ETV Bharat / bharat

শাহিনবাগ-জাফরাবাদের প্রতিবাদে পাকিস্তানের চক্রান্ত রয়েছে : গিরিরাজ সিং - শাহিনবাগ

গতরাত থেকেই দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে CAA-র প্রতিবাদ বিক্ষোভ চলছে । এই নিয়েই এবার মুখ খুললেন গিরিরাজ সিং ।

Giriraj Singh
ফাইল ছবি
author img

By

Published : Feb 23, 2020, 10:01 PM IST

দিল্লি, 23 ফেব্রুয়ারি : শাহিনবাগ ও জাফরাবাদে চলতে থাকা প্রতিবাদে পাকিস্তানের চক্রান্ত রয়েছে । টুইটে আজ এই কথাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ।

টুইটে তিনি লেখেন, "কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা ও 35(A) ধারা বিলোপ করার পর থেকেই ISI-এর মদতপুষ্ট মৌলবাদীরা এখন দিল্লিকে কাশ্মীরে পরিণত করার চেষ্টা করছে । শাহিনবাগ ও জাফরাবাদে চলতে থাকা প্রতিবাদে পাকিস্তানের চক্রান্ত রয়েছে ।"

গতরাত থেকেই দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে রাস্তায় বসে CAA প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় পাঁচশো জন মহিলা ৷ জাতীয় পতাকা হাতে তাঁদের "আজাদি" স্লোগান দিতে দেখা যায় ৷

জমায়েতের জেরে সিলামপুর থেকে মৌজপুর এবং যমুনা বিহার সংযোগকারী 66 নম্বর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে৷ রাস্তা মুক্ত করার জন্য় অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে পুলিশ৷ সেইসময় জমায়েতে থাকা বুশরা নামের এক মহিলা জানিয়ে দেন, CAA প্রত্য়াহার করা হয়নি৷ তাই তাঁরা ওই জায়গা ছেড়ে যাবেন না ৷

আজ সকালে দিল্লি পুলিশের পদস্থ আধিকারিক ভেদপ্রকাশ সূর্য বলেন, ‘‘বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সরানোর ব্যবস্থা করছি ৷ তাঁরা কোনওভাবেই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে রাখতে পারেন না ৷ আমরা আধা-সেনাকেও নিয়ে এসেছি ৷’’ 70 দিন বন্ধ থাকার পর গতকালই শাহিনবাগের রাস্তা খুলে দেন আন্দোলনকারীরা ৷

দিল্লি, 23 ফেব্রুয়ারি : শাহিনবাগ ও জাফরাবাদে চলতে থাকা প্রতিবাদে পাকিস্তানের চক্রান্ত রয়েছে । টুইটে আজ এই কথাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ।

টুইটে তিনি লেখেন, "কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা ও 35(A) ধারা বিলোপ করার পর থেকেই ISI-এর মদতপুষ্ট মৌলবাদীরা এখন দিল্লিকে কাশ্মীরে পরিণত করার চেষ্টা করছে । শাহিনবাগ ও জাফরাবাদে চলতে থাকা প্রতিবাদে পাকিস্তানের চক্রান্ত রয়েছে ।"

গতরাত থেকেই দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে রাস্তায় বসে CAA প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় পাঁচশো জন মহিলা ৷ জাতীয় পতাকা হাতে তাঁদের "আজাদি" স্লোগান দিতে দেখা যায় ৷

জমায়েতের জেরে সিলামপুর থেকে মৌজপুর এবং যমুনা বিহার সংযোগকারী 66 নম্বর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে৷ রাস্তা মুক্ত করার জন্য় অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে পুলিশ৷ সেইসময় জমায়েতে থাকা বুশরা নামের এক মহিলা জানিয়ে দেন, CAA প্রত্য়াহার করা হয়নি৷ তাই তাঁরা ওই জায়গা ছেড়ে যাবেন না ৷

আজ সকালে দিল্লি পুলিশের পদস্থ আধিকারিক ভেদপ্রকাশ সূর্য বলেন, ‘‘বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সরানোর ব্যবস্থা করছি ৷ তাঁরা কোনওভাবেই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে রাখতে পারেন না ৷ আমরা আধা-সেনাকেও নিয়ে এসেছি ৷’’ 70 দিন বন্ধ থাকার পর গতকালই শাহিনবাগের রাস্তা খুলে দেন আন্দোলনকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.