ETV Bharat / bharat

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছ'টি পদে কর্মী নিয়োগ

মোট 6টি শূন্যপদ । জেনেরাল কোটাতেই নিয়োগ হবে । অনলাইন আবেদনের শেষ তারিখ 13 জুলাই । বিশদে জানতে https://bank.sbi/careers ওয়েবসাইটে চোখ রাখুন ।

author img

By

Published : Jul 10, 2020, 7:01 AM IST

গ্রাফিক্স
গ্রাফিক্স

সিনিয়র এগজ়িকিউটিভ (অ্যানালিটিক্স ও ডিজিটাল মার্কেটিং) সহ ছটি পদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী নিয়োগ । অনলাইন আবেদনের শেষ তারিখ 13 জুলাই ।

আসন সংখ্যা :

মোট 6টি শূন্যপদ । জেনেরাল কোটাতেই নিয়োগ হবে । সিনিয়র এগজ়িকিউটিভ (অ্যানালিটিক্স ) পদে দু'জন, সিনিয়র এগজ়িকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) পদে দু'জন ও সিনিয়র এগজ়িকিউটিভ (ডিজিটাল রিলেশনস) পদে দু'জনকে নেওয়া হবে ।

এই পদের জন্য কী প্রয়োজন :

বয়সসীমা :

31 মার্চ 2020- র হিসেবে সর্বোচ্চ বয়সের সীমা 35 বছর ।

শিক্ষাগত যোগ্যতা :

সিনিয়র এগজ়িকিউটিভ (ডিজিটাল রিলেশনস) পদের জন্য প্রার্থীর B.E বা B.Tech ডিগ্রি থাকতে হবে । ন্যূনতম 60 শতাংশ নম্বর থাকা জরুরি । MBA থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে ।

সিনিয়র এগজ়িকিউটিভ (অ্যানালিটিক্স) পদের জন্য প্রার্থীর B.E বা B.Tech ডিগ্রি থাকতে হবে । ন্যূনতম 60 শতাংশ নম্বর থাকতে হবে । ডেটা সায়েন্সের সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে ।

সিনিয়র এগজ়িকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) পদের জন্য প্রার্থীর B.E বা B.Tech ডিগ্রি থাকতে হবে । ন্যূনতম 60 শতাংশ নম্বর থাকা জরুরি । MBA থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে ।

কাজের মেয়াদ :

প্রাথমিকভাবে তিনবছর । প্রতি বছর কাজ অনুযায়ী পর্যালোচনা করে সময়সীমা বাড়ানো হতে পারে । পরে ব্যাঙ্কের কর্তৃপশক্ষের সিদ্ধান্ত অনুযায়ী 2 বছর কাজের মেয়াদ বাড়ানো হতে পারে । বিশদে জানতে https://bank.sbi/careers ওয়েবসাইটে চোখ রাখুন ।

অ্যাপ্লিকেশন ফি : প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 750 টাকা । অনলাইনে আবেদন করার সময় এই ফি দেওয়া যাবে । ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে । আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন ।

আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা https://bank.sbi/careers -এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 13 জুলাই আবেদন করার শেষদিন । অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইনে আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

23 জুন থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ।

অনলাইনে আবেদনের শেষ তারিখ 13 জুলাই ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

সিনিয়র এগজ়িকিউটিভ (অ্যানালিটিক্স ও ডিজিটাল মার্কেটিং) সহ ছটি পদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী নিয়োগ । অনলাইন আবেদনের শেষ তারিখ 13 জুলাই ।

আসন সংখ্যা :

মোট 6টি শূন্যপদ । জেনেরাল কোটাতেই নিয়োগ হবে । সিনিয়র এগজ়িকিউটিভ (অ্যানালিটিক্স ) পদে দু'জন, সিনিয়র এগজ়িকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) পদে দু'জন ও সিনিয়র এগজ়িকিউটিভ (ডিজিটাল রিলেশনস) পদে দু'জনকে নেওয়া হবে ।

এই পদের জন্য কী প্রয়োজন :

বয়সসীমা :

31 মার্চ 2020- র হিসেবে সর্বোচ্চ বয়সের সীমা 35 বছর ।

শিক্ষাগত যোগ্যতা :

সিনিয়র এগজ়িকিউটিভ (ডিজিটাল রিলেশনস) পদের জন্য প্রার্থীর B.E বা B.Tech ডিগ্রি থাকতে হবে । ন্যূনতম 60 শতাংশ নম্বর থাকা জরুরি । MBA থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে ।

সিনিয়র এগজ়িকিউটিভ (অ্যানালিটিক্স) পদের জন্য প্রার্থীর B.E বা B.Tech ডিগ্রি থাকতে হবে । ন্যূনতম 60 শতাংশ নম্বর থাকতে হবে । ডেটা সায়েন্সের সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে ।

সিনিয়র এগজ়িকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) পদের জন্য প্রার্থীর B.E বা B.Tech ডিগ্রি থাকতে হবে । ন্যূনতম 60 শতাংশ নম্বর থাকা জরুরি । MBA থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে ।

কাজের মেয়াদ :

প্রাথমিকভাবে তিনবছর । প্রতি বছর কাজ অনুযায়ী পর্যালোচনা করে সময়সীমা বাড়ানো হতে পারে । পরে ব্যাঙ্কের কর্তৃপশক্ষের সিদ্ধান্ত অনুযায়ী 2 বছর কাজের মেয়াদ বাড়ানো হতে পারে । বিশদে জানতে https://bank.sbi/careers ওয়েবসাইটে চোখ রাখুন ।

অ্যাপ্লিকেশন ফি : প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 750 টাকা । অনলাইনে আবেদন করার সময় এই ফি দেওয়া যাবে । ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে । আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন ।

আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা https://bank.sbi/careers -এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 13 জুলাই আবেদন করার শেষদিন । অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইনে আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

23 জুন থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ।

অনলাইনে আবেদনের শেষ তারিখ 13 জুলাই ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.