ETV Bharat / bharat

সামনেই নয়া মুখ্যমন্ত্রীর শপথ, হাসপাতালে একনাথ শিন্ডে - CARETAKER CM EKNATH SHINDE

একদিকে মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে ৷ অন্যদিকে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে গেলেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷

Chief Minister Eknath Shinde
হাসপাতালের পথে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2024, 3:18 PM IST

Updated : Dec 3, 2024, 3:49 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর: হাসপাতালে গেলেন মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না ৷ সেই অবস্থায় তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷ সোমবার মুম্বই ফেরেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ৷

এদিকে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী নিয়ে টালমাটাল পরিস্থিতি এখনও জারি ৷ জানা গিয়েছে, মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান হবে 5 ডিসেম্বর ৷ এরই মধ্যে মঙ্গলবার সকালে তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

হাসপাতালে ভর্তি একনাথ শিন্ডে (ইটিভি ভারত)

তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী শিবসেনা নেতা উদয় সামন্ত জানিয়েছেন, এটা নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা মাত্র ৷ পরীক্ষা-নিরীক্ষা হয়ে গেলে তিনি আবার মুম্বইয়ে তাঁর বাসভবন 'বর্ষা'য় ফিরে আসবেন ৷ উদয় বলেন, "তাঁর গলায় সংক্রমণ হয়েছে ৷ সঙ্গে জ্বর এবং দুর্বলতাও ৷ তাই কয়েকটি প্রয়োজনীয় রক্তপরীক্ষা করাতে তিনি হাসপাতালে গিয়েছেন ৷" ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী নিজেও সাংবাদিকদের বলেন, "আমি ভালো আছি ৷ চিন্তা করার কিছু নেই ৷"

23 নভেম্বর ফল ঘোষণার পর 11 দিন কেটে গেলেও সরকার গঠন হয়নি মহারাষ্ট্রে ৷ বিজেপি, শিন্ডে শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি নিয়ে গঠিত মহাযুতি নয়া মুখ্যমন্ত্রী নিয়ে একমত হতে পারেনি ৷ প্রথম থেকেই নয়া মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ৷

অন্যদিকে, এই সিদ্ধান্ত নিয়ে মোটেও খুশি নন একনাথ ৷ এবারেও তিনি মুখ্যমন্ত্রী থাকতে চান বলেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন ৷ রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ফল ঘোষণার তিনদিনের মাথায় 26 নভেম্বর সকালে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগপত্র জমা দেন একনাথ শিন্ডে ৷ নতুন সরকার গঠন না-হওয়া পর্যন্ত শিন্ডেকেই কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে মহারাষ্ট্রের কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন রাজ্যপাল ৷

নতুন মুখ্যমন্ত্রী কে হবেন ? এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে 28 নভেম্বর রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মহাযুতির তিন নেতা- ফড়নবিশ, শিন্ডে ও অজিত পাওয়ার ৷ সেখানে ছিলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা ৷

দিল্লি থেকে ফিরে গত শুক্রবার, হঠাৎ সাতারায় নিজের গ্রামে চলে যান একনাথ শিন্ডে ৷ তাই মহাযুতির বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায় ৷ তিনি ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন, এমন সম্ভাবনা কম ৷ বরং নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দেবেন্দ্র ফড়নবিশের নাম শোনা গিয়েছে ৷ তাই তিনি হতাশ হয়ে গ্রামের বাড়ি গিয়েছেন, এমনটা শোনা গেলেও শিন্ডের শিবসেনা সূত্র তা খারিজ করে দেয় ৷ এক মুখপাত্র জানান, তাঁর শরীর ভালো নেই ৷

তাই গ্রামের বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছেন ৷ গ্রাম থেকে ফিরে এবার হাসপাতালে গেলেন অসুস্থ একনাথ ৷ অন্যদিকে, বিজেপি জানিয়ে দিয়েছে, আগামী 5 ডিসেম্বর মহারাষ্ট্রে নয়া সরকারের গঠন হবে, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নয়া মুখ্যমন্ত্রীর নাম এখনও জানা যায়নি ৷ তার আগে শিন্ডে সুস্থ হবেন তো ?

মুম্বই, 3 ডিসেম্বর: হাসপাতালে গেলেন মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না ৷ সেই অবস্থায় তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷ সোমবার মুম্বই ফেরেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ৷

এদিকে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী নিয়ে টালমাটাল পরিস্থিতি এখনও জারি ৷ জানা গিয়েছে, মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান হবে 5 ডিসেম্বর ৷ এরই মধ্যে মঙ্গলবার সকালে তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

হাসপাতালে ভর্তি একনাথ শিন্ডে (ইটিভি ভারত)

তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী শিবসেনা নেতা উদয় সামন্ত জানিয়েছেন, এটা নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা মাত্র ৷ পরীক্ষা-নিরীক্ষা হয়ে গেলে তিনি আবার মুম্বইয়ে তাঁর বাসভবন 'বর্ষা'য় ফিরে আসবেন ৷ উদয় বলেন, "তাঁর গলায় সংক্রমণ হয়েছে ৷ সঙ্গে জ্বর এবং দুর্বলতাও ৷ তাই কয়েকটি প্রয়োজনীয় রক্তপরীক্ষা করাতে তিনি হাসপাতালে গিয়েছেন ৷" ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী নিজেও সাংবাদিকদের বলেন, "আমি ভালো আছি ৷ চিন্তা করার কিছু নেই ৷"

23 নভেম্বর ফল ঘোষণার পর 11 দিন কেটে গেলেও সরকার গঠন হয়নি মহারাষ্ট্রে ৷ বিজেপি, শিন্ডে শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি নিয়ে গঠিত মহাযুতি নয়া মুখ্যমন্ত্রী নিয়ে একমত হতে পারেনি ৷ প্রথম থেকেই নয়া মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ৷

অন্যদিকে, এই সিদ্ধান্ত নিয়ে মোটেও খুশি নন একনাথ ৷ এবারেও তিনি মুখ্যমন্ত্রী থাকতে চান বলেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন ৷ রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ফল ঘোষণার তিনদিনের মাথায় 26 নভেম্বর সকালে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগপত্র জমা দেন একনাথ শিন্ডে ৷ নতুন সরকার গঠন না-হওয়া পর্যন্ত শিন্ডেকেই কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে মহারাষ্ট্রের কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন রাজ্যপাল ৷

নতুন মুখ্যমন্ত্রী কে হবেন ? এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে 28 নভেম্বর রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মহাযুতির তিন নেতা- ফড়নবিশ, শিন্ডে ও অজিত পাওয়ার ৷ সেখানে ছিলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা ৷

দিল্লি থেকে ফিরে গত শুক্রবার, হঠাৎ সাতারায় নিজের গ্রামে চলে যান একনাথ শিন্ডে ৷ তাই মহাযুতির বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায় ৷ তিনি ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন, এমন সম্ভাবনা কম ৷ বরং নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দেবেন্দ্র ফড়নবিশের নাম শোনা গিয়েছে ৷ তাই তিনি হতাশ হয়ে গ্রামের বাড়ি গিয়েছেন, এমনটা শোনা গেলেও শিন্ডের শিবসেনা সূত্র তা খারিজ করে দেয় ৷ এক মুখপাত্র জানান, তাঁর শরীর ভালো নেই ৷

তাই গ্রামের বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছেন ৷ গ্রাম থেকে ফিরে এবার হাসপাতালে গেলেন অসুস্থ একনাথ ৷ অন্যদিকে, বিজেপি জানিয়ে দিয়েছে, আগামী 5 ডিসেম্বর মহারাষ্ট্রে নয়া সরকারের গঠন হবে, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নয়া মুখ্যমন্ত্রীর নাম এখনও জানা যায়নি ৷ তার আগে শিন্ডে সুস্থ হবেন তো ?

Last Updated : Dec 3, 2024, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.