ETV Bharat / bharat

রাজীব কুমারকে গ্রেপ্তার করতে চাইলে প্রমাণ দিন, CBI-কে সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ CBI-এর আইনজীবী তুষার মেহতাকে বলেন, "কেন রাজীব কুমারকে গ্রেপ্তার করে জেরা করতে চাইছেন, সে বিষয়ে প্রমাণ দিয়ে আমাদের সন্তুষ্ট করুন ।"

রাজীব কুমার
author img

By

Published : Apr 30, 2019, 7:35 PM IST

দিল্লি, 30 এপ্রিল : সারদাকাণ্ডের তদন্তে কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল CBI । আজ সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ CBI-এর আইনজীবী তুষার মেহতাকে বলেন, "কেন রাজীব কুমারকে গ্রেপ্তার করে জেরা করতে চাইছেন, সে বিষয়ে প্রমাণ দিয়ে আমাদের সন্তুষ্ট করুন । তারপর সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব ।"

উল্লেখ্য, রাজীব কুমারের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করেছিল CBI অফিসাররা । সেই সময় কলকাতা পুলিশের বাধার মুখে পড়েছিল তারা । সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় পর্যন্ত বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর শিলং-এ পাঁচদিন ধরে 40 ঘণ্টা রাজীব কুমারকে জেরা করে CBI । কিন্তু তাতেও 'সন্তুষ্ট' হতে পারেনি তদন্তকারী সংস্থা । তাই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্যে সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছিল ।

দিল্লি, 30 এপ্রিল : সারদাকাণ্ডের তদন্তে কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল CBI । আজ সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ CBI-এর আইনজীবী তুষার মেহতাকে বলেন, "কেন রাজীব কুমারকে গ্রেপ্তার করে জেরা করতে চাইছেন, সে বিষয়ে প্রমাণ দিয়ে আমাদের সন্তুষ্ট করুন । তারপর সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব ।"

উল্লেখ্য, রাজীব কুমারের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করেছিল CBI অফিসাররা । সেই সময় কলকাতা পুলিশের বাধার মুখে পড়েছিল তারা । সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় পর্যন্ত বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর শিলং-এ পাঁচদিন ধরে 40 ঘণ্টা রাজীব কুমারকে জেরা করে CBI । কিন্তু তাতেও 'সন্তুষ্ট' হতে পারেনি তদন্তকারী সংস্থা । তাই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্যে সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছিল ।

Srinagar (J and K), Mar 30 (ANI): Ahead of Lok Sabha elections, Jammu and Kashmir National Conference (JKNC) president Farooq Abdullah addressed his party workers in Srinagar. While addressing them, Farooq hit at Prime Minister Narendra Modi and said, "Ever Prime Minister Narendra Modi went to pay tribute to those slain soldiers of Chhattisgarh? But he went for those 40 CRPF slain soldiers and I even doubt that."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.