ETV Bharat / bharat

নিরাপত্তারক্ষী কোরোনায় আক্রান্ত, সিল করা হল রেখার বাংলো - Rekha's Mumbai bunglow sealed

আজই BMC-র তরফ থেকে সিল করে দেওয়া হয় রেখার বাংলো ৷ বাংলোটিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ৷

Rekha's Mumbai bunglow sealed
রেখার বাংলো সিল করল BMC
author img

By

Published : Jul 12, 2020, 1:33 AM IST

মুম্বই, 12 জুলাই : কোরোনায় আক্রান্ত বলিউড তারকা রেখার নিরাপত্তারক্ষী ৷ সেই কারণে সিল করা হল রেখার মুম্বইয়ের বাংলো । বাংলোটিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করে বাইরে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হয় ৷

মুম্বইয়ের বান্দ্রায় ব্যান্ডস্ট্যান্ড এলাকায় রেখার "সি স্প্রিংস" বাংলো ৷ বাংলোর নিরাপত্তার দায়িত্বে দু'জন কর্মী রয়েছেন ৷ এদের মধ্যে একজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে কয়েকদিন আগে ৷ হাসপাতালের চিকিৎসাধীন তিনি । রেখার বাংলা ও তার পার্শ্ববর্তী এলাকা স্যানিটাইজ় করা হয়েছে বৃহন্মুম্বই পৌরনিগমের তরফে ৷

গতমাসে আমির খানের বাড়ির সাতজন কর্মীর মধ্যে একজনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মেলে ৷ আমির খানের পরিবারের সব সদস্যের কোরোনা পরীক্ষা করা হয় ৷ সবার রিপোর্ট নেগেটিভ আসে ৷ জাহ্নবী কাপুর ও করণ জোহরের কর্মীদের শরীরেও কোরোনা সংক্রমণের খবর সামনে এসেছিল ৷

মুম্বই, 12 জুলাই : কোরোনায় আক্রান্ত বলিউড তারকা রেখার নিরাপত্তারক্ষী ৷ সেই কারণে সিল করা হল রেখার মুম্বইয়ের বাংলো । বাংলোটিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করে বাইরে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হয় ৷

মুম্বইয়ের বান্দ্রায় ব্যান্ডস্ট্যান্ড এলাকায় রেখার "সি স্প্রিংস" বাংলো ৷ বাংলোর নিরাপত্তার দায়িত্বে দু'জন কর্মী রয়েছেন ৷ এদের মধ্যে একজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে কয়েকদিন আগে ৷ হাসপাতালের চিকিৎসাধীন তিনি । রেখার বাংলা ও তার পার্শ্ববর্তী এলাকা স্যানিটাইজ় করা হয়েছে বৃহন্মুম্বই পৌরনিগমের তরফে ৷

গতমাসে আমির খানের বাড়ির সাতজন কর্মীর মধ্যে একজনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মেলে ৷ আমির খানের পরিবারের সব সদস্যের কোরোনা পরীক্ষা করা হয় ৷ সবার রিপোর্ট নেগেটিভ আসে ৷ জাহ্নবী কাপুর ও করণ জোহরের কর্মীদের শরীরেও কোরোনা সংক্রমণের খবর সামনে এসেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.