দিল্লি, ৪ মার্চ : "ইয়ে মোদি হ্যায়। অব মেড ইন আমেথি AK-২০৩ রাইফেল হোগি।" গতকাল আমেথিতে অর্ডন্যান্স ফ্যাক্টরির উদ্বোধন করতে গিয়ে এই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ফ্যাক্টরি নিয়েই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মোদি। এবার সেই ইশুতেই নরেন্দ্র মোদিকে পালটা আক্রমণ করেন রাহুল গান্ধি।
মোদি গতকাল বলেন, ২০০৭ সালে ওই কারখানার ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন কংগ্রেস সভাপতি। ২০১০ সালের মধ্যে কাজ শুরুর কথা ছিল। তার জবাবে টুইটারে রাহুল গান্ধি লেখেন, "মোদিজি ২০১০ সালে অর্ডন্যান্স ফ্যাক্টরির শিলান্যাস হয়। ফ্যাক্টরির উদ্বোধন করি আমি নিজেই। অভ্যাসবশত ফের মিথ্যা কথা বললেন আপনি।"
অত্যাধুনিক AK-২০৩ রাইফেলের প্রযুক্তি পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত। সেই প্রকল্পের উদ্বোধন করতেই আমেঠিতে গেছিলেন মোদি। সেখানে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, "কিছু লোকের অভ্যাস ভোটের পর প্রতিশ্রুতি ভুলে যাওয়া। ওরা গরিবি সমস্যাটি জিইয়ে রাখতে চায়। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে ওরা বলে আসছে গরিবি হটাও।" পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে রাফাল ইশুতেও সুর চড়ান নরেন্দ্র মোদি।
এদিকে ভারতে এই রাইফেল তৈরি হওয়ার পর AK সিরিজ়ের পুরোনো রাইফেলগুলি সেনার কাছ থেকে ফেরত নিয়ে তা আধাসেনার হাতে তুলে দেওয়া হবে।