রামানাথাপুরম(তামিলনাড়ু), 16 জুন : খবরটা বিশ্বাস করতে পারছিলেন না ৷ সোফায় বসে সমানে কেঁদে চলেছেন ৷ কারণ ওই একটা খবরেই মুহূর্তে পায়ের তলার মাটি সরে গেছে৷ ছোটো ছোটো দুই ছেলে-মেয়ে নিয়ে এখন কী করবেন তা বুঝে উঠতে পারছেন না লাদাখে শহিদ সেনাকর্মীর স্ত্রী ৷
নিজেকে সামলে কোনওরকমে বললেন, শখ করে বাড়ি বানিয়েছিলেন ৷ কিন্তু, গৃহপ্রবেশের সময় থাকতে পারেননি ৷ সীমান্ত রক্ষায় ব্যস্ত ছিলেন ৷ নতুন বাড়িতে ওঁর আর থাকা হল না । একথা বলেই ফের ফুঁপিয়ে কেঁদে উঠলেন বনতি দেবী ৷
গতরাতে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে শহিদ হয়েছেন তিনজন সেনাকর্মী ৷ তাঁদের মধ্যে এখনও পর্যন্ত একজনেরই পরিচয় পাওয়া গিয়েছে ৷ তিনি হাওলদার পালানি (40) ৷ তামিলনাড়ুর রামানাথাপুরম জেলার তিরুবাদানাইয়ের কাড়ুক্কালুর গ্রামে তাঁর বাড়ি ৷
বনতী দেবী বলেন, পালানি 22 বছর ধরে সেনাকর্মী হিসেবে কাজ করছেন ৷ আগামী বছরই তিনি অবসর নিতেন ৷ তার আগেই সব শেষ হয়ে গেল ৷