ETV Bharat / bharat

ফের 40 হাজার ছাড়াল সেনসেক্স, নিফটি 11,883-তে - bse

এস অ্যান্ড পি ও BSE সেনসেক্সের ক্ষেত্রে 149.94 পয়েন্ট বেড়ে 40,277.99-এ ওঠে সূচক

ফের 40 হাজার ছাড়াল সেনসেক্স, নিফটি 11,883-তে
author img

By

Published : Nov 1, 2019, 11:48 AM IST

দিল্লি, 1 নভেম্বর : ফের সেনসেক্স 40 হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল৷ গত কয়েকদিনের তুলনায় লাভের পরিমাণ আজ যদিও একটু কম ৷ যদিও শুক্রবার বাজার খুলতেই চাঙ্গা ছিল শেয়ার বাজার ৷ ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার ছিল সবচেয়ে উপরে ৷ কিউ-2 ফলের পরিপ্রেক্ষিতে ইয়েস ব্যাঙ্কের শেয়ার 2.5 শতাংশ কমে যায় ৷

আজ এস অ্যান্ড পি ও BSE সেনসেক্সের ক্ষেত্রে 149.94 পয়েন্ট বেড়ে 40,277.99-এ ওঠে সূচক ৷ NSE নিফটি বেঞ্চমার্ক ছিল 11,918.30 ৷ বৃহস্পতিবার এস অ্যান্ড পি ও BSE সেনসেক্স শেষ হয় 77.18 পয়েন্টে, প্রায় 40,129.05-তে এসে ৷

বাজারকে বেশি চাঙ্গা করে ব্যাঙ্কিং ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শেয়ারের ঊর্ধ্বগতি হচ্ছে ৷ দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যঙ্কগুলির শেয়ারের দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসের তুলনায় ।

দিল্লি, 1 নভেম্বর : ফের সেনসেক্স 40 হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল৷ গত কয়েকদিনের তুলনায় লাভের পরিমাণ আজ যদিও একটু কম ৷ যদিও শুক্রবার বাজার খুলতেই চাঙ্গা ছিল শেয়ার বাজার ৷ ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার ছিল সবচেয়ে উপরে ৷ কিউ-2 ফলের পরিপ্রেক্ষিতে ইয়েস ব্যাঙ্কের শেয়ার 2.5 শতাংশ কমে যায় ৷

আজ এস অ্যান্ড পি ও BSE সেনসেক্সের ক্ষেত্রে 149.94 পয়েন্ট বেড়ে 40,277.99-এ ওঠে সূচক ৷ NSE নিফটি বেঞ্চমার্ক ছিল 11,918.30 ৷ বৃহস্পতিবার এস অ্যান্ড পি ও BSE সেনসেক্স শেষ হয় 77.18 পয়েন্টে, প্রায় 40,129.05-তে এসে ৷

বাজারকে বেশি চাঙ্গা করে ব্যাঙ্কিং ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শেয়ারের ঊর্ধ্বগতি হচ্ছে ৷ দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যঙ্কগুলির শেয়ারের দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসের তুলনায় ।

New Delhi, Nov 1 (ANI): After two heart-winning performances in 'Luka Chuppi' and 'Arjun Patiala', Kriti Sanon is all set for her third venture 'Mimi' with producer Dinesh Vijan filming of which kicked-off on October 31. Inspired by true events, the film will be directed by 'Luka Chuppi' filmmaker Laxman Utekar, who has penned the script with Rohan Shankar. While Kriti has had a year marked with back to back releases, 'Mimi' marks her third collaboration with Vijan this year. The upcoming feature will also star 'Bareilly ki Barfi' actor Pankaj Tripathi and is based on National Award-winning Marathi film 'Mala Aai Vhhaychy' which deals with practice of women being used as surrogates by foreigners. Most recently, she appeared in the multi-starrer 'Housefull 4' alongside Akshay Kumar, Bobby Deol, Riteish Deshmukh, Kriti Kharbanda and Pooja Hedge.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.