ETV Bharat / bharat

বিবিকে তিন তালাক, ব্যক্তিকে আটকে পুলিশে দিল পরিবার - triple talaq

বায়ুসেনার প্রাক্তন আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ । অভিযোগ, বিবিকে তিন তালাক দিয়ে পালাতে চেষ্টা করেন তিনি ।

বিবিকে তিন তালাক, ব্যক্তিকে আটকে পুলিশে দিল পরিবার
author img

By

Published : Aug 31, 2019, 4:44 PM IST

পাটনা, 31 অগাস্ট : বিবিকে তিন তালাক দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল বায়ুসেনার প্রাক্তন আধিকারিককে । ঘটনাটি গতকাল বিহারের পারবাহোর জেলার । ধৃতের নাম মহম্মদ আলি ইমরান । ইমরানকে পুলিশের হাতে তুলে দেয় তার বিবির পরিবার ।

ইমরানের বিবি বলেন, "গতমাস থেকে আমি বোনের বাড়িতে রয়েছি । গতকাল আমার শওহর এসে আমাকে তিন তালাক দেয় । তখন আমার পরিবারের লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় ।" এই বিষয়ে স্টেশন হাউজ় অফিসার রিজ়ওয়ান খান বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি । তদন্ত শুরু হয়েছে ।"

1 অগাস্ট তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই আইনের জেরে 2018 সালের 19 সেপ্টেম্বরের পর থেকে দায়ের তাৎক্ষণিক তিন তালাকের মামলাগুলি এই আইনের আওতায় বিচার করা হবে ৷ তাৎক্ষণিক তিন তালাককে 2017 সালে অসাংবিধানিক রায় দেয় সুপ্রিম কোর্ট । এরপর তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে আইন চালু করে বর্তমান কেন্দ্রীয় সরকার ।

পাটনা, 31 অগাস্ট : বিবিকে তিন তালাক দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল বায়ুসেনার প্রাক্তন আধিকারিককে । ঘটনাটি গতকাল বিহারের পারবাহোর জেলার । ধৃতের নাম মহম্মদ আলি ইমরান । ইমরানকে পুলিশের হাতে তুলে দেয় তার বিবির পরিবার ।

ইমরানের বিবি বলেন, "গতমাস থেকে আমি বোনের বাড়িতে রয়েছি । গতকাল আমার শওহর এসে আমাকে তিন তালাক দেয় । তখন আমার পরিবারের লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় ।" এই বিষয়ে স্টেশন হাউজ় অফিসার রিজ়ওয়ান খান বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি । তদন্ত শুরু হয়েছে ।"

1 অগাস্ট তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই আইনের জেরে 2018 সালের 19 সেপ্টেম্বরের পর থেকে দায়ের তাৎক্ষণিক তিন তালাকের মামলাগুলি এই আইনের আওতায় বিচার করা হবে ৷ তাৎক্ষণিক তিন তালাককে 2017 সালে অসাংবিধানিক রায় দেয় সুপ্রিম কোর্ট । এরপর তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে আইন চালু করে বর্তমান কেন্দ্রীয় সরকার ।

Dhule (Maharashtra), Aug 31 (ANI): At least 12 people have lost their lives in an explosion which broke out in a chemical factory in the Shirpur area of Maharashtra's Dhule on Aug 31. The State Disaster Resource Force (SDRF) teams are carrying out rescue operation in the area and the NDRF team was alerted.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.