ETV Bharat / bharat

কগনিজ্যান্ট - ইনফোসিস 12000 কর্মী ছাঁটাই করতে চলেছে ?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফোসিস তাদের 10 শতাংশ কর্মী ছাঁটাই করবে ৷ যে সংখ্যাটি প্রায় 2000 ৷ প্রধানত উচ্চপদস্থ ম্যানেজারদেরই ছাঁটাই করা হবে ৷ তবে কিছু নিম্নপদস্থ কর্মীও ছাঁটাই হবেন ৷ যাঁদের সংখ্যা অন্তত 4000 ৷ অন্যদিকে, সূত্র জানাচ্ছে, কগনিজ্যান্ট প্রথম পর্যায়ে প্রায় 6000 কর্মীকে ছাঁটাই করতে চলেছে ৷

infosys
author img

By

Published : Nov 5, 2019, 8:28 PM IST

দিল্লি , 5 নভেম্বর : দেশের দুই অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্ট ও ইনফোসিস কর্মী ছাঁটাই করতে চলেছে ৷ আজ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হয় ৷ এর জেরে প্রথম পর্যায়ে প্রায় 12,000 কর্মীর চাকরি যেতে পারে ৷ মূলত উচ্চপদস্থ ম্যানেজারদের ছাঁটাই করবে বহুজাতিক সংস্থা দুটি ৷ সংস্থার খরচ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইনফোসিস ও কগনিজ্যান্ট বলে সূত্রের খবর ৷

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফোসিস তাদের 10 শতাংশ কর্মী ছাঁটাই করবে ৷ যে সংখ্যাটি প্রায় 2000 ৷ প্রধানত উচ্চপদস্থ ম্যানেজারদেরই ছাঁটাই করা হবে ৷ তবে কিছু নিম্নপদস্থ কর্মীও ছাঁটাই হবেন ৷ যাঁদের সংখ্যা অন্তত 4000 ৷ অন্যদিকে, সূত্র জানাচ্ছে, কগনিজ্যান্ট প্রথম পর্যায়ে প্রায় 6000 কর্মীকে ছাঁটাই করতে চলেছে ৷

ইনফোসিসের মূল সংস্থায় প্রায় 30,000 কর্মী কাজ করেন ৷ 1, 86,558 জন কর্মী কাজ করেন সহযোগী সংস্থাগুলিতে । বিশেষজ্ঞদের মতে, এই প্রতিবেদনে প্রকাশিত তথ্য সত্যি হলে এত পরিমাণ কর্মী ছাঁটাইয়ের ঘটনা দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিরল ৷ যদিও সংবাদমাধ্যমকে ইনফোসিস জানিয়েছে, "কর্মচারীদের পারফরম্যান্সকেই গুরুত্ব দেয় তারা । এই ছাঁটাই ব্যবসার খাতিরেই ৷ এটি অস্বাভাবিক নয় । একে গণছাঁটাই হিসেবে ধরা উচিত নয় ।"

দিল্লি , 5 নভেম্বর : দেশের দুই অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্ট ও ইনফোসিস কর্মী ছাঁটাই করতে চলেছে ৷ আজ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হয় ৷ এর জেরে প্রথম পর্যায়ে প্রায় 12,000 কর্মীর চাকরি যেতে পারে ৷ মূলত উচ্চপদস্থ ম্যানেজারদের ছাঁটাই করবে বহুজাতিক সংস্থা দুটি ৷ সংস্থার খরচ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইনফোসিস ও কগনিজ্যান্ট বলে সূত্রের খবর ৷

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফোসিস তাদের 10 শতাংশ কর্মী ছাঁটাই করবে ৷ যে সংখ্যাটি প্রায় 2000 ৷ প্রধানত উচ্চপদস্থ ম্যানেজারদেরই ছাঁটাই করা হবে ৷ তবে কিছু নিম্নপদস্থ কর্মীও ছাঁটাই হবেন ৷ যাঁদের সংখ্যা অন্তত 4000 ৷ অন্যদিকে, সূত্র জানাচ্ছে, কগনিজ্যান্ট প্রথম পর্যায়ে প্রায় 6000 কর্মীকে ছাঁটাই করতে চলেছে ৷

ইনফোসিসের মূল সংস্থায় প্রায় 30,000 কর্মী কাজ করেন ৷ 1, 86,558 জন কর্মী কাজ করেন সহযোগী সংস্থাগুলিতে । বিশেষজ্ঞদের মতে, এই প্রতিবেদনে প্রকাশিত তথ্য সত্যি হলে এত পরিমাণ কর্মী ছাঁটাইয়ের ঘটনা দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিরল ৷ যদিও সংবাদমাধ্যমকে ইনফোসিস জানিয়েছে, "কর্মচারীদের পারফরম্যান্সকেই গুরুত্ব দেয় তারা । এই ছাঁটাই ব্যবসার খাতিরেই ৷ এটি অস্বাভাবিক নয় । একে গণছাঁটাই হিসেবে ধরা উচিত নয় ।"

Dehradun (Uttarakhand), Nov 05 (ANI): To curb the use of plastic, locals of Dehradun came up with a unique idea. They made a 50-km long human chain to spread awareness against single-use plastic and to encourage to abandon polythene from daily usage. Thousands of people including school students, Chief Minister of Uttarakhand Trivendra Singh Rawat and other leaders took part in the initiative.'ll have to return to Kashmir to feed ourselves."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.