দিল্লি, 12 জুন : কোথাও লোহার আঁকশি দিয়ে মৃতদেহকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে । কোথাও বা কোরোনায় মৃত্যু হয়েছে এই আতঙ্কে জঞ্জালের গাড়িতে তুলে দেওয়া হচ্ছে মৃতদেহ । কোরোনা রোগীর চিকিৎসা ও কোরোনায় মৃতদের সৎকার নিয়ে ইতিমধ্যেই নানা ভিডিয়ো-খবর প্রকাশ্যে এসেছে, যা দেখলে আঁতকে উঠতে হয় । দেশের নানা প্রান্তের এই অব্যবস্থা নিয়ে এবার মামলা শুরু হল শীর্ষ আদালতে । অশোকভূষণের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এনিয়ে এবার কেন্দ্রের পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছে জবাব চাইল । পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো নিয়ে সঠিক খতিয়ান তুলে ধরার নির্দেশও দেওয়া হল আদালতের তরফে ।
কোরোনায় মৃত্যু হয়েছে । তাই মৃতদেহকে জঞ্জালের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে । উত্তরপ্রদেশের বলরামপুরের ঘটনা । রাজধানী দিল্লির সরকারি হাসপাতালগুলির পরিস্থিতিও নাড়িয়ে দেওয়ার মতো । সরকারি হাসপাতালগুলিতে বেড খালি থাকা সত্ত্বেও কোরোনা রোগীদের ভরতি নেওয়া হচ্ছে না । হাসপাতালের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন তাঁরা । এগুলি ছাড়াও গতকাল কলকাতায় একটি মৃতদেহকে মর্গ থেকে পৌরনিগমের গাড়িতে তোলার দৃশ্য অত্যন্ত নির্মম । মৃতদেহটি লোহার আঁকশিতে গেঁথে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে । দেশের নানা প্রান্তে ঘটে চলা এই বিষয়গুলি নিয়েই এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে শীর্ষ আদালতে । সমস্ত তথ্য খতিয়ে দেখার পর গতকাল বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চকে মামলার শুনানির দায়িত্ব দেন প্রধান বিচারপতি এস এ বোবদে ।
আজ মামলার শুনানি চলাকালীন দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চায় শীর্ষ আদালত । কীভাবে রোগীদের চিকিৎসা চলছে, মৃতদেহগুলির জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চায় আদালত । সরকারি হাসপাতালে ভরতি না নেওয়র পাশাপাশি কোরোনা পরীক্ষার সংখ্যা কমার জন্য দিল্লি সরকাররে কাছে জবাব চায় আদালত । একই বিষয়ে কেন্দ্রের কাছেও জানতে চাওয়া হয়েছে । শীর্ষ আদালতের বক্তব্য, আবর্জনার স্তূপে পড়ে রয়েছে মৃতদেহ । কোরোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপভাবে আচরণ করা হচ্ছে । হাসপাতালে মৃতদেহগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না । এমনকী মৃতদের পরিবারকেও খবর দেওয়া হচ্ছে না । প্রিয়জনের শেষকৃত্যে শামিল হতে পারছেন না তাঁরা । সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক ।
কীভাবে রোগীদের চিকিৎসা চলছে এবং মৃতদেহগুলির সৎকারের কী ব্যবস্থা করা হচ্ছে, তা নিয়ে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সরকারকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত । আদালতের নির্দেশ, রোগীদের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা, হাসপাতালের কর্মী সংখ্যা, চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে যেন যাবতীয় তথ্য নেন রাজ্যের মু্খ্যসচিব । এবং তা আদালতের কাছে জানানো হয় ।