দিল্লি, 7 জুন : প্যানোডেমিক কোরোনা সংক্রমণ মোকাবিলায় গঠিত আত্মনির্ভর ভারতপ্যাকেজের অন্তর্গত 100 শতাংশ সরকার প্রতিশ্রুত এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমেএখন পর্যন্ত 17,705.64 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে দেশের পাব্লিক সেক্টর ব্যাঙ্কগুলি । 5 জুন পর্যন্ত 8320.24 কোটি টাকা দেওয়াহয়েছে ।
অতি ক্ষুদ্র,ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আর্থিক সাহায্য করার জন্য সরকার তিন লাখকোটি টাকার তহবিল গঠন করা হয়েছে । লকডাউনের প্রভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি । তার থেকে উঠে দাঁড়ানোর জন্যই কেন্দ্রের এই স্কিম ।
অর্থমন্ত্রকের দপ্তরের তরফে এই বিষয়ে একটি টুইট করা হয় । টুইটেতারা জানায়, শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই 11701.06 কোটি টাকা অনুমোদন করেছে এবং এখনও পর্যন্ত 6084.71 কোটি টাকা দেওয়াহয়েছে ।
100 শতাংশ সরকার প্রতিশ্রুত এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টিস্কিমের অধীনে সবচেয়ে বেশি টাকা অনুমোদিত হয়েছে তামিলনাড়ুতে । 33725 অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অ্যাকাউন্টে2018.89 কোটি টাকা অনুমোদিত হয়েছে এবং এর মধ্যে 1325.04 কোটি টাকা 18867 অ্যাকাউন্টে দেওয়াহয়েছে ।
-
As of 5 June 2020, #PSBs have sanctioned loans worth Rs 17,705.64 crore under the 100% Emergency Credit Line Guarantee Scheme, out of which Rs 8320.24 crore have been disbursed. Here are the bank-wise and state-wise details. #AatmanirbharBharat #MSMEs pic.twitter.com/8uJWRlAFJX
— NSitharamanOffice (@nsitharamanoffc) June 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">As of 5 June 2020, #PSBs have sanctioned loans worth Rs 17,705.64 crore under the 100% Emergency Credit Line Guarantee Scheme, out of which Rs 8320.24 crore have been disbursed. Here are the bank-wise and state-wise details. #AatmanirbharBharat #MSMEs pic.twitter.com/8uJWRlAFJX
— NSitharamanOffice (@nsitharamanoffc) June 7, 2020As of 5 June 2020, #PSBs have sanctioned loans worth Rs 17,705.64 crore under the 100% Emergency Credit Line Guarantee Scheme, out of which Rs 8320.24 crore have been disbursed. Here are the bank-wise and state-wise details. #AatmanirbharBharat #MSMEs pic.twitter.com/8uJWRlAFJX
— NSitharamanOffice (@nsitharamanoffc) June 7, 2020
তবে এই স্কিমের অধীনে উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প নাম নথিভুক্তকরেছে । 43541 টি অ্যাকাউন্টের জন্য 1960.97 কোটি টাকা অনুমোদিত হয়েছে । এইঅ্যাকাউন্টগুলির মধ্যে এখনও পর্যন্ত 21728টি অ্যাকাউন্টে 852.05 কোটি টাকা দেওয়াহয়েছে ।