দিল্লি, 28 নভেম্বর : রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হল চিটফান্ড (সংশোধনী) বিল, 2019 ৷ এর আগে 20 নভেম্বর লোকসভায় পাশ হয়েছিল বিলটি ৷ চিটফান্ড সংস্থায় আর্থিক বিনিয়োগের সর্বোচ্চসীমা বাড়ানোর লক্ষে ও সংস্থার কমিশনের হার বাড়াতে এই সংশোধনী আনা হল ৷
চারজনের কম ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত চিটফান্ডে বিনিয়োগে আর্থিক পরিমাণ সর্বোচ্চ 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 3 লাখ টাকা করা হল ৷ চারজন বা তার বেশি ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত চিটফান্ডে বিনিয়োগে আর্থিক পরিমাণ সর্বোচ্চ 6 লাখ টাকা থেকে বাড়িয়ে 18 লাখ টাকা করা হল ৷
-
The Chit Fund Amendment Bill 2019 has been passed in the Rajya Sabha. https://t.co/VLvqIlS93f
— Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Chit Fund Amendment Bill 2019 has been passed in the Rajya Sabha. https://t.co/VLvqIlS93f
— Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) November 28, 2019The Chit Fund Amendment Bill 2019 has been passed in the Rajya Sabha. https://t.co/VLvqIlS93f
— Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) November 28, 2019
সংশোধনী বিলে কমিশনের হার বাড়ানো হয়েছে । অংশীদারের কমিশন পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ করা হয়েছে ৷ এছাড়া বিনিয়োগকারী যদি নির্দিষ্ট শর্তাবলী না মানেন তবে তাঁকে টাকা ফেরত দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার বিবেচনাধীন রাখা হয়েছে সংশোধনী বিলে ।
সংশোধনী বিলে 'ফ্র্যাটার্নিটি ফান্ড', 'রোটেটিং সেভিংস' এবং 'ক্রেডিট ইনস্টিটিউশন'-এর মতো কিছু নতুন শব্দবন্ধ যুক্ত করা হয়েছে চিটফান্ড সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ কাটাতে সাহায্য করবে ৷ 1982 সালে চিটফান্ড বিলের উপর এই সংশোধনী আনা হল ৷
কেন্দ্রীয় অর্থ ও বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, নতুন এই বিল বিনিয়োগকারীর আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করবে ৷