ETV Bharat / bharat

HIV-র ওষুধে সারছে কোরোনা, দাবি রাজস্থানের চিকিৎসকদের

কোরোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হল সোয়াইন ফ্লু, ম্যালেরিয়া ও HIV-র ওষুধ ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাঁরা ৷ এমনই দাবি করলেন জয়পুরের সাওয়াই মনসিং মেডিকেল কলেজের চিকিৎসকরা ৷ তবে, এখনই এই ওষুধকেই নিশ্চিত করতে চাইছেন না তাঁরা ৷ এই বিষয়ে আরও গবেষণার দরকার বলে মনে করছেন ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 15, 2020, 4:16 AM IST

জয়পুর, 15 মার্চ : রাজস্থানের দু'জন কোরোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হল সোয়াইন ফ্লু, ম্যালেরিয়া ও HIV-র ওষুধ ৷ তাতে মিলেছে ফলও ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাঁরা ৷ একটি জাতীয়স্তরের সংবাদ মাধ্যমকে একথা জানালেন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা ৷

জয়পুরের সাওয়াই মনসিং মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান, 28 ফেব্রুয়ারি হাসপাতালে ভরতি হন এক ইট্যালিয় দম্পতি ৷ তারপরই তাঁদের চিকিৎসা শুরু করা হয় ৷ কোরোনা ভাইরাসের চিকিৎসা চলাকালীন তাঁদেরকে অ্যান্টি-ভাইরাল ওষুধের মিশ্রণও দেওয়া হয় ৷ বর্তমানে তাঁরা অনেকটাই ভালো আছেন ৷ সুস্থ হয়ে উঠছেন ৷

রাজস্থান স্বাস্থ্য সচিব রোহিত সিং বলেন, "প্রথমে তাঁরা ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ও সোয়াইন ফ্লুর ওষুধ ব্যবহার করেন ৷ তারপর দেওয়া হয় HIV-র ওষুধ, যা কিছু নিয়ম বা সীমাবদ্ধতা মেনে ব্যবহার করা হয় ৷ দেখা যাচ্ছে, এই ওষুধ কাজ করছে ৷" বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কোরোনা আক্রান্তদের সুস্থ হয়ে যাওয়ার হার অনেক বেশি এবং আক্রান্তদের 3.4 শতাংশ ঘটনায় মৃত্যু ঘটেছে ৷

হাসপাতালে ভরতি হওয়া ইট্যালিয় দম্পতির মধ্যে মহিলাকে দু'সপ্তাহ চিকিৎসা করার পর পরীক্ষা করে দেখা গেছে, তিনি সুস্থ ৷ আধিকারিকরা জানান, ফুসফুসে সংক্রমণ থাকলেও তাঁর 69 বছর বয়সি স্বামীও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ৷

জয়পুরের এই হাসপাতালের চিকিৎসকরা তাঁদের এই অভিজ্ঞতা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-র সঙ্গে ভাগ করেছেন ৷ তবে, এখনই কোরোনা ভাইরাসের জন্য এই ওষুধই চিকিৎসার একমাত্র রাস্তা তা বলার সময় নয় ৷ এর জন্য আরও গবেষণার প্রয়োজন আছে বলেও মনে করছেন তাঁরা ৷

SMS মেডিকেল কলেজের অধ্যক্ষ সুধীর ভান্ডারি বলেন, "ইট্যালিয় এই রোগী আমাদের কাছে আসেন 28 ফেব্রুয়ারি ৷ তিনি একজন 69 বছর বয়সি প্রবীন নাগরিক ৷ তাঁর যেহেতু শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণের ইতিহাস আছে, তাই তাঁকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম ৷" কোরোনা ভাইরাসের চিকিৎসায় এই পদ্ধতি নিয়ে তিনি বলেন, "আমরা বিগত কয়েক বছর ধরে সোয়াইন ফ্লুর চিকিৎসা করেছি, যা পালমোনারি নিউমোনিয়ার মতোই ৷ তাই আমরা জানি মানুষের শরীরে ভাইরাল নিউমোনিয়ার ব্যবহারটা কীরকম ৷ তারপরই আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিই ৷ ওই রোগীদের এই চিকিৎসার জন্য রাজি করায় ৷ আমরা বিভিন্ন বই ঘেঁটে উপযুক্ত ক্লু খুঁজে বার করি ৷ জানতে পারি, কোরোনা ভাইরাসের চিকিৎসায় সোয়াইন ফ্লুর ওষুধ ব্যবহার করা যেতে পারে ৷ এমন কী, কোরোনা ভাইরাসের চিকিৎসায় আমরা ম্যালেরিয়ার ওষুধ ও আরও দু'টি ওষুধ ব্যবহার করেছি ৷"

জয়পুর, 15 মার্চ : রাজস্থানের দু'জন কোরোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হল সোয়াইন ফ্লু, ম্যালেরিয়া ও HIV-র ওষুধ ৷ তাতে মিলেছে ফলও ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাঁরা ৷ একটি জাতীয়স্তরের সংবাদ মাধ্যমকে একথা জানালেন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা ৷

জয়পুরের সাওয়াই মনসিং মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান, 28 ফেব্রুয়ারি হাসপাতালে ভরতি হন এক ইট্যালিয় দম্পতি ৷ তারপরই তাঁদের চিকিৎসা শুরু করা হয় ৷ কোরোনা ভাইরাসের চিকিৎসা চলাকালীন তাঁদেরকে অ্যান্টি-ভাইরাল ওষুধের মিশ্রণও দেওয়া হয় ৷ বর্তমানে তাঁরা অনেকটাই ভালো আছেন ৷ সুস্থ হয়ে উঠছেন ৷

রাজস্থান স্বাস্থ্য সচিব রোহিত সিং বলেন, "প্রথমে তাঁরা ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ও সোয়াইন ফ্লুর ওষুধ ব্যবহার করেন ৷ তারপর দেওয়া হয় HIV-র ওষুধ, যা কিছু নিয়ম বা সীমাবদ্ধতা মেনে ব্যবহার করা হয় ৷ দেখা যাচ্ছে, এই ওষুধ কাজ করছে ৷" বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কোরোনা আক্রান্তদের সুস্থ হয়ে যাওয়ার হার অনেক বেশি এবং আক্রান্তদের 3.4 শতাংশ ঘটনায় মৃত্যু ঘটেছে ৷

হাসপাতালে ভরতি হওয়া ইট্যালিয় দম্পতির মধ্যে মহিলাকে দু'সপ্তাহ চিকিৎসা করার পর পরীক্ষা করে দেখা গেছে, তিনি সুস্থ ৷ আধিকারিকরা জানান, ফুসফুসে সংক্রমণ থাকলেও তাঁর 69 বছর বয়সি স্বামীও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ৷

জয়পুরের এই হাসপাতালের চিকিৎসকরা তাঁদের এই অভিজ্ঞতা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-র সঙ্গে ভাগ করেছেন ৷ তবে, এখনই কোরোনা ভাইরাসের জন্য এই ওষুধই চিকিৎসার একমাত্র রাস্তা তা বলার সময় নয় ৷ এর জন্য আরও গবেষণার প্রয়োজন আছে বলেও মনে করছেন তাঁরা ৷

SMS মেডিকেল কলেজের অধ্যক্ষ সুধীর ভান্ডারি বলেন, "ইট্যালিয় এই রোগী আমাদের কাছে আসেন 28 ফেব্রুয়ারি ৷ তিনি একজন 69 বছর বয়সি প্রবীন নাগরিক ৷ তাঁর যেহেতু শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণের ইতিহাস আছে, তাই তাঁকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম ৷" কোরোনা ভাইরাসের চিকিৎসায় এই পদ্ধতি নিয়ে তিনি বলেন, "আমরা বিগত কয়েক বছর ধরে সোয়াইন ফ্লুর চিকিৎসা করেছি, যা পালমোনারি নিউমোনিয়ার মতোই ৷ তাই আমরা জানি মানুষের শরীরে ভাইরাল নিউমোনিয়ার ব্যবহারটা কীরকম ৷ তারপরই আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিই ৷ ওই রোগীদের এই চিকিৎসার জন্য রাজি করায় ৷ আমরা বিভিন্ন বই ঘেঁটে উপযুক্ত ক্লু খুঁজে বার করি ৷ জানতে পারি, কোরোনা ভাইরাসের চিকিৎসায় সোয়াইন ফ্লুর ওষুধ ব্যবহার করা যেতে পারে ৷ এমন কী, কোরোনা ভাইরাসের চিকিৎসায় আমরা ম্যালেরিয়ার ওষুধ ও আরও দু'টি ওষুধ ব্যবহার করেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.