হায়দরাবাদ, 22 অক্টোবর : তেলাঙ্গানার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াল রামোজি গ্রুপ ৷ গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হায়দরাবাদ ও তেলাঙ্গানার মানুষের পাশে দাঁড়াতে রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও 5 কোটি টাকা দান করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৷ বৃহস্পতিবার রামোজি গ্রুপের প্রতিনিধি 5 কোটি টাকার চেক তুলে দেন রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পৌর বিষয়ক মন্ত্রী কেটি রামা রাওয়ের হাতে ৷
সাম্প্রতিককালে রেকর্ড বৃষ্টির সাক্ষী হয়েছে হায়দরাবাদ ৷ বিপর্যস্ত হয়েছে হায়দরাবাদসহ তেলাঙ্গানা রাজ্যের বিস্তীর্ণ অংশ ৷ প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ ৷ মৃত্যু হয়েছে 70 জনের ৷ বর্তমানে প্রশাসনের অস্থায়ী ত্রাণ শিবিরে রয়েছে অসংখ্য মানুষ ৷ সেই বন্য দুর্গতদের সাহায্যে 5 কোটি টাকা দান করলেন রামোজি গ্রুপ অফ কম্পানিজ়ের চেয়ারম্যান রামোজি রাও ৷
উল্লেখ্য, এর আগে কোরোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রামোজি রাও ৷ 10 কোটি টাকা করে দান করেছিলেন তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৷ সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তেলুগু ফিল্ম ইন্ড্রাস্ট্রির অসংগঠিত শ্রমিকদের জন্যও ৷ দান করেছিলেন 10 লাখ টাকা ৷
এছাড়াও গত বছর কেরালার বন্যা-দুর্গতদের পাশে দাঁড়ায় রামোজি গ্রুপ অফ কম্পানিজ় ৷ ইনাডু ত্রাণ তহবিল থেকে কেরালার বন্যা দুর্গতদের জন্য বানিয়ে দেওয়া হয়েছিল 121টি বাড়ি ৷ এই বিশাল সংখ্যক বাড়ির নির্মাণের দায়িত্বে ছিল কুদুম্বশ্রী ৷ মহিলাদের দ্বারা পরিচালিত এই স্বনির্ভর গোষ্ঠী নির্ধারিত সময়ের আগেই বাড়ি নির্মাণের কাজ শেষ করে ৷ কুদুম্বশ্রীর 55টি শাখার 250-এরও বেশি সদস্যের মিলিত মঞ্চ নির্মাশ্রী বন্যা দুর্গতদের জন্য বাড়িগুলি নির্মাণ করে ৷ প্রকল্পটি বন্যাদুর্গতদের জন্য সবথেকে কম সময়ে বাড়ি নির্মাণের সাফল্য অর্জন করে ৷
রামোজি গ্রুপ অফ কম্পানিজ় ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্য সংস্থা ৷ যাদের রয়েছে ইনাডুর মতো আঞ্চলিক ভাষার বৃহত্তম সংবাদপত্র, ETV নেটওয়ার্ক, ETV ভারত অনলাইন পোর্টাল, রামোজি ফিল্ম সিটি, উষাকিরণ মুভি ইত্যাদি ৷ এছাড়াও মার্গদর্শী চিট ফান্ড, ডলফিন হোটেলস, কলানজলি, প্রিয়া ফুডস, রমাদেবী পাবলিক স্কুল রামোজি গ্রুপ অফ কম্পানিজ়ের অংশ ৷