ETV Bharat / bharat

দিল্লির হিংসায় ক্ষুব্ধ, বিক্ষোভ থেকে সরে দাঁড়াল 2 কৃষক সংগঠন

সাধারণতন্ত্র দিবসে দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে কৃষক বিক্ষোভ থেকে সরে দাঁড়াল দুই কৃষক সংগঠন। রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউয়ন (ভানু) জানিয়েছে, যে পথে আন্দোলন গড়াচ্ছে, তা তারা মেনে নেবে না।

Rashtriya Kisan Mazdoor Sangathan, BKU(Bhanu) withdraw from farmers' protest over Jan 26 delhi violence
ভিএম সিং, কৃষক নেতা
author img

By

Published : Jan 27, 2021, 6:10 PM IST

দিল্লি, 27 জানুয়ারি: দিল্লির হিংসা কি সত্যিই দুর্বল করে দিল কৃষক বিক্ষোভকে ? সাধারণতন্ত্র দিবসে লাল কেল্লার ঘটনার পর কৃষক বিক্ষোভ থেকে নিজেদের সমর্থন তুলে নিল দুই কৃষক সংগঠন রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউয়ন (ভানু)। দিল্লিতে হিংসার ঘটনার তীব্র নিন্দা করে তারা জানিয়েছে, বিক্ষোভ যেভাবে হচ্ছে, তার সঙ্গে আর তারা থাকতে পারবে না।

দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে যে হিংসার ঘটনা ঘটেছে তা কৃষক বিক্ষোভকে দুর্বল করবে বলে অনেকেই মন্তব্য করেছিলেন। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন কৃষক নেতারা। এমনকী মঙ্গলবারের ঘটনায় তাঁরা চক্রান্তের কথাও বলেছিলেন। তবে কয়েক ঘণ্টা না-গড়াতেই সেই আশঙ্কা সত্যি হওয়ার ইঙ্গিত মিলল। দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ থেকে নিজেদের সমর্থন তুলে নিল দুই কৃষক সংগঠন রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউন (ভানু)।

এ কথা ঘোষণা করে রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠনের নেতা ভিএম সিং জানিয়েছেন, ''আমরা বিক্ষোভ থেকে সরে দাঁড়াচ্ছি, কারণ এর দিশা ভুল পথে চালিত হচ্ছে। তবে কৃষকদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিএম সিং ও রাষ্ট্রীয় কিষান মজদুর আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে।'' বিক্ষোভের এই রূপ তাঁরা মেনে নিতে পারছেন না বলে জানান এই কৃষক নেতা। দিল্লির হিংসার ঘটনার সঙ্গে তাঁর সংগঠন কোনওভাবেই জড়িত নয় বলে তিনি দাবি করেছেন।

আরও পড়ুন: কতটা নিরাপদ রাজধানী ? প্রশ্ন তুলে দিল কৃষক বিদ্রোহ

ভিএম সিং-এর পাশাপাশি ভারতীয় কিষান ইউনিয়ন (ভানু)-এর সভাপতি ঠাকুর ভানু প্রতাপ সিং-ও আন্দোলন প্রত্যাহারের কথা জানিয়েছেন। তিনি বলেন, ''গত দিল্লিতে যা হয়েছে, তাতে আমি গভীরভাবে আহত হয়েছি। আমাদের 58 দিনের আন্দোলন এখানেই শেষ করছি।''

দিল্লি, 27 জানুয়ারি: দিল্লির হিংসা কি সত্যিই দুর্বল করে দিল কৃষক বিক্ষোভকে ? সাধারণতন্ত্র দিবসে লাল কেল্লার ঘটনার পর কৃষক বিক্ষোভ থেকে নিজেদের সমর্থন তুলে নিল দুই কৃষক সংগঠন রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউয়ন (ভানু)। দিল্লিতে হিংসার ঘটনার তীব্র নিন্দা করে তারা জানিয়েছে, বিক্ষোভ যেভাবে হচ্ছে, তার সঙ্গে আর তারা থাকতে পারবে না।

দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে যে হিংসার ঘটনা ঘটেছে তা কৃষক বিক্ষোভকে দুর্বল করবে বলে অনেকেই মন্তব্য করেছিলেন। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন কৃষক নেতারা। এমনকী মঙ্গলবারের ঘটনায় তাঁরা চক্রান্তের কথাও বলেছিলেন। তবে কয়েক ঘণ্টা না-গড়াতেই সেই আশঙ্কা সত্যি হওয়ার ইঙ্গিত মিলল। দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ থেকে নিজেদের সমর্থন তুলে নিল দুই কৃষক সংগঠন রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিউন (ভানু)।

এ কথা ঘোষণা করে রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠনের নেতা ভিএম সিং জানিয়েছেন, ''আমরা বিক্ষোভ থেকে সরে দাঁড়াচ্ছি, কারণ এর দিশা ভুল পথে চালিত হচ্ছে। তবে কৃষকদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিএম সিং ও রাষ্ট্রীয় কিষান মজদুর আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে।'' বিক্ষোভের এই রূপ তাঁরা মেনে নিতে পারছেন না বলে জানান এই কৃষক নেতা। দিল্লির হিংসার ঘটনার সঙ্গে তাঁর সংগঠন কোনওভাবেই জড়িত নয় বলে তিনি দাবি করেছেন।

আরও পড়ুন: কতটা নিরাপদ রাজধানী ? প্রশ্ন তুলে দিল কৃষক বিদ্রোহ

ভিএম সিং-এর পাশাপাশি ভারতীয় কিষান ইউনিয়ন (ভানু)-এর সভাপতি ঠাকুর ভানু প্রতাপ সিং-ও আন্দোলন প্রত্যাহারের কথা জানিয়েছেন। তিনি বলেন, ''গত দিল্লিতে যা হয়েছে, তাতে আমি গভীরভাবে আহত হয়েছি। আমাদের 58 দিনের আন্দোলন এখানেই শেষ করছি।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.