ETV Bharat / bharat

কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরাতে বদ্ধপরিকর সরকার : অমিত শাহ - Jammu and Kashmir

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দুটি বিল । বিল পাশের পর রাজ্যসভায় দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের কড়া হুঁশিয়ারি দেন অমিত শাহ ।

অমিত শাহ
author img

By

Published : Jul 1, 2019, 8:34 PM IST

Updated : Jul 1, 2019, 10:03 PM IST

দিল্লি, 1 জুলাই : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দুটি বিল । আজ রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিল ও জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, 2019 পেশ হয় রাজ্যসভায় । তৃণমূল সহ একাধিক বিরোধী দল এই দুটি বিলে সমর্থন জানায় । ফলে রাজ্যসভাতেও সহজেই পাশ হয় দুটি বিল ।

সেইসঙ্গে আজ রাজ্যসভায় দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের কড়া হুঁশিয়ারি দেন অমিত শাহ । কাশ্মীরে শান্তি ফেরাতে তুলে ধরেন অটলবিহারী বাজপেয়ির মন্তব্য । বলেন, "অটলজি কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জামুরিয়াত (গণতন্ত্র), ইনসানিয়াত (মানবতা), কাশ্মীরিয়াত-এর কথা বলেছিলেন । আমি বলতে চাই, মোদি সরকারও এই ভাবনা রেখেই কাজ করছে । তবে, যারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে তাদের ছেড়ে দেওয়া হবে না । ওদের ভাষাতেই জবাব দেওয়া হবে ।"

এই সংক্রান্ত খবর : জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি, রাজ্যসভায় সমর্থন তৃণমূলের

বক্তব্যের মাঝে কাশ্মীরি পণ্ডিতদের কথাও তুলে ধরেন অমিত শাহ । বলেন, "ওদের রাজ্যের বাইরে বের করে দেওয়া হচ্ছে । ওরা কি কাশ্মীরিয়াতের অংশ নয় ? যখন সুফিরা হেনস্থার শিকার হয়, তাদেরও কাশ্মীরের বাইরে বের করে দেয় । সুফি ট্র্যাডিশন কি কাশ্মীরিয়াতের অংশ নয় ? মোদি সরকার কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফেরাতে বদ্ধপরিকর । সুফিদেরও হেনস্থা রুখতে আমরা সচেষ্ট ।"

অমিত শাহ আরও বলেন, "আমরা কাশ্মীরের সংস্কৃতি রক্ষা করতে বদ্ধপরিকর । একসময়ে কাশ্মীরে মাতা ক্ষীরভবানী মন্দির ছিল । কাশ্মীরি পণ্ডিতরা সেখানে প্রার্থনা করতেন । সুফিরা গান গাইতেন । আর এখন... ভাববেন না আমি দুঃখ করছি । আমি মানবতার কথা বলছি ।"

দিল্লি, 1 জুলাই : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দুটি বিল । আজ রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিল ও জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, 2019 পেশ হয় রাজ্যসভায় । তৃণমূল সহ একাধিক বিরোধী দল এই দুটি বিলে সমর্থন জানায় । ফলে রাজ্যসভাতেও সহজেই পাশ হয় দুটি বিল ।

সেইসঙ্গে আজ রাজ্যসভায় দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের কড়া হুঁশিয়ারি দেন অমিত শাহ । কাশ্মীরে শান্তি ফেরাতে তুলে ধরেন অটলবিহারী বাজপেয়ির মন্তব্য । বলেন, "অটলজি কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জামুরিয়াত (গণতন্ত্র), ইনসানিয়াত (মানবতা), কাশ্মীরিয়াত-এর কথা বলেছিলেন । আমি বলতে চাই, মোদি সরকারও এই ভাবনা রেখেই কাজ করছে । তবে, যারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে তাদের ছেড়ে দেওয়া হবে না । ওদের ভাষাতেই জবাব দেওয়া হবে ।"

এই সংক্রান্ত খবর : জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি, রাজ্যসভায় সমর্থন তৃণমূলের

বক্তব্যের মাঝে কাশ্মীরি পণ্ডিতদের কথাও তুলে ধরেন অমিত শাহ । বলেন, "ওদের রাজ্যের বাইরে বের করে দেওয়া হচ্ছে । ওরা কি কাশ্মীরিয়াতের অংশ নয় ? যখন সুফিরা হেনস্থার শিকার হয়, তাদেরও কাশ্মীরের বাইরে বের করে দেয় । সুফি ট্র্যাডিশন কি কাশ্মীরিয়াতের অংশ নয় ? মোদি সরকার কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফেরাতে বদ্ধপরিকর । সুফিদেরও হেনস্থা রুখতে আমরা সচেষ্ট ।"

অমিত শাহ আরও বলেন, "আমরা কাশ্মীরের সংস্কৃতি রক্ষা করতে বদ্ধপরিকর । একসময়ে কাশ্মীরে মাতা ক্ষীরভবানী মন্দির ছিল । কাশ্মীরি পণ্ডিতরা সেখানে প্রার্থনা করতেন । সুফিরা গান গাইতেন । আর এখন... ভাববেন না আমি দুঃখ করছি । আমি মানবতার কথা বলছি ।"


New Delhi, Jul 01, ANI: Ayushmann Khurrana's latest outing 'Article 15' is slowly and steadily picking up pace at the domestic box office. The film, that minted Rs. 5.02 crore on its first day, managed to collect a total of Rs. 20.04 crore in its opening weekend. Indian film critic and trade analyst Taran Adarsh shared the box office collection of the film on his Twitter handle. Adarsh noted that the film saw a healthy weekend, with ample amount of growth on its second and third day. However, the film was affected by Shahid Kapoor's latest release 'Kabir Singh', which is still going through at the box office. The movie also faced tough competition from the much-hyped India vs England World Cup match yesterday. 'Article 15' became the second-biggest opener of the actor's career after 'Badhaai Ho', which earned Rs. 45.70 crore in its extended 4-day weekend. The movie highlights the caste discrimination in the country through a mix of various incidents. The film's title derives from Article 15 of the Indian constitution, which prohibits discrimination on grounds of religion, race, caste, sex, and place of birth. The film produced by Benaras Media Works, released on June 28.
Last Updated : Jul 1, 2019, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.