দিল্লি, 10 অক্টোবর : ব়্যানব্যাক্সির প্রাক্তন কর্তা শিভিন্দার সিং-কে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ । 740 কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে হয়েছে জানা গেছে । অগাস্টে ED-র তরফে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয় । ঘটনায় শিভিন্দরের দাদা মলভিন্দরের খোঁজে তল্লাশি চলছে ।
চলতি বছরের মেয়ে মাসে দিল্লি পুলিশের কাছে শিভিন্দর ও মলভিন্দরের বিরুদ্ধে 740 কোটি টাকা আর্থিক তছরুপের মামলা করে একটি বেসরকারি সংস্থা । যার পরিপ্রেক্ষিতে ED তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে । সেই মামলায় আজ শিভিন্দরকে গ্রেপ্তার করা হয় ।
শিভিন্দর ও মলভিন্দরের বাবা ব়্যানব্যক্সির প্রতিষ্টা করেন । বাবার পর তাঁরা দায়িত্ব পান । কিন্তু 2008 সালে ব়্যানব্যাক্সিকে তাঁরা বিক্রি করে দেন জাপানের একটি সংস্থাকে । ব়্যানব্যাক্সি ছাড়াও তাঁদের ফর্টিস হাসপাতালের ব্যবসা ও রেলিগেয়ার নামে একটি আর্থিক সংস্থা ছিল । আর্থিক সমস্যার জেরে দু'টি ব্যবসাতেই সমস্যায় পড়েন তাঁরা ।
চলতি বছর সুপ্রিম কোর্ট জানায়, শিভিন্দর ও মলভিন্দরকে জেলে যেতে হতে পারে, কারণ ব়্যানব্যাক্সিকে যে সংস্থার কাছে তাঁরা বিক্রি করেছিল তাদের সঙ্গেও প্রতারণার অভিযোগ রয়েছে এই দুইজনের বিরুদ্ধে । ওই সংস্থা সিঙ্গাপুরের একটি ট্রাইবুনালে শিভিন্দর ও মলভিন্দরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । এরপরই 2018 সালে ফর্টিস হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করেন দুই ভাই । ওই বছরই সেপ্টেম্বর মাসে শিভিন্দর তাঁর দাদা মলভিন্দরের বিরুদ্ধে অদক্ষ পরিচালনার কারণে মামলা দায়ের করেন ।