সম্বল (উত্তরপ্রদেশ), 19 মে : খেত থেকে উদ্ধার হল সমাজবাদী পার্টির এক নেতা ও তাঁর ছেলের মৃতদেহ । পুলিশের প্রাথমিক অনুমান, তাঁদের গুলি করে খুন করা হয়েছে । একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । যেখানে দেখা যাচ্ছে, কম দূরত্ব থেকে দুইজন লোক সমাজবাদী পার্টির নেতা ছোটে লাল দিবাকর ও তাঁর ছেলেকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে । উত্তরপ্রদেশের সম্বলের ঘটনা ।
রাস্তা তৈরি করা নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা হয় । তার পরেই গুলি চালায় ওই দুইজন । সমাজবাদী পার্টির স্থানীয় নেতা দিবাকর ও তাঁর ছেলে সুনীল আজ রাস্তার কাজ দেখতে গিয়েছিলেন । সেই সময় গ্রামের দুইজনের সঙ্গে তাঁদের বচসা হয় । তাদের কাছে রাইফেল ছিল । বচসা চলাকালীন গুলি চালানো হয়। অভিযুক্তদের মধ্যে একজনের নাম সাবিন্দর । ঘটনার পর একটি দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ্য এসেছে । তাতে একজন সাদা জামা পরা ব্যক্তি এবং একজন গোলাপি জামা পরা ব্যক্তিকে রাইফেল হাতে দেখা যাচ্ছে ।
ভিডিয়োয় কাউকে বলতে শোনা যায়, “গোলি চালা (গুলি চালাও) ।” বাকি দুইজনকে তাদের শান্ত করতে শোনা যায় । তর্কের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি । তবে পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।