ETV Bharat / bharat

পরিবারের সদস্য 9, ভোট পেয়েছেন 5 টি; কেঁদেই ফেললেন প্রার্থী - nitu sertainwala

প্রার্থীর কান্নার এই ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । আর তা নিয়ে মজা করতে শুরু করেন নেটিজেনরা । কেউ লেখেন, "লোকটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে", আবার কেউ লেখেন, "লোকটি বেশ মজার"।

ভোটের চিত্র
author img

By

Published : May 24, 2019, 6:21 AM IST

জলন্ধর, 24 মে : লোকসভা নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে । জেতা প্রার্থী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হুল্লোড়ে মেতে উঠবেন, এটাই দস্তুর । আর হারলে তো কথাই নেই । মানুষের রায় মাথা পেতে নিলাম বলে ক্ষান্ত থাকেন তিনি । বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা যায় । কিন্তু, নির্বাচনে হারের পর কোনও প্রার্থী কাঁদছেন এরকম নজির নেই বললেই চলে । জলন্ধরের বাসিন্দা নিতু শার্টেনওয়ালা এবার নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন । গণনা শেষে দেখা যায় তিনি পেয়েছেন মাত্র পাঁচটি ভোট । সকালের দিকে স্থানীয় এক সাংবাদিক এত কম ভোট পাওয়ার কারণ জানতে চাইলে তিনি কাঁদতে শুরু করে দেন । তবে এত কম ভোট পাওয়ার জন্য নয়, কাঁদছিলেন অন্য কারণে । তাঁর পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ন'জন ভোটার । অথচ তিনি ভোট পেয়েছেন পাঁচটি । তাঁর মতে, তাঁর নিজের পরিবারেরই চারজন তাঁকে ভোট দেননি ।

সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি EVM ও তাঁর পরিবারের ঘাড়ে দোষ চাপান । তাঁর দাবি, EVM-এ কারচুপির জন্যই তাঁকে হেরে যেতে হচ্ছে । তাঁর এই হারের ক্ষতে নুন ছড়িয়ে সাংবাদিকের আরও প্রশ্ন, আপনার পরিবারের সদস্যরাই আপনাকে সমর্থন করেনি, তাহলে বাইরের লোক কীভাবে আপনাকে সমর্থন করবে? যদিও এই প্রশ্নের উত্তরে তিনি কিছুই বলতে পারেননি । পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছেন আর কখনও ভোটে লড়বেন না ।

এদিকে এই সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । আর তা নিয়ে মজা করতে শুরু করেন নেটিজেনরা । কেউ লেখেন, "লোকটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে", আবার কেউ লেখেন, "লোকটি বেশ মজার"। এদিকে ভিডিয়ো ভাইরাল হলেও পরবর্তীকালে ৫টি নয়, শেষ পাওয়া খবর অনুযায়ী নিতু শার্টেনওয়ালা মোট ৮৫৬ টি ভোট পেয়েছেন ।

জলন্ধর, 24 মে : লোকসভা নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে । জেতা প্রার্থী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হুল্লোড়ে মেতে উঠবেন, এটাই দস্তুর । আর হারলে তো কথাই নেই । মানুষের রায় মাথা পেতে নিলাম বলে ক্ষান্ত থাকেন তিনি । বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা যায় । কিন্তু, নির্বাচনে হারের পর কোনও প্রার্থী কাঁদছেন এরকম নজির নেই বললেই চলে । জলন্ধরের বাসিন্দা নিতু শার্টেনওয়ালা এবার নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন । গণনা শেষে দেখা যায় তিনি পেয়েছেন মাত্র পাঁচটি ভোট । সকালের দিকে স্থানীয় এক সাংবাদিক এত কম ভোট পাওয়ার কারণ জানতে চাইলে তিনি কাঁদতে শুরু করে দেন । তবে এত কম ভোট পাওয়ার জন্য নয়, কাঁদছিলেন অন্য কারণে । তাঁর পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ন'জন ভোটার । অথচ তিনি ভোট পেয়েছেন পাঁচটি । তাঁর মতে, তাঁর নিজের পরিবারেরই চারজন তাঁকে ভোট দেননি ।

সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি EVM ও তাঁর পরিবারের ঘাড়ে দোষ চাপান । তাঁর দাবি, EVM-এ কারচুপির জন্যই তাঁকে হেরে যেতে হচ্ছে । তাঁর এই হারের ক্ষতে নুন ছড়িয়ে সাংবাদিকের আরও প্রশ্ন, আপনার পরিবারের সদস্যরাই আপনাকে সমর্থন করেনি, তাহলে বাইরের লোক কীভাবে আপনাকে সমর্থন করবে? যদিও এই প্রশ্নের উত্তরে তিনি কিছুই বলতে পারেননি । পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছেন আর কখনও ভোটে লড়বেন না ।

এদিকে এই সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । আর তা নিয়ে মজা করতে শুরু করেন নেটিজেনরা । কেউ লেখেন, "লোকটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে", আবার কেউ লেখেন, "লোকটি বেশ মজার"। এদিকে ভিডিয়ো ভাইরাল হলেও পরবর্তীকালে ৫টি নয়, শেষ পাওয়া খবর অনুযায়ী নিতু শার্টেনওয়ালা মোট ৮৫৬ টি ভোট পেয়েছেন ।

Ratlam (MP), May 13 (ANI): While addressing a public meeting in Madhya Pradesh's Ratlam, Prime Minister Narendra Modi slammed earlier government over number of corruptions. He said, "Bhopal Gas tragedy happened, till now people are suffering, if we talk about it, their style remains the same 'hua to hua'. Commonwealth scam happened they put the prestige of the country at stake, but the answer is 'hua to hua'. "
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.