ETV Bharat / bharat

জাতীয় পতাকার বদলে প্যারাগুয়ের ফ্ল্যাগ ! পরে ভুল শুধরালেন রবার্ট

author img

By

Published : May 13, 2019, 5:04 PM IST

ভোটের একটি টুইট করেন রবার্ট বঢ়রা । সেখানে ভারতের বদলে প্যারাগুয়ের পতাকা পোস্ট করেন তিনি । সোশাল মিডিয়ায় সমালোচনার পর নিজের ভুলস্বীকার করে নতুন একটি পোস্ট করেন বঢ়রা ।

রবার্ট বঢরা ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা

দিল্লি, ১৩ মে : তর্জনীতে কালির দাগ । প্রয়োগ করেছেন নিজের ভোটাধিকার । কুর্নিশ জানিয়েছেন ভারতের গণতন্ত্রকে । হাসিমুখের ছবিও পোস্ট করেছেন টুইটারে । এই পর্যন্ত ঠিক ছিল । কিন্তু দেশের পতাকার বদলে প্যারাগুয়ের জাতীয় পতাকার emoji পোস্ট করেছেন । যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড় । সমলোচিত ব্যক্তির নাম রবার্ট বঢরা ।

সোশাল মিডিয়ায় সমালোচিত হওয়ার পরই নিজের ভুল স্বীকার করেছেন বঢরা । গতকালের ছবিটি পোস্ট করা যে ভুল হয়েছে, সেকথা স্বীকার করে নেন রবার্ট । পরে নিজের টুইটার অ্যকাউন্টে জাতীয় পতাকা হাতে নিয়ে আরও একটা ছবি পোস্ট করেন । লেখেন, "দেশ আমার হৃদয়ে, জাতীয় পতাকাকেও অসম্মান করি না । তবে আগের পোস্টে ভুলবশতই ভারতের বদলে প্যারাগুয়ের emoji পোস্ট হয়ে যায় । এরজন্য আমি দুঃখিত ।"

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন হয় গতকাল । নিজের ভোটদানের পর আঙুলে কালি দেওয়া হাসিমুখের ছবি নিজের টুইটার অ্যাকউন্টে পোস্ট করেন প্রিয়াঙ্কার স্বামী । তাঁর পোস্ট, "আমাদের অধিকারই আমাদের শক্তি । প্রত্যেক দেশবাসীর ভোট দেওয়া উচিত । আমাদের দেশে নিজের প্রিয়জনকে ধর্মনিরপেক্ষ, সুরক্ষিত, প্রগতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য সমর্থন করা উচিত ।" এরসঙ্গেই তিনি ভারতের পতাকার বদলে পোস্ট করেন প্যারাগুয়ের পতাকার ছবি । সমালোচনা হওয়ার পরই প্রথম পোস্টটি মুছে ফেলেন বঢরা ।

কংগ্রেস
সমালোচিত টুইট, যা পরে রবার্ট মুছে দেন

দিল্লি, ১৩ মে : তর্জনীতে কালির দাগ । প্রয়োগ করেছেন নিজের ভোটাধিকার । কুর্নিশ জানিয়েছেন ভারতের গণতন্ত্রকে । হাসিমুখের ছবিও পোস্ট করেছেন টুইটারে । এই পর্যন্ত ঠিক ছিল । কিন্তু দেশের পতাকার বদলে প্যারাগুয়ের জাতীয় পতাকার emoji পোস্ট করেছেন । যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড় । সমলোচিত ব্যক্তির নাম রবার্ট বঢরা ।

সোশাল মিডিয়ায় সমালোচিত হওয়ার পরই নিজের ভুল স্বীকার করেছেন বঢরা । গতকালের ছবিটি পোস্ট করা যে ভুল হয়েছে, সেকথা স্বীকার করে নেন রবার্ট । পরে নিজের টুইটার অ্যকাউন্টে জাতীয় পতাকা হাতে নিয়ে আরও একটা ছবি পোস্ট করেন । লেখেন, "দেশ আমার হৃদয়ে, জাতীয় পতাকাকেও অসম্মান করি না । তবে আগের পোস্টে ভুলবশতই ভারতের বদলে প্যারাগুয়ের emoji পোস্ট হয়ে যায় । এরজন্য আমি দুঃখিত ।"

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন হয় গতকাল । নিজের ভোটদানের পর আঙুলে কালি দেওয়া হাসিমুখের ছবি নিজের টুইটার অ্যাকউন্টে পোস্ট করেন প্রিয়াঙ্কার স্বামী । তাঁর পোস্ট, "আমাদের অধিকারই আমাদের শক্তি । প্রত্যেক দেশবাসীর ভোট দেওয়া উচিত । আমাদের দেশে নিজের প্রিয়জনকে ধর্মনিরপেক্ষ, সুরক্ষিত, প্রগতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য সমর্থন করা উচিত ।" এরসঙ্গেই তিনি ভারতের পতাকার বদলে পোস্ট করেন প্যারাগুয়ের পতাকার ছবি । সমালোচনা হওয়ার পরই প্রথম পোস্টটি মুছে ফেলেন বঢরা ।

কংগ্রেস
সমালোচিত টুইট, যা পরে রবার্ট মুছে দেন
Kathua (Jammu and Kashmir), May 13 (ANI): The newly elected women panches took part in three days capacity building and training programme in Jammu and Kashmir's Kathua on Sunday. They have participated in this programme with enthusiasm to play key role in the rural development. Around 229 panches took part in this programme. Panches will make the block development plans and also execute it on ground level. There are 251 Panchayats and 1951 panches in the Kathua district. They want to take part in panchayat and villages development and also want to minimise the grievances of common man in all aspect. Women panches are interested to get full training in the training program which is going on for the newly elected panches of Kathua district.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.