চণ্ডীগড়, 29 জুলাই : একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্মার্টফোন দেবে পঞ্জাব সরকার । সরকারি স্কুলের ছাত্রীদের প্রায় 50 হাজার স্মার্টফোন বিতরণ করবে । প্যানডেমিক পরিস্থিতিতে রাজ্যের শিক্ষার্থীদের অনলাইন পড়াশোনায় সাহায্যের জন্য পঞ্জাবের তরফে এই পদক্ষেপ করা হচ্ছে ।
মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের দপ্তরের তরফে এই কথা জানিয়ে টুইট করা হয় । দপ্তরের তরফে জানানো হয়, "50 হাজার স্মার্টফোন ইতিমধ্যেই তৈরি রয়েছে । সরকারি স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রীদের এই স্মার্টফোন দেওয়া হবে । COVID-19 সংকটজনক পরিস্থিতিতে অনলাইন শিক্ষার জন্য এই পদক্ষেপ করছে সরকার ।"
-
50,000 smartphones ready for distribution, Chief Minister @capt_amarinder Singh tells @IYCPunjab during VC. Says they’ll be given to girl students of govt schools of class XI & XII to facilitate online learning on priority during #COVID19 crisis. pic.twitter.com/wSeKbtnNv7
— CMO Punjab (@CMOPb) July 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">50,000 smartphones ready for distribution, Chief Minister @capt_amarinder Singh tells @IYCPunjab during VC. Says they’ll be given to girl students of govt schools of class XI & XII to facilitate online learning on priority during #COVID19 crisis. pic.twitter.com/wSeKbtnNv7
— CMO Punjab (@CMOPb) July 28, 202050,000 smartphones ready for distribution, Chief Minister @capt_amarinder Singh tells @IYCPunjab during VC. Says they’ll be given to girl students of govt schools of class XI & XII to facilitate online learning on priority during #COVID19 crisis. pic.twitter.com/wSeKbtnNv7
— CMO Punjab (@CMOPb) July 28, 2020
কোরোনা ভাইরাস মোকাবিলায় জারি হয়েছে লকডাউন । যদিও আনলক প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এখনও খোলেনি । অনলাইন শিক্ষায় ভরসা করেছে শিক্ষাব্যবস্থা । সেই অনুযায়ী, বিভিন্ন স্কুলগুলি অনলাইন পড়াশোনার ব্যবস্থা করেছে । কিন্তু অনেক ছাত্র-ছাত্রীরই স্মার্টফোন না থাকায় সমস্যার সম্মুখীন হয়েছে তাঁরা । পঞ্জাব সরকারের তরফে সেইসব শিক্ষার্থীদের সাহায্যের জন্যই এই পদক্ষেপ ।