ETV Bharat / bharat

পরিযায়ী শ্রমিকদের সাহায্যের আবেদন রাহুল গান্ধির

পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেই যাত্রা করছেন দেশের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা ৷ তাঁদের সাহায্যের জন্য আবেদন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

রাহুল গান্ধি
রাহুল গান্ধি
author img

By

Published : Mar 28, 2020, 1:16 PM IST

দিল্লি, 28 মার্চ : কোরোনা থেকে দেশকে বাঁচাতে তিন সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যার জেরে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সব কিছুই ৷ পরিযায়ী শ্রমিকদের অনেকেই এই লকডাউনের মধ্যে নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করছেন ৷ পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেই যাত্রা করছেন তাঁরা ৷ এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য আবেদন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইট করে তিনি সকলের কাছে তাঁদের সাহায্য করার আবেদন করেন ৷

দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে রাহুল গান্ধি আবেদন করেন, পরিযায়ী শ্রমিকদের এই কঠোর যাত্রায় তাঁদের খাবার বা থাকার জায়গা দিয়ে সাহায্য করার ৷ টুইটারে তিনি লেখেন, "আজ, আমাদের ক্ষুধার্ত শত শত ভাই-বোন তাঁদের পরিবারের সঙ্গে হেঁটে গ্রামের বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন ৷ তাঁদের এই কঠিন যাত্রায় খাবার বা থাকার জায়গা দিয়ে তাঁদের সাহায্য করুন ৷ বিশেষ করে কংগ্রেসের কর্মী-সমর্থকদের কাছে আমি এই আবেদন করছি ৷"

হাজার হাজার পরিযায়ী কোরোনা ভাইরাসের জেরে চাকরি হারিয়েছে ৷ কিন্তু, লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারছেন না ৷ তাঁরা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাত্রা করছেন ৷ দেশের সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ ৷ প্যাসেঞ্জার ট্রেন, আন্তঃরাজ্য বাস বন্ধ করে দেওয়া হয়েছে সবই ৷

পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার বহু মানুষ দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যায় ৷ এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে ভিন রাজ্যে থাকা মানুষগুলির সুরক্ষার জন্য পদক্ষেপ করেছে ৷

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান আজ সকালে টুইট করেন, "সমুদ্রের এক বিন্দু ৷ পরিযায়ী শ্রমিকদের প্রতি বাজেভাবে আঘাত করা হচ্ছে ৷ বাংলার 40জন শ্রমিক চেন্নাইতে আটকে রয়েছেন ৷ আমরা এম কে স্ট্যালিন ও তাঁর দলের সঙ্গে কথা বলেছি ৷ তাঁরা খেয়াল রাখছেন ৷ ধন্যবাদ ৷ ভিন রাজ্যের যাঁরা বাংলায় আটকে রয়েছেন, তাঁদের খাবার বা থাকার ব্যবস্থা করে দিয়ে সাহায্য করা হচ্ছে ৷"

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই সমস্ত মানুষগুলির জন্য পরিবহনের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷ কিছুদিন আগেই উত্তরপ্রদেশের বদায়ুঁর একটি নির্মম ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷ সেটি নিয়ে গতকাল যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনি লেখেন, "কিছু শ্রমিক হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ গতরাত পর্যন্ত খুব বেদনাদায়ক ছবি আমাদের সামনে এসেছে ৷ এই সমস্ত শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি ৷ যদি অনেক মানুষ এই অসহায় অবস্থায় থাকেন, তাহলে সরকারি স্কুল-কলেজগুলোকে অস্থায়ী থাকার জায়গা হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ পরে শ্রমিকরা বাড়ি ফিরে যেতে পারবেন ৷ "

আজ সকালে কেরালার অর্থমন্ত্রী টুইট করেন, "নিজেরে দেশে হেঁটে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ছবিটা দেশভাগের সময়গুলো স্মরণ করিয়ে দিচ্ছে ৷"

এখনও পর্যন্ত ভারতে কোরোনায় আক্রান্তের সংখ্যা 873 ৷ গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি 149জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 19জনের ৷

দিল্লি, 28 মার্চ : কোরোনা থেকে দেশকে বাঁচাতে তিন সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যার জেরে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সব কিছুই ৷ পরিযায়ী শ্রমিকদের অনেকেই এই লকডাউনের মধ্যে নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করছেন ৷ পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেই যাত্রা করছেন তাঁরা ৷ এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য আবেদন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইট করে তিনি সকলের কাছে তাঁদের সাহায্য করার আবেদন করেন ৷

দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে রাহুল গান্ধি আবেদন করেন, পরিযায়ী শ্রমিকদের এই কঠোর যাত্রায় তাঁদের খাবার বা থাকার জায়গা দিয়ে সাহায্য করার ৷ টুইটারে তিনি লেখেন, "আজ, আমাদের ক্ষুধার্ত শত শত ভাই-বোন তাঁদের পরিবারের সঙ্গে হেঁটে গ্রামের বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন ৷ তাঁদের এই কঠিন যাত্রায় খাবার বা থাকার জায়গা দিয়ে তাঁদের সাহায্য করুন ৷ বিশেষ করে কংগ্রেসের কর্মী-সমর্থকদের কাছে আমি এই আবেদন করছি ৷"

হাজার হাজার পরিযায়ী কোরোনা ভাইরাসের জেরে চাকরি হারিয়েছে ৷ কিন্তু, লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারছেন না ৷ তাঁরা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাত্রা করছেন ৷ দেশের সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ ৷ প্যাসেঞ্জার ট্রেন, আন্তঃরাজ্য বাস বন্ধ করে দেওয়া হয়েছে সবই ৷

পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার বহু মানুষ দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যায় ৷ এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে ভিন রাজ্যে থাকা মানুষগুলির সুরক্ষার জন্য পদক্ষেপ করেছে ৷

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান আজ সকালে টুইট করেন, "সমুদ্রের এক বিন্দু ৷ পরিযায়ী শ্রমিকদের প্রতি বাজেভাবে আঘাত করা হচ্ছে ৷ বাংলার 40জন শ্রমিক চেন্নাইতে আটকে রয়েছেন ৷ আমরা এম কে স্ট্যালিন ও তাঁর দলের সঙ্গে কথা বলেছি ৷ তাঁরা খেয়াল রাখছেন ৷ ধন্যবাদ ৷ ভিন রাজ্যের যাঁরা বাংলায় আটকে রয়েছেন, তাঁদের খাবার বা থাকার ব্যবস্থা করে দিয়ে সাহায্য করা হচ্ছে ৷"

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই সমস্ত মানুষগুলির জন্য পরিবহনের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷ কিছুদিন আগেই উত্তরপ্রদেশের বদায়ুঁর একটি নির্মম ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷ সেটি নিয়ে গতকাল যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ তিনি লেখেন, "কিছু শ্রমিক হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ গতরাত পর্যন্ত খুব বেদনাদায়ক ছবি আমাদের সামনে এসেছে ৷ এই সমস্ত শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি ৷ যদি অনেক মানুষ এই অসহায় অবস্থায় থাকেন, তাহলে সরকারি স্কুল-কলেজগুলোকে অস্থায়ী থাকার জায়গা হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ পরে শ্রমিকরা বাড়ি ফিরে যেতে পারবেন ৷ "

আজ সকালে কেরালার অর্থমন্ত্রী টুইট করেন, "নিজেরে দেশে হেঁটে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ছবিটা দেশভাগের সময়গুলো স্মরণ করিয়ে দিচ্ছে ৷"

এখনও পর্যন্ত ভারতে কোরোনায় আক্রান্তের সংখ্যা 873 ৷ গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি 149জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 19জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.