ETV Bharat / bharat

দেশে কমল কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা - India corona tracker

এখনও পর্যন্ত দেশে কোরোনা মুক্ত হয়েছে 74 লাখ 91 হাজার 513 জন ৷ দেশে সুস্থতার হার 91.5 শতাংশ ৷

India
ভারত কোরোনা
author img

By

Published : Nov 1, 2020, 11:52 AM IST

দিল্লি, 1 নভেম্বর : কিছুটা স্বস্তি দিয়ে দেশে ফের কমল কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 46 হাজার 963 জন ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 81 লাখ 84 হাজার 83 ৷ যার মধ্যে সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 5 লাখ 70 হাজার 458 ৷ অপরদিকে, একদিনে দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 470 জনের ৷ এই নিয়ে দেশে মোট কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 22 হাজার 111 ৷

এখনও পর্যন্ত দেশে কোরোনা মুক্ত হয়েছে 74 লাখ 91 হাজার 513 জন ৷ দেশে সুস্থতার হার 91.5 শতাংশ ৷ গতকাল একদিনে দেশে কোরোনায় আক্রান্ত হয়েছিল 48 হাজার 648 জন ৷ মৃত্যু হয়েছিল 551 জনের ৷

দেশে কোরোনা আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ গত 24 ঘণ্টায় সেখানে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 5 হাজার 548 জন ৷ মৃত্যু হয়েছে 74 জনের ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 16 লাখের বেশি মানুষ ৷ মৃত্যু হয়েছে 43 হাজার 911 জনের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে এখনও পর্যন্ত মোট 8 লাখ 23 হাজার 348 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক ৷ সেখানে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে 7 লাখের বেশি মানুষ ৷ চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ এখনও পর্যন্ত এই রাজ্যে 7 লাখ 22 হাজারের বেশি মানুষের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷

দিল্লি, 1 নভেম্বর : কিছুটা স্বস্তি দিয়ে দেশে ফের কমল কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 46 হাজার 963 জন ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 81 লাখ 84 হাজার 83 ৷ যার মধ্যে সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 5 লাখ 70 হাজার 458 ৷ অপরদিকে, একদিনে দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 470 জনের ৷ এই নিয়ে দেশে মোট কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 22 হাজার 111 ৷

এখনও পর্যন্ত দেশে কোরোনা মুক্ত হয়েছে 74 লাখ 91 হাজার 513 জন ৷ দেশে সুস্থতার হার 91.5 শতাংশ ৷ গতকাল একদিনে দেশে কোরোনায় আক্রান্ত হয়েছিল 48 হাজার 648 জন ৷ মৃত্যু হয়েছিল 551 জনের ৷

দেশে কোরোনা আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ গত 24 ঘণ্টায় সেখানে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 5 হাজার 548 জন ৷ মৃত্যু হয়েছে 74 জনের ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 16 লাখের বেশি মানুষ ৷ মৃত্যু হয়েছে 43 হাজার 911 জনের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে এখনও পর্যন্ত মোট 8 লাখ 23 হাজার 348 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক ৷ সেখানে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে 7 লাখের বেশি মানুষ ৷ চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ এখনও পর্যন্ত এই রাজ্যে 7 লাখ 22 হাজারের বেশি মানুষের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.