ETV Bharat / bharat

রেপো রেট কমাল RBI ; কমতে পারে বাড়ি, গাড়িতে সুদের হার

রেপো রেট কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রেপো রেট কমায় ব্যাঙ্কগুলি তাদের দেওয়া বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে । ফলে গৃহঋণ সহ অন্যান্য ঋণে সুদের হার কমতে পারে ।

রেপো রেট কমাল RBI
author img

By

Published : Jun 6, 2019, 12:13 PM IST

Updated : Jun 6, 2019, 5:13 PM IST

দিল্লি, 6 জুন : রেপো রেট কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। 0.25 শতাংশ অর্থাত্‍ 25 বেসিস পয়েন্ট কমল রেপো রেট । এই সিদ্ধান্তের পর 6 শতাংশ থেকে কমে 5.75 শতাংশে দাঁড়াল রেপো রেট । এর আগে 5 এপ্রিলে 6.25 শতাংশ থেকে কমিয়ে রেপো রেট 6 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল RBI । রেপো রেট কমায় ব্যাঙ্কগুলি তাদের দেওয়া বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে । ফলে গৃহঋণ সহ অন্যান্য ঋণে সুদের হার কমতে পারে ।

রিজ়ার্ভ ব্যাঙ্ক যে হারে অন্য ব্যাঙ্ককে টাকা ধার দেয় তাকেই রেপো রেট বলে । এই রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি কোন হারে গ্রাহকদের সুদ ধার্য করবে । রেপো রেট কম হওয়ায় তাই স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা । আজ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি ।

রেপো রেট কমায় গ্রাহকদের বিভিন্ন ঋণে প্রতি মাসে EMI কমতে পারে ।

repo rate
জানুন রেপো রেট কমায় কতটা কমতে পারে EMI

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট তিনবার কমল রেপো রেট । রিজ়ার্ভ ব্যাঙ্কের অনুমান, 2019-এর প্রথম ত্রৈমাসিকে দেশের GDP-র (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) বৃদ্ধির হার ছিল 5.8 শতাংশ । এই বছরের জানুয়ারি – মার্চ ত্রৈমাসিকে ভারতের GDP ছিল 6.6 শতাংশ।

দিল্লি, 6 জুন : রেপো রেট কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। 0.25 শতাংশ অর্থাত্‍ 25 বেসিস পয়েন্ট কমল রেপো রেট । এই সিদ্ধান্তের পর 6 শতাংশ থেকে কমে 5.75 শতাংশে দাঁড়াল রেপো রেট । এর আগে 5 এপ্রিলে 6.25 শতাংশ থেকে কমিয়ে রেপো রেট 6 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল RBI । রেপো রেট কমায় ব্যাঙ্কগুলি তাদের দেওয়া বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে । ফলে গৃহঋণ সহ অন্যান্য ঋণে সুদের হার কমতে পারে ।

রিজ়ার্ভ ব্যাঙ্ক যে হারে অন্য ব্যাঙ্ককে টাকা ধার দেয় তাকেই রেপো রেট বলে । এই রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি কোন হারে গ্রাহকদের সুদ ধার্য করবে । রেপো রেট কম হওয়ায় তাই স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা । আজ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি ।

রেপো রেট কমায় গ্রাহকদের বিভিন্ন ঋণে প্রতি মাসে EMI কমতে পারে ।

repo rate
জানুন রেপো রেট কমায় কতটা কমতে পারে EMI

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট তিনবার কমল রেপো রেট । রিজ়ার্ভ ব্যাঙ্কের অনুমান, 2019-এর প্রথম ত্রৈমাসিকে দেশের GDP-র (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) বৃদ্ধির হার ছিল 5.8 শতাংশ । এই বছরের জানুয়ারি – মার্চ ত্রৈমাসিকে ভারতের GDP ছিল 6.6 শতাংশ।


Jaipur (Rajasthan), May 04 (ANI): Speaking on Congress party's claim that armed forces had carried out six surgical strikes in UPA era, Retired Lieutenant General D.S. Hooda, who had helmed the 2016 surgical strikes, on Saturday said that the Army, in the past, carried out "cross border operations". He, however, added that he is not aware of the "exact dates and areas" mentioned by the Congress leader Rajeev Shukla. "Call it surgical strikes, call it cross border operations, they have been carried out in the past by the Army. I am not aware of exact dates and areas that have been brought out," Hooda told media in Jaipur.

Last Updated : Jun 6, 2019, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.