ETV Bharat / bharat

রামমন্দির ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে 6 লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ - রামমন্দির ট্রাস্ট

লখনউয়ের দু’টি ব্যাঙ্ক থেকে চেকের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তৃতীয়বার 9.86 লাখ টাকা তোলার চেষ্টা করা হয় ৷

রামমন্দির
Ram Temple
author img

By

Published : Sep 10, 2020, 2:22 PM IST

অযোধ্যা (উত্তরপ্রদেশ) : শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে ছয় লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় অযোধ্যা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সাইবার বিশেষ্জ্ঞদের একটি দলকেও ঘটনার তদন্ত করতে বলা হয়েছে ৷

জানা গেছে , লখনউয়ের দু’টি ব্যাঙ্ক থেকে চেকের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তৃতীয়বার 9.86 লাখ টাকা তোলার চেষ্টা করা হয় ৷ এরপরই ব্যাঙ্কের ম্যানেজার ট্রাস্টের সেক্রেটারি চমপাত রাইকে বিষয়টি যাচাই করার জন্য ফোন করেন ৷ কিন্তু চমপাত রাই জানান , তিনি এরকম কোনও চেক অনুমোদন করেননি ৷

পুলিশের তরফে জানানো হয়েছে , তদন্তে জানা গেছে , এর আগেও কয়েকবার টাকা তোলা হয়েছে ৷ 1 সেপ্টেম্বর ব্যাঙ্ক থেকে আড়াই লাখ টাকা তোলা হয়েছিল ৷ এর দু‘দিন পর টাকার পরিমাণটা বেড়ে দাঁড়ায় সাড়ে তিন লাখে ৷

অযোধ্যা সার্কেল অফিসার রাজেশ কুমার রাই বলেন , একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ উল্লেখ্য , কয়েকদিন আগেই একটি ভুয়ো ওয়েবসাইট থেকে রামমন্দিরের জন্য অনুদান চাওয়ার ঘটনা সামনে এসেছিল ৷ ওই বিষয়টিও তদন্ত করা হচ্ছে ৷

অযোধ্যা (উত্তরপ্রদেশ) : শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে ছয় লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় অযোধ্যা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সাইবার বিশেষ্জ্ঞদের একটি দলকেও ঘটনার তদন্ত করতে বলা হয়েছে ৷

জানা গেছে , লখনউয়ের দু’টি ব্যাঙ্ক থেকে চেকের মাধ্যমে এই টাকা তোলা হয়েছে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তৃতীয়বার 9.86 লাখ টাকা তোলার চেষ্টা করা হয় ৷ এরপরই ব্যাঙ্কের ম্যানেজার ট্রাস্টের সেক্রেটারি চমপাত রাইকে বিষয়টি যাচাই করার জন্য ফোন করেন ৷ কিন্তু চমপাত রাই জানান , তিনি এরকম কোনও চেক অনুমোদন করেননি ৷

পুলিশের তরফে জানানো হয়েছে , তদন্তে জানা গেছে , এর আগেও কয়েকবার টাকা তোলা হয়েছে ৷ 1 সেপ্টেম্বর ব্যাঙ্ক থেকে আড়াই লাখ টাকা তোলা হয়েছিল ৷ এর দু‘দিন পর টাকার পরিমাণটা বেড়ে দাঁড়ায় সাড়ে তিন লাখে ৷

অযোধ্যা সার্কেল অফিসার রাজেশ কুমার রাই বলেন , একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ উল্লেখ্য , কয়েকদিন আগেই একটি ভুয়ো ওয়েবসাইট থেকে রামমন্দিরের জন্য অনুদান চাওয়ার ঘটনা সামনে এসেছিল ৷ ওই বিষয়টিও তদন্ত করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.