ETV Bharat / bharat

23 অক্টোবর থেকে বিহারে নির্বাচনী প্রচার শুরু রাহুল গান্ধির - বিহার বিধানসভা নির্বাচন 2020

23 অক্টোবর হিসুয়াতে নির্বাচনী সভা করবেন রাহুল গান্ধি ৷ সেদিন কাহালগাঁও-তেও সভা করবেন তিনি ।

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Oct 18, 2020, 4:21 PM IST

দিল্লি , 18 অক্টোবর : 23 অক্টোবর থেকে বিহারে নির্বাচনী প্রচার শুরু করবেন রাহুল গান্ধি ৷ একইদিনে হিসুয়া ও কাহালগাঁও-এ সভা করবেন তিনি ৷ সেদিন থেকেই সেখানে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 12টি ব়্যালি করবেন তিনি ।

23 অক্টোবর হিসুয়াতে নির্বাচনী সভা করবেন রাহুল গান্ধি ৷ সেখানে কংগ্রেস প্রার্থী নীতু সিং ৷ তাদের প্রধান লক্ষ্য ভূমিহার সম্প্রদায়ের ভোট ৷ কারণ গত বিধানসভা নির্বাচনে ভূমিহার সম্প্রদায় থেকে 9 জন বিধায়ক নির্বাচিত হয়েছিল ৷ এদিকে কাহালগাঁও এলাকায় কংগ্রেসের হয়ে লড়বেন সদানন্দ সিং-এর ছেলে মুকেশ সিং ৷ সেখানেও 23 তারিখ নির্বাচনী সভা করবেন রাহুল গান্ধি ৷

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ভার্চুয়ালি প্রচার করবেন ৷ প্রিয়াঙ্কা গান্ধির নির্বাচনী প্রচারের সময়সূচি শীঘ্রই চূড়ান্ত করা হবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও 23 অক্টোবর থেকে বিহারে 12টি নির্বাচনী সভা করবেন ৷ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে 12টি সমাবেশ করবেন । 23 অক্টোবর তিনি সাসারাম, গয়া এবং ভাগলপুরে সভা করবেন । 28 অক্টোবর দ্বারভাঙা, মুজাফফরপুর এবং পটনায় সমাবেশ করবেন । 3 নভেম্বর তিনি ছাপড়া, পূর্ব চম্পারন ও সমস্তিপুর, পশ্চিম চম্পারন, সহারসা ও আরারিয়ায় সভা করবেন। "

দিল্লি , 18 অক্টোবর : 23 অক্টোবর থেকে বিহারে নির্বাচনী প্রচার শুরু করবেন রাহুল গান্ধি ৷ একইদিনে হিসুয়া ও কাহালগাঁও-এ সভা করবেন তিনি ৷ সেদিন থেকেই সেখানে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 12টি ব়্যালি করবেন তিনি ।

23 অক্টোবর হিসুয়াতে নির্বাচনী সভা করবেন রাহুল গান্ধি ৷ সেখানে কংগ্রেস প্রার্থী নীতু সিং ৷ তাদের প্রধান লক্ষ্য ভূমিহার সম্প্রদায়ের ভোট ৷ কারণ গত বিধানসভা নির্বাচনে ভূমিহার সম্প্রদায় থেকে 9 জন বিধায়ক নির্বাচিত হয়েছিল ৷ এদিকে কাহালগাঁও এলাকায় কংগ্রেসের হয়ে লড়বেন সদানন্দ সিং-এর ছেলে মুকেশ সিং ৷ সেখানেও 23 তারিখ নির্বাচনী সভা করবেন রাহুল গান্ধি ৷

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ভার্চুয়ালি প্রচার করবেন ৷ প্রিয়াঙ্কা গান্ধির নির্বাচনী প্রচারের সময়সূচি শীঘ্রই চূড়ান্ত করা হবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও 23 অক্টোবর থেকে বিহারে 12টি নির্বাচনী সভা করবেন ৷ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে 12টি সমাবেশ করবেন । 23 অক্টোবর তিনি সাসারাম, গয়া এবং ভাগলপুরে সভা করবেন । 28 অক্টোবর দ্বারভাঙা, মুজাফফরপুর এবং পটনায় সমাবেশ করবেন । 3 নভেম্বর তিনি ছাপড়া, পূর্ব চম্পারন ও সমস্তিপুর, পশ্চিম চম্পারন, সহারসা ও আরারিয়ায় সভা করবেন। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.