ETV Bharat / bharat

কাল সবরীমালা-রাফালসহ 3 মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট

author img

By

Published : Nov 13, 2019, 1:40 PM IST

অবসরের আগে কিছু গুরুত্বপূর্ণ মামলায় রায় দিতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । সেইমতো 9 নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন তিনি । এবার সবরীমালায় মহিলাদের প্রবেশ, রাফাল চুক্তি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাহুল গান্ধির আপত্তিকর মন্তব্য সংক্রান্ত মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । কাল এই রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি ৷

সুপ্রিমকোর্ট

দিল্লি, 13 নভেম্বর : আগামীকাল তিনটি গুরুত্বপূর্ণ মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট ৷ অবসরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় রায় দিতে পারেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, খবর ছিল এমনই । সেইমতো 9 নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন তিনি । এবার সবরীমালায় মহিলাদের প্রবেশ, রাফাল চুক্তি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাহুল গান্ধির আপত্তিকর মন্তব্য সংক্রান্ত (ফৌজদারি অবমাননা) মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে রঞ্জন গগৈ-র কার্যকালের মেয়াদ । তার আগেই আগামীকাল এই তিন গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করবেন তিনি ৷

সুপ্রিম কোর্ট গত বছরের 28 সেপ্টেম্বর সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের পক্ষে রায় দেয় । বলা হয়, যে কোনও বয়সি মহিলারা সবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন । সেই রায় পুনর্বিবেচনার জন্য 60 টিরও বেশি পিটিশন জমা পড়ে । আগামীকাল সেই মামলারই রায় দেবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ।

গত বছর রাফাল দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার একটি পিটিশন ফাইল করে ৷ সেই সংক্রান্ত মামলার রায় দেবে শীর্ষ আদালত ।

অন্যদিকে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান দেন রাহুল গান্ধি । কংগ্রেস নেতার এই মন্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন BJP সাংসদ মীনাক্ষী লেখি । আগামীকাল সেই মামলারও রায় দেবে সুপ্রিম কোর্ট ।

দিল্লি, 13 নভেম্বর : আগামীকাল তিনটি গুরুত্বপূর্ণ মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট ৷ অবসরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় রায় দিতে পারেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, খবর ছিল এমনই । সেইমতো 9 নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন তিনি । এবার সবরীমালায় মহিলাদের প্রবেশ, রাফাল চুক্তি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাহুল গান্ধির আপত্তিকর মন্তব্য সংক্রান্ত (ফৌজদারি অবমাননা) মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে রঞ্জন গগৈ-র কার্যকালের মেয়াদ । তার আগেই আগামীকাল এই তিন গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করবেন তিনি ৷

সুপ্রিম কোর্ট গত বছরের 28 সেপ্টেম্বর সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের পক্ষে রায় দেয় । বলা হয়, যে কোনও বয়সি মহিলারা সবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন । সেই রায় পুনর্বিবেচনার জন্য 60 টিরও বেশি পিটিশন জমা পড়ে । আগামীকাল সেই মামলারই রায় দেবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ।

গত বছর রাফাল দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার একটি পিটিশন ফাইল করে ৷ সেই সংক্রান্ত মামলার রায় দেবে শীর্ষ আদালত ।

অন্যদিকে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান দেন রাহুল গান্ধি । কংগ্রেস নেতার এই মন্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন BJP সাংসদ মীনাক্ষী লেখি । আগামীকাল সেই মামলারও রায় দেবে সুপ্রিম কোর্ট ।

Jaipur (Rajasthan), November 13 (ANI): Rajasthan Chief Minister Ashok Gehlot recently held a public hearing at his residence in Jaipur. The CM listened to the grievances of people and also gave necessary guidelines to the officers to solve them as soon as possible.
In the public hearing, a delegation from Karauli district also welcomed the decision of Chief Minister Gehlot to upgrade Suroth, Sub-Tehsil to a new Tehsil. The delegation expressed gratitude for fulfilling the long-standing demand of the people of the area. This decision would give easy accessibility to the local residents of the area for their revenue related works getting done locally.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.