ETV Bharat / bharat

আদালতের কাজ চলাকালীন কোণায় বসে থাকুন, নাগেশ্বর রাওকে সাজা সুপ্রিম কোর্টের - supreme court

"যতক্ষণ আদালতের কাজ চলবে, কোণায় গিয়ে বসে থাকুন।" CBI-এর আধিকারিক নাগেশ্বর রাওকে এই সাজা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। নিঃশর্ত ক্ষমা চাওয়া সত্ত্বেও তাঁর এক লাখ টাকা জরিমানাও করে শীর্ষ আদালত।

নাগেশ্বর রাওকে সাজা সুপ্রিম কোর্টের
author img

By

Published : Feb 12, 2019, 2:29 PM IST

দিল্লি, ১২ ফেবরুয়ারি : "যতক্ষণ আদালতের কাজ চলবে, কোণায় গিয়ে বসে থাকুন।" CBI-এর আধিকারিক নাগেশ্বর রাওকে এই সাজা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। নিঃশর্ত ক্ষমা চাওয়া সত্ত্বেও তাঁর এক লাখ টাকা জরিমানাও করে শীর্ষ আদালত।

CBI-এর অন্তর্বর্তী ডিরেক্টরের দায়িত্ব পাওয়ার পর অফিসার এ কে শর্মার বদলির নির্দেশ দিয়েছিলেন নাগেশ্বর রাও। এ কে শর্মা বিহারের সরকারি হোমে শিশুদের যৌন নিগ্রহের ঘটনার তদন্ত করছিলেন। তাঁকে বদলির নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইতে হয় এম নাগেশ্বর রাওকে। আদালতে বলেন, দেশের শীর্ষ আদালতের নির্দেশ লঙ্ঘন করার কথা তিনি ভাবতেও পারেন না। আদালত অবমাননার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান।

এর আগে এক হলফনামায় সুপ্রিম কোর্টকে CBI-এর প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর বলেন, মুজাফফরপুর হোমের ঘটনার তদন্তকারী অফিসারকে বদলির আগে অনুমতি না নেওয়ায় তাঁর ভুল হয়েছে। বলেন, "আমি আমার ভুল বুঝতে পারছি। নিঃশর্ত ক্ষমা চাইছি। তবে, আমি ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করিনি। কারণ, আমি তা স্বপ্নেও ভাবতে পারি না। সুপ্রিম কোর্টের সম্মতি ছাড়া এ কে শর্মাকে বদলি করা আমার উচিত হয়নি।"

undefined

দিল্লি, ১২ ফেবরুয়ারি : "যতক্ষণ আদালতের কাজ চলবে, কোণায় গিয়ে বসে থাকুন।" CBI-এর আধিকারিক নাগেশ্বর রাওকে এই সাজা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। নিঃশর্ত ক্ষমা চাওয়া সত্ত্বেও তাঁর এক লাখ টাকা জরিমানাও করে শীর্ষ আদালত।

CBI-এর অন্তর্বর্তী ডিরেক্টরের দায়িত্ব পাওয়ার পর অফিসার এ কে শর্মার বদলির নির্দেশ দিয়েছিলেন নাগেশ্বর রাও। এ কে শর্মা বিহারের সরকারি হোমে শিশুদের যৌন নিগ্রহের ঘটনার তদন্ত করছিলেন। তাঁকে বদলির নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইতে হয় এম নাগেশ্বর রাওকে। আদালতে বলেন, দেশের শীর্ষ আদালতের নির্দেশ লঙ্ঘন করার কথা তিনি ভাবতেও পারেন না। আদালত অবমাননার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান।

এর আগে এক হলফনামায় সুপ্রিম কোর্টকে CBI-এর প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর বলেন, মুজাফফরপুর হোমের ঘটনার তদন্তকারী অফিসারকে বদলির আগে অনুমতি না নেওয়ায় তাঁর ভুল হয়েছে। বলেন, "আমি আমার ভুল বুঝতে পারছি। নিঃশর্ত ক্ষমা চাইছি। তবে, আমি ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করিনি। কারণ, আমি তা স্বপ্নেও ভাবতে পারি না। সুপ্রিম কোর্টের সম্মতি ছাড়া এ কে শর্মাকে বদলি করা আমার উচিত হয়নি।"

undefined

Mumbai, Feb 12 (ANI): Business tycoon Mukesh Ambani along with wife Nita Ambani and son Anant Ambani visited Mumbai's Siddhivinayak temple to offer prayers and wedding invitation card of Akash Ambani-Shloka Mehta. Akash Ambani will tie the knot with Shloka Mehta in second week of March. Akash's wedding comes after marriage of his sister Isha Ambani with Anand Piramal.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.