ETV Bharat / bharat

ফের স্থায়ী আমানতে সুদের হার কমাল SBI

author img

By

Published : May 28, 2020, 7:23 PM IST

ফের স্থায়ী আমানতে সুদের হারে কাটছাঁট করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়ার স্থায়ী আমানতের সুদের হার কমানো হল ।

স্থায়ী আমানতের সুদের হারে ফের কোপ
স্থায়ী আমানতের সুদের হারে ফের কোপ

দিল্লি, 28 মে : মেয়াদী আমানতে সুদের হার 40 বেসিস পয়েন্ট কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এই নিয়ে মে মাসে দ্বিতীয়বার স্থায়ী আমানতের সুদের হার কমাল SBI । এর আগে 12 মে আমানতের হারে কাটছাঁট করা হয়েছিল ।

শুধুমাত্র আমানত ম্যাচিউরিটির পর পুনর্নবীকরণের ক্ষেত্রে ও নতুন আমানতকারীদের ক্ষেত্রে এই সুদের হার প্রযোজ্য হবে । SBI-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যে সমস্ত আমানত সাত থেকে 45 দিনের মধ্যে ম্যাচিওর হচ্ছে সেক্ষেত্রে সুদের হার 2.90 শতাংশ । যা আগে ছিল 3.30 শতাংশ । 180-210 দিনের মেয়াদে সংশোধিত হার 4.40 শতাংশ । এটি আগে ছিল 4.80 শতাংশ ।

যে সমস্ত স্থায়ী আমানত এক থেকে দুই বছরের মধ্যে ম্যাচিওর হবে, সেগুলির সুদের হার 5.10 শতাংশ করা হয়েছে । যা আগে ছিল 5.50 শতাংশ । আবার যে সমস্ত আমাতের মেয়াদ পাঁচ থেকে 10 বছর, সেগুলির সুদের হার হবে 5.40 শতাংশ । এটি আগে ছিল 5.70 শতাংশ ।

বয়স্ক নাগরিকদের জন্যও মেয়াদী আমানতের সুদের হারে 40 বেসিস পয়েন্ট কমানো হয়েছে । দুই কোটি বা তার বেশি পরিমাণ অর্থের আমানতের ক্ষেত্রেও সুদের হার 50 বেসিস পয়েন্ট কমিয়েছে SBI । সম্প্রতি SBI-এর চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, "বর্তমান পরিস্থিতির ভিত্তিতে সুদের হার কমানো হবে । ঋণগ্রহীতা ও আমানতকারী উভয়ের জন্যই সুদের হারে কাটছাঁট করা হবে ।"

দিল্লি, 28 মে : মেয়াদী আমানতে সুদের হার 40 বেসিস পয়েন্ট কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এই নিয়ে মে মাসে দ্বিতীয়বার স্থায়ী আমানতের সুদের হার কমাল SBI । এর আগে 12 মে আমানতের হারে কাটছাঁট করা হয়েছিল ।

শুধুমাত্র আমানত ম্যাচিউরিটির পর পুনর্নবীকরণের ক্ষেত্রে ও নতুন আমানতকারীদের ক্ষেত্রে এই সুদের হার প্রযোজ্য হবে । SBI-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যে সমস্ত আমানত সাত থেকে 45 দিনের মধ্যে ম্যাচিওর হচ্ছে সেক্ষেত্রে সুদের হার 2.90 শতাংশ । যা আগে ছিল 3.30 শতাংশ । 180-210 দিনের মেয়াদে সংশোধিত হার 4.40 শতাংশ । এটি আগে ছিল 4.80 শতাংশ ।

যে সমস্ত স্থায়ী আমানত এক থেকে দুই বছরের মধ্যে ম্যাচিওর হবে, সেগুলির সুদের হার 5.10 শতাংশ করা হয়েছে । যা আগে ছিল 5.50 শতাংশ । আবার যে সমস্ত আমাতের মেয়াদ পাঁচ থেকে 10 বছর, সেগুলির সুদের হার হবে 5.40 শতাংশ । এটি আগে ছিল 5.70 শতাংশ ।

বয়স্ক নাগরিকদের জন্যও মেয়াদী আমানতের সুদের হারে 40 বেসিস পয়েন্ট কমানো হয়েছে । দুই কোটি বা তার বেশি পরিমাণ অর্থের আমানতের ক্ষেত্রেও সুদের হার 50 বেসিস পয়েন্ট কমিয়েছে SBI । সম্প্রতি SBI-এর চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, "বর্তমান পরিস্থিতির ভিত্তিতে সুদের হার কমানো হবে । ঋণগ্রহীতা ও আমানতকারী উভয়ের জন্যই সুদের হারে কাটছাঁট করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.