ETV Bharat / bharat

CRPF-এর একটি ব্যাটেলিয়নেই আক্রান্ত 137, তদন্ত রিপোর্ট মিলবে শীঘ্রই - কোরোনা

একটি ব্যাটেলিয়ানেই কোরোনায় আক্রান্ত 137 । মৃত্যু হয়েছে কয়েকজনের । এর কারণ খুঁজে বের করতে শুরু হয়েছিল তদন্ত । সেই তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হবে বলে জানালেন CRPF কর্তৃপক্ষ ।

CRPF
CRPF
author img

By

Published : May 5, 2020, 2:31 PM IST

দিল্লি, 5 মে : CRPF-এর একটি ব্যাটেলিয়নেই কোরোনায় আক্রান্ত 137 । মৃত্যু হয়েছে কয়েকজনের । এর কারণ খুঁজে বের করতে শুরু হয়েছিল তদন্ত । সেই তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হবে বলে জানালেন CRPF কর্তৃপক্ষ । এমনকী, কোরোনা মোকাবিলায় নতুন পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয় । এই তদন্তের তদারকির দায়িত্বে রয়েছেন CRPF প্রধান এ পি মহেশ্বরী ।

CRPF-এর এক সিনিয়র অফিসার বলেন, "31 নম্বর ব্যাটেলিয়নে কোরোনার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে । ইতিমধ্যে ডিরেক্টর জেনেরালের তরফে হটস্পট এলাকাগুলিতে কর্মরত অফিসার, আধিকারিকদের আরও সতর্ক হতে বলা হয়েছে । এখনও পর্যন্ত ব্যাটেলিয়নে 137 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । ছয় জনের রিপোর্ট এখনও আসেনি । সব মিলিয়ে CRPF-এর 146 জন কোরোনায় আক্রান্ত । যার মধ্যে দু'জন সুস্থ হয়েছেন ।"

CRPF-এর সমস্ত ইউনিটে কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় রসদ রয়েছে কি না তা নিশ্চিত করতে ফর্মেশন কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদ্ধতি গ্রহণ করার কথাও বলা হয়েছে । যে জওয়ানরা কোরোনায় আক্রান্ত তাঁদের ইতিমধ্যে কোয়ারানটিনে রাখা হয়েছে । একইসঙ্গে তাঁদের কাউন্সিলিংও করা হচ্ছে ।

ওই অফিসার জানান, সেনার কমান্ডারদের অপারেশনাল ফ্রন্টে নিজেদের কাজ অব্যাহত রাখতে বলা হয়েছে । পাশাপাশি ত্রাণ বিলির ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নিতে বলা হয়েছে । অন্যদিকে দুই কর্মীর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়ার পর হেড কোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে । ফলে সমস্ত সিনিয়র আধিকারিক অনলাইন সিস্টেমের মাধ্যমে কাজ করছেন ।

31 নম্বর ব্যাটেলিয়নের যে সমস্ত আধিকারিক সম্প্রতি ছুটিতে ছিলেন বা কোনও কোরোনা সংক্রমিতের সংস্পর্শে এসেছেন তাঁদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে । পাশাপাশি সেনার জন্য একটি সামগ্রিক নির্দেশিকা জারি করা হয় । যেখানে সম্প্রতি ছুটি শেষ করে কাজে যোগ দেওয়া আধিকারিকদের 14 দিনের কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও পরে জানা যায় যে, প্যারামিলিটারির মেডিকেল শাখা এপ্রিলে একটি পৃথক নির্দেশিকা জারি করে । তাতে বলা হয়, পাঁচদিন পর যদি কোনও চিকিৎসক ও প্যারামেডিকের কোনও উপসর্গ দেখা না যায় তাহলে কোয়ারানটিনের মেয়াদ পূরণ করতে হবে না ।

CRPF কর্তৃপক্ষের ধারণা, সম্প্রতি ছুটি শেষ করে যে কন্সটেবল ব্যাটেলিয়নের যোগ দিয়েছেন তাঁর মাধ্যমেই সংক্রমণ ছড়িয়েছে । ওই কন্সটেবল সেনার মেডিকেল শাখার নির্দেশমতো মাত্র পাঁচ দিন কোয়ারানটিনে ছিলেন । তার কিছুদিন পর তাঁর শরীরে কোরোনার হদিস মেলে । যদিও তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন তা সেনার কাছে এখনও স্পষ্ট নয় । তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে যে, সেনার 31 নম্বর ব্যাটেলিয়নের কোনও আধিকারিক দিল্লি ময়ূর বিহারে পুলিশের সঙ্গে কর্মরত থাকার সময় সংক্রমিত হয়েছেন কি না ।

14 দিনের বদলে পাঁচ দিনের কোয়ারানটিনে থাকতে বলায় প্যারামিলিটারির ওই মেডিকেল শাখার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনেরালকে(মেডিকেল) বলেছেন CRPF-র ডিরেক্টর জেনেরাল মহেশ্বরী ।

এবিষয়ে কনফেডারেশন অফ দ্য এক্স প্যালামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবীণর সিং বলেন, "স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশের সম্পূর্ণ বিরোধী এটা । স্বাস্থ্যমন্ত্রকের তরফে 14 দিনের কোয়ারানটিনে থাকার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে ।"

দিল্লি, 5 মে : CRPF-এর একটি ব্যাটেলিয়নেই কোরোনায় আক্রান্ত 137 । মৃত্যু হয়েছে কয়েকজনের । এর কারণ খুঁজে বের করতে শুরু হয়েছিল তদন্ত । সেই তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হবে বলে জানালেন CRPF কর্তৃপক্ষ । এমনকী, কোরোনা মোকাবিলায় নতুন পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয় । এই তদন্তের তদারকির দায়িত্বে রয়েছেন CRPF প্রধান এ পি মহেশ্বরী ।

CRPF-এর এক সিনিয়র অফিসার বলেন, "31 নম্বর ব্যাটেলিয়নে কোরোনার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে । ইতিমধ্যে ডিরেক্টর জেনেরালের তরফে হটস্পট এলাকাগুলিতে কর্মরত অফিসার, আধিকারিকদের আরও সতর্ক হতে বলা হয়েছে । এখনও পর্যন্ত ব্যাটেলিয়নে 137 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । ছয় জনের রিপোর্ট এখনও আসেনি । সব মিলিয়ে CRPF-এর 146 জন কোরোনায় আক্রান্ত । যার মধ্যে দু'জন সুস্থ হয়েছেন ।"

CRPF-এর সমস্ত ইউনিটে কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় রসদ রয়েছে কি না তা নিশ্চিত করতে ফর্মেশন কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদ্ধতি গ্রহণ করার কথাও বলা হয়েছে । যে জওয়ানরা কোরোনায় আক্রান্ত তাঁদের ইতিমধ্যে কোয়ারানটিনে রাখা হয়েছে । একইসঙ্গে তাঁদের কাউন্সিলিংও করা হচ্ছে ।

ওই অফিসার জানান, সেনার কমান্ডারদের অপারেশনাল ফ্রন্টে নিজেদের কাজ অব্যাহত রাখতে বলা হয়েছে । পাশাপাশি ত্রাণ বিলির ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নিতে বলা হয়েছে । অন্যদিকে দুই কর্মীর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়ার পর হেড কোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে । ফলে সমস্ত সিনিয়র আধিকারিক অনলাইন সিস্টেমের মাধ্যমে কাজ করছেন ।

31 নম্বর ব্যাটেলিয়নের যে সমস্ত আধিকারিক সম্প্রতি ছুটিতে ছিলেন বা কোনও কোরোনা সংক্রমিতের সংস্পর্শে এসেছেন তাঁদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে । পাশাপাশি সেনার জন্য একটি সামগ্রিক নির্দেশিকা জারি করা হয় । যেখানে সম্প্রতি ছুটি শেষ করে কাজে যোগ দেওয়া আধিকারিকদের 14 দিনের কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও পরে জানা যায় যে, প্যারামিলিটারির মেডিকেল শাখা এপ্রিলে একটি পৃথক নির্দেশিকা জারি করে । তাতে বলা হয়, পাঁচদিন পর যদি কোনও চিকিৎসক ও প্যারামেডিকের কোনও উপসর্গ দেখা না যায় তাহলে কোয়ারানটিনের মেয়াদ পূরণ করতে হবে না ।

CRPF কর্তৃপক্ষের ধারণা, সম্প্রতি ছুটি শেষ করে যে কন্সটেবল ব্যাটেলিয়নের যোগ দিয়েছেন তাঁর মাধ্যমেই সংক্রমণ ছড়িয়েছে । ওই কন্সটেবল সেনার মেডিকেল শাখার নির্দেশমতো মাত্র পাঁচ দিন কোয়ারানটিনে ছিলেন । তার কিছুদিন পর তাঁর শরীরে কোরোনার হদিস মেলে । যদিও তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন তা সেনার কাছে এখনও স্পষ্ট নয় । তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে যে, সেনার 31 নম্বর ব্যাটেলিয়নের কোনও আধিকারিক দিল্লি ময়ূর বিহারে পুলিশের সঙ্গে কর্মরত থাকার সময় সংক্রমিত হয়েছেন কি না ।

14 দিনের বদলে পাঁচ দিনের কোয়ারানটিনে থাকতে বলায় প্যারামিলিটারির ওই মেডিকেল শাখার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনেরালকে(মেডিকেল) বলেছেন CRPF-র ডিরেক্টর জেনেরাল মহেশ্বরী ।

এবিষয়ে কনফেডারেশন অফ দ্য এক্স প্যালামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবীণর সিং বলেন, "স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশের সম্পূর্ণ বিরোধী এটা । স্বাস্থ্যমন্ত্রকের তরফে 14 দিনের কোয়ারানটিনে থাকার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.