিল্লি, 13 নভেম্বর : দূষণের মাত্রা বৃদ্ধির কারণে দিল্লি ও সংলগ্ন জেলাগুলিতে স্কুল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে সমস্ত কারখানাগুলি তাদের জ্বালানি পরিশোধন করে না, সেগুলিকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (EPCA) ৷

সংস্থাটি এক নির্দেশিকায় বলেছে, "NCR (জাতীয় রাজধানী অঞ্চল) - এর অন্তর্গত এলাকায় 15 নভেম্বর সকাল পর্যন্ত হট মিক্স প্লান্ট ও স্টোন ক্রাশারগুলি বন্ধ থাকবে ৷"

নির্দেশিকায় আরও বলা হয়েছে, "15 নভেম্বর পর্যন্ত ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা, গ্রেটার নয়ডা, সোনিপত, পানিপত, বাহাদুরগড় ও ভীওয়াদিতে সমস্ত কয়লা ও অন্যান্য জ্বালানী নির্ভর শিল্পগুলি বন্ধ থাকবে ৷ দিল্লির যে সমস্ত শিল্প এখনও PNG-র ব্যবহার করছে না, সেগুলিও 15 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ৷"

"বাচ্চাদের কথা মাথায় রেখে EPCA নির্দেশ দিয়েছে, আগামী দু'দিন সমস্ত স্কুল বন্ধ রাখতে হবে ৷" সূত্রের খবর, নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদের স্কুলগুলিও বন্ধ থাকবে ৷

জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান দীপাবলির পর বিপজ্জনক স্তরে পৌঁছেছিল ৷ জনস্বাস্থ্যের দিকে নজর রেখে জরুরি অবস্থা ঘোষণার পর দিল্লি সরকার চারদিনের জন্য সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছিল ৷ বাতাসের গুণমান উন্নতি হওয়ার পর 5 নভেম্বর স্কুলগুলি পুনরায় চালু হয় ৷

আজ দিল্লির দূষণ আবার মারাত্মক স্তরে নেমেছে ৷ সুপ্রিম কোর্ট জানায়, পুরো উত্তর ভারত ও NCR বায়ু দূষণে ভুগছে ৷

দিল্লি, 13 নভেম্বর : দূষণের মাত্রা বৃদ্ধির কারণে দিল্লি ও সংলগ্ন জেলাগুলিতে স্কুল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে সমস্ত কারখানাগুলি তাদের জ্বালানি পরিশোধন করে না, সেগুলিকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (EPCA) ৷

সংস্থাটি এক নির্দেশিকায় বলেছে, "NCR (জাতীয় রাজধানী অঞ্চল) - এর অন্তর্গত এলাকায় 15 নভেম্বর সকাল পর্যন্ত হট মিক্স প্লান্ট ও স্টোন ক্রাশারগুলি বন্ধ থাকবে ৷"

নির্দেশিকায় আরও বলা হয়েছে, "15 নভেম্বর পর্যন্ত ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা, গ্রেটার নয়ডা, সোনিপত, পানিপত, বাহাদুরগড় ও ভীওয়াদিতে সমস্ত কয়লা ও অন্যান্য জ্বালানী নির্ভর শিল্পগুলি বন্ধ থাকবে ৷ দিল্লির যে সমস্ত শিল্প এখনও PNG-র ব্যবহার করছে না, সেগুলিও 15 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ৷"

"বাচ্চাদের কথা মাথায় রেখে EPCA নির্দেশ দিয়েছে, আগামী দু'দিন সমস্ত স্কুল বন্ধ রাখতে হবে ৷" সূত্রের খবর, নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদের স্কুলগুলিও বন্ধ থাকবে ৷

জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান দীপাবলির পর বিপজ্জনক স্তরে পৌঁছেছিল ৷ জনস্বাস্থ্যের দিকে নজর রেখে জরুরি অবস্থা ঘোষণার পর দিল্লি সরকার চারদিনের জন্য সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছিল ৷ বাতাসের গুণমান উন্নতি হওয়ার পর 5 নভেম্বর স্কুলগুলি পুনরায় চালু হয় ৷

আজ দিল্লির দূষণ আবার মারাত্মক স্তরে নেমেছে ৷ সুপ্রিম কোর্ট জানায়, পুরো উত্তর ভারত ও NCR বায়ু দূষণে ভুগছে ৷

Jeju Island (Korea), Nov 12 (ANI): Havildar Anuj Kumar Taliyan won gold medal in 11th World Bodybuilding Championships 2019 on Nov 11. The event was held at Jeju Island in Korea. Havildar Kumar won the medal in the 100+ kg category in the Championships. He is the member of the Madras Engineer Group (MEG) of the Indian Army, informally known as Madras Sappers.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.