ETV Bharat / bharat

"ভবিষ্যতে মন্তব্য করার সময় সতর্ক থাকুন," যোগীকে ধমক কমিশনের - election commision

ভারতীয় সেনাকে মোদি সেনা বলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সতর্ক করল নির্বাচন কমিশন। ভবিষ্যতে মন্তব্য করার সময় তাঁকে সতর্ক থাকতে বলা হয়েছে।

যোগী আদিত্যনাথ
author img

By

Published : Apr 6, 2019, 1:02 AM IST

দিল্লি, ৬ এপ্রিল : ভোট প্রচারে গিয়ে ভারতীয় সেনাকে "মোদি সেনা" বলে উল্লেখ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই কারণে তাঁকে কড়া ভাষায় সতর্ক করল নির্বাচন কমিশন। আদিত্যনাথকে কমিশন জানিয়েছে, "ভবিষ্যতে মন্তব্য করার সময় সতর্ক থাকুন।"

রবিবার গাজ়িয়াবাদে নির্বাচনী প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, "কংগ্রেসের লোকজন সন্ত্রাসবাদীদের বিরিয়ানি দিত। কিন্তু, মোদিজির সেনা (নরেন্দ্র মোদির সেনাবাহিনী) তাদের কেবলমাত্র বুলেট ও​বোমা দেয়। এটাই পার্থক্য। কংগ্রেসের লোকজন মাসুদ আজ়হারের মতো জঙ্গিদের 'মাসুদ আজ়হারজি' নামে ডাকে। কিন্তু, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন BJP সরকার জঙ্গিদের শিবিরগুলি ধ্বংস করে জঙ্গিদের পিঠ ভেঙে দিয়েছে।"

যোগীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন বিভিন্ন বিরোধী দলের নেতা ও প্রাক্তন সেনা কর্তারা। তাঁদের বক্তব্য, সেনাকে রাজনীতিতে টেনে আনা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য অবাক করে দেয়। এই ধরনের মন্তব্য করে আমাদের প্রিয় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা করেছে।"

আদিত্যনাথের সমালোচনা করে প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং বলেন, "সেনাবাহিনী কোনও ব্যক্তির নয় বরং সমগ্র জাতির অন্তর্গত।" প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এরপর গতকাল যোগী আদিত্যনাথের থেকে ব্যাখ্যা চেয়েছিল কমিশন। গত মাসেই নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশিকা জারি করে জানিয়েছিল যে, "আধুনিক গণতন্ত্রে সেনাবাহিনী অরাজনৈতিক ও নিরপেক্ষ অংশীদার। তাই সেনাবাহিনীকে নির্বাচনী প্রচারে ব্যবহার করা উচিত নয়।"

দিল্লি, ৬ এপ্রিল : ভোট প্রচারে গিয়ে ভারতীয় সেনাকে "মোদি সেনা" বলে উল্লেখ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই কারণে তাঁকে কড়া ভাষায় সতর্ক করল নির্বাচন কমিশন। আদিত্যনাথকে কমিশন জানিয়েছে, "ভবিষ্যতে মন্তব্য করার সময় সতর্ক থাকুন।"

রবিবার গাজ়িয়াবাদে নির্বাচনী প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, "কংগ্রেসের লোকজন সন্ত্রাসবাদীদের বিরিয়ানি দিত। কিন্তু, মোদিজির সেনা (নরেন্দ্র মোদির সেনাবাহিনী) তাদের কেবলমাত্র বুলেট ও​বোমা দেয়। এটাই পার্থক্য। কংগ্রেসের লোকজন মাসুদ আজ়হারের মতো জঙ্গিদের 'মাসুদ আজ়হারজি' নামে ডাকে। কিন্তু, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন BJP সরকার জঙ্গিদের শিবিরগুলি ধ্বংস করে জঙ্গিদের পিঠ ভেঙে দিয়েছে।"

যোগীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন বিভিন্ন বিরোধী দলের নেতা ও প্রাক্তন সেনা কর্তারা। তাঁদের বক্তব্য, সেনাকে রাজনীতিতে টেনে আনা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য অবাক করে দেয়। এই ধরনের মন্তব্য করে আমাদের প্রিয় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা করেছে।"

আদিত্যনাথের সমালোচনা করে প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং বলেন, "সেনাবাহিনী কোনও ব্যক্তির নয় বরং সমগ্র জাতির অন্তর্গত।" প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এরপর গতকাল যোগী আদিত্যনাথের থেকে ব্যাখ্যা চেয়েছিল কমিশন। গত মাসেই নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশিকা জারি করে জানিয়েছিল যে, "আধুনিক গণতন্ত্রে সেনাবাহিনী অরাজনৈতিক ও নিরপেক্ষ অংশীদার। তাই সেনাবাহিনীকে নির্বাচনী প্রচারে ব্যবহার করা উচিত নয়।"

Hyderabad (AP) Apr 05 (ANI): While addressing people of Linguistic Minorities at Haryana Bhawan, Minister of External Affairs Sushma Swaraj said, "Jis parivar ke 2-2 log aatankwad ka shikaar hue ho, uss parivar ka beta(Rahul Gandhi) ye keh raha hai ki aatankwad koi mudda nahi hai.Rahul ji,agar aatankwad koi mudda nahi hai to aap SPG ki suraksha liye kyun chalte hain?" (The family of which two people were victims of terrorism, the son (Rahul Gandhi) is saying that terrorism is not the issue, if terrorism is not the issue then why you take SPG security)."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.