অযোধ্যা, 4 অগাস্ট : অযোধ্যা থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ৷ বিসরাখের গৌতম বুদ্ধ নগরের রাবণ মন্দির ৷ রামায়ণ পুরাণে যে রাক্ষস রাজা রাবণকে বধ করেছিলেন রাম ৷ সেখানেও রাম মন্দিরের ভূমিপুজোর উৎসব পালন করতে অপেক্ষায় পুরোহিতরা ৷
রাবণ মন্দিরের পুরোহিত মহান্ত রামদাস বলেন, অযোধ্যায় 5 তারিখ রাম মন্দিরের ভূমিপুজো শেষ হওয়ার পর তিনি মিষ্টি বিলি করবেন ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, " উৎসব পালনের জন্য ও খুশির মুহূর্ত পালনের জন্য আমি ভূমিপুজো উৎসবের পর লাড্ডু বিলি করব ৷ অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো অবশ্যই খুব ভালো একটি উন্নতি ৷ আমি খুবই খুশি যে, সেখানে একটি এত বড় মন্দির তৈরি হবে ৷ "
তিনি আরও বলেন, " যদি রাবণ না থাকত ৷ তাহলে কেউ শ্রী রামের অস্তিত্বও জানতে পারত না ৷ আবার শ্রী রাম না থাকলেও কেউ রাবণের ব্যাপারেও কিছু জানতে পারত না ৷ পুরাণ মতে, বিসরাখ হল রাবণের জন্মস্থান ৷ তাঁর মতে, পুরাণ অনুযায়ী রাবণ চরিত্রটি ছিলেন একজন জ্ঞানী মানুষ ৷ তিনি অনেক বিষয়েই পারদর্শী ছিলেন ৷ তিনি সীতাকে অপহরণ করার পর তাঁকে নিজের মহলে না নিয়ে গিয়ে রাখেন অশোক বনে ৷ শুধু তাই নয়, তিনি সীতাকে রক্ষণাবেক্ষণের জন্য পাঠিয়েছিলেন মহিলাদের ৷ যদি ভগবান রামকে বলা হয় ' মর্যাদা পুরুষোত্তম ' তবে, রাবণেরও গুরুত্ব কোনও অংশে কম নয় ৷ "
মহান্ত বলেন, " রিসরাখের ওই মন্দিরের আছে ভগবান শিব, পার্বতী ও কুবেরের মূর্তি ৷ দিনের সবসময়ই খোলা থাকে এই মন্দির ৷ রাতেও বন্ধ হয় না মন্দিরটি ৷ এই মন্দিরে প্রায় 20 শতাংশ ভক্তরাই আসেন রাবণের পুজো করতে ৷ "