ETV Bharat / bharat

নির্ভয়া গণধর্ষণ : আগামীকাল ফের শুনানি, গঠিত হচ্ছে নতুন বেঞ্চ

গণধর্ষণ করে দিল্লিতে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল নির্ভয়াকে । সেই ঘটনায় ছ’জন অভিযুক্তের মধ্যে চার জনের বিরুদ্ধে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় ঝুলছে । আজ মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার কথা ছিল । কিন্তু স্থগিত হয়ে যায় । আগামীকাল নতুন বেঞ্চে হবে শুনানি ।

supreme court
ছবি
author img

By

Published : Dec 17, 2019, 10:36 AM IST

Updated : Dec 18, 2019, 10:54 AM IST

দিল্লি, 17 ডিসেম্বর : পেরিয়ে গেছে সাত বছর ৷ 2012 সালের 16 ডিসেম্বর যুবতি গণধর্ষণে অপরাধী সাব্যস্ত হয়েছে চার জনই ৷ আগামীকাল নতুন বেঞ্চে পুনর্বিবেচার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট ।

গণধর্ষণ করে দিল্লিতে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল নির্ভয়াকে । সেই ঘটনায় ছ’জন অভিযুক্তের মধ্যে চার জনের বিরুদ্ধে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় ঝুলছে । রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে চার জনই । আজ সুপ্রিম কোর্টে সেই আবেদনেরই শুনানি ছিল ৷ শুনানি শুরুও হয়েছিল তিন বিচারপতির বেঞ্চে ৷ দেশের প্রধান বিচারপতি এসএ বোবদে ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি আর ভানুমতী ৷ কিন্তু কিছুক্ষণ পর তা স্থগিত হয়ে যায় ৷ প্রধান বিচারপতি ব্যক্তিগত কারণে বেঞ্চ থেকে সরে যান ৷

নির্ভয়ার পরিবারের হয়ে সওয়াল করতে এসেছিলেন তাঁর ভাইপো অর্জুন বোবদে। তাই প্রধান বিচারপতি নিজেকে সরিয়ে নেন বলে জানা গিয়েছে। তিনি জানালেন, নতুন বেঞ্চ গঠন করা হচ্ছে ৷ আগামীকাল সকাল 10.30 মিনিটে মামলার শুনানি হবে ৷

দিল্লিতে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত একটি অনুষ্ঠানে নির্ভয়ার মা আবারও ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন ৷ গতকালই উন্নাও গণধর্ষণে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে ৷ একের পর ধর্ষণের ঘটনার খবরে উত্তাল দেশ ৷ হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের মৃত্যু হয়েছে পুলিশই এনকাউন্টারে ৷ অন্যদিকে দিন কয়েক আগেই উন্নাওয়ে অন্য এক নির্যাতিতাকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ নির্ভয়া শুনানির দিকে তাকিয়ে রয়েছে দেশ ৷

দিল্লি, 17 ডিসেম্বর : পেরিয়ে গেছে সাত বছর ৷ 2012 সালের 16 ডিসেম্বর যুবতি গণধর্ষণে অপরাধী সাব্যস্ত হয়েছে চার জনই ৷ আগামীকাল নতুন বেঞ্চে পুনর্বিবেচার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট ।

গণধর্ষণ করে দিল্লিতে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল নির্ভয়াকে । সেই ঘটনায় ছ’জন অভিযুক্তের মধ্যে চার জনের বিরুদ্ধে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় ঝুলছে । রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে চার জনই । আজ সুপ্রিম কোর্টে সেই আবেদনেরই শুনানি ছিল ৷ শুনানি শুরুও হয়েছিল তিন বিচারপতির বেঞ্চে ৷ দেশের প্রধান বিচারপতি এসএ বোবদে ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি আর ভানুমতী ৷ কিন্তু কিছুক্ষণ পর তা স্থগিত হয়ে যায় ৷ প্রধান বিচারপতি ব্যক্তিগত কারণে বেঞ্চ থেকে সরে যান ৷

নির্ভয়ার পরিবারের হয়ে সওয়াল করতে এসেছিলেন তাঁর ভাইপো অর্জুন বোবদে। তাই প্রধান বিচারপতি নিজেকে সরিয়ে নেন বলে জানা গিয়েছে। তিনি জানালেন, নতুন বেঞ্চ গঠন করা হচ্ছে ৷ আগামীকাল সকাল 10.30 মিনিটে মামলার শুনানি হবে ৷

দিল্লিতে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত একটি অনুষ্ঠানে নির্ভয়ার মা আবারও ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন ৷ গতকালই উন্নাও গণধর্ষণে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে ৷ একের পর ধর্ষণের ঘটনার খবরে উত্তাল দেশ ৷ হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের মৃত্যু হয়েছে পুলিশই এনকাউন্টারে ৷ অন্যদিকে দিন কয়েক আগেই উন্নাওয়ে অন্য এক নির্যাতিতাকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ নির্ভয়া শুনানির দিকে তাকিয়ে রয়েছে দেশ ৷

Udham Singh Nagar (Uttarakhand), Dec 17 (ANI): A 79-year-old man from Uttarakhand's Khatima tehsil has scored more than 60% in High School Examination. Dani Ram is a retired Subedar-major of Central Reserve Police Force (CRPF). He hails from Chakarpur village in Khatima tehsil of Uttarakhand. While speaking to ANI, Dani Ram said, "As I didn't complete my Class 10, I was never promoted to Assistant Commandant. It was then that I decided to pursue further education."

Last Updated : Dec 18, 2019, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.