দিল্লি, 12 মার্চ : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজধানী যে হিংসাত্মক আন্দোলনের সাক্ষী থেকেছে, তাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 53 জন ৷ জখম হয়েছে শতাধিক মানুষ ৷ ভাঙচুর হয়েছে প্রচুর ঘরবাড়ি ও দোকানপাট ৷ এই নিয়ে আজ আলোচনা হতে চলেছে রাজ্যসভায় ৷
বিগত প্রায় এক সপ্তাহ ধরে দিল্লি হিংসার ইশুতে বিরোধীরা সরব হয়েছিল সংসদের উভয় কক্ষে ৷ বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়েছিল সংসদের উভয় কক্ষ ৷ দাবি ছিল, সমস্ত কিছু বাদ দিয়ে আগে দিল্লি হিংসা নিয়ে আলোচনা হোক ৷
প্রসঙ্গত, রাজ্যসভার কার্যপ্রণালী যাতে ঠিকঠাক ভাবে এগোনো সম্ভব হয় তা নিয়ে গতকালই সর্বদল বৈঠক ডেকেছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ৷ সেই বৈঠকেই আজকের আলোচনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এদিকে রাজ্যসভার সকল BJP সাংসদদের অধিবেশন কক্ষের সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে গেরুয়া শিবির ৷
গতকালই দিল্লি হিংসা নিয়ে লোকসভায় আলোচনা হয় ৷ ওই আলোচনার সময়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, "রাজধানীতে 25 ফেব্রুয়ারির পর কোনও হিংসার পরিবেশ তৈরি হয়নি ৷ এটা বিরোধীদের একটা চক্রান্ত ৷" অন্যদিকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের এক বিচারপতির তত্ত্বাবধানে দিল্লি হিংসার পুরো ঘটনার তদন্তের দাবি তুলেছিলেন AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসি ৷ আজও শাসক শিবিরকে রাজ্যসভায় বিরোধীদের চাপের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷