থিরুভানান্থাপুরাম, 23 ডিসেম্বর : প্রয়াত মালায়ালম কবি সুগথাকুমারি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর । কোরোনা আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই তাঁর অবস্থার অবনতি হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয় । এছাড়াও তিনি নিশ্বাসের কষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন ।
হাসপাতালের তরফে জানানো হয় যে, তাঁর অবস্থার ধীরে ধীরে অবনতি হচ্ছিল । এমনকি তিনি কোনও ওষুধেও সাড়া দিচ্ছেন না বলেও জানান চিকিৎসকেরা । সোমবার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেডিকেল কলেজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় । সেখানেই বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
সুগথাকুমারি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন । পাশাপাশি তিনি কেন্দ্র ও রাজ্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান । তাঁর কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, রথ্রিমাঝা, আম্বালামানি, মুথুচিপ্পি । এর পাশাপাশি সুগথাকুমারি পরিবেশ নিয়েও অনেক কাজ করেছেন ।