ETV Bharat / bharat

মৃত্যুবার্ষিকীতে ইন্দিরা গান্ধিকে শ্রদ্ধার্ঘ্য মোদির, ঠাকুমাকে স্মরণ রাহুল-প্রিয়াঙ্কার

1984 সালে ঠিক আজকের দিনেই খুন হয়েছিলেন ইন্দিরা গান্ধি ৷

INDIRA GANDHI
36 তম মৃত্যুবার্ষিকীতে ইন্দিরা গান্ধির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধির
author img

By

Published : Oct 31, 2020, 2:03 PM IST

Updated : Oct 31, 2020, 4:37 PM IST

দিল্লি, 31 অক্টোবর : ইন্দিরা গান্ধির মৃত্যুদিবসে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শক্তি স্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা । ঠাকুমাকে স্মরণ করলেন রাহুল গান্ধি ৷

আজ ইন্দিরা গান্ধির 36 তম মৃত্যুবার্ষিকী ৷ 1984 সালে ঠিক আজকের দিনেই খুন হয়েছিলেন ইন্দিরা গান্ধি৷ টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • Tributes to our former PM Smt. Indira Gandhi Ji on her death anniversary.

    — Narendra Modi (@narendramodi) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর দিল্লির শক্তি স্থল স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷

  • Delhi: Congress leader Priyanka Gandhi Vadra pays tribute to her grandmother & former PM Indira Gandhi at Shakti Sthal on her 36th death anniversary pic.twitter.com/LCo8QhrkU8

    — ANI (@ANI) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, ঠাকুমার 36 তম মৃত্যুবার্ষিকীতে তাঁর উদ্দেশে একটি ছবি পোস্ট করলেন রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লেখেন , " মিথ্যার থেকে সত্যিতে ৷ অন্ধকার থেকে আলোয় ৷ মৃত্যু থেকে জীবনে ৷ এই শব্দগুলিতে বাঁচার অর্থ শেখানোর জন্য ঠাকুমা তোমাকে ধন্যবাদ ৷ "

  • asato mā sadgamaya
    tamaso mā jyotirgamaya
    mṛtyor mā amṛtaṃ gamaya

    From the false to truth.
    From darkness to light.
    From death to life.

    Thank you Dadi for showing me what it means to live these words. pic.twitter.com/PBvEeXotew

    — Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 31 অক্টোবর : ইন্দিরা গান্ধির মৃত্যুদিবসে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শক্তি স্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা । ঠাকুমাকে স্মরণ করলেন রাহুল গান্ধি ৷

আজ ইন্দিরা গান্ধির 36 তম মৃত্যুবার্ষিকী ৷ 1984 সালে ঠিক আজকের দিনেই খুন হয়েছিলেন ইন্দিরা গান্ধি৷ টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • Tributes to our former PM Smt. Indira Gandhi Ji on her death anniversary.

    — Narendra Modi (@narendramodi) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর দিল্লির শক্তি স্থল স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷

  • Delhi: Congress leader Priyanka Gandhi Vadra pays tribute to her grandmother & former PM Indira Gandhi at Shakti Sthal on her 36th death anniversary pic.twitter.com/LCo8QhrkU8

    — ANI (@ANI) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, ঠাকুমার 36 তম মৃত্যুবার্ষিকীতে তাঁর উদ্দেশে একটি ছবি পোস্ট করলেন রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লেখেন , " মিথ্যার থেকে সত্যিতে ৷ অন্ধকার থেকে আলোয় ৷ মৃত্যু থেকে জীবনে ৷ এই শব্দগুলিতে বাঁচার অর্থ শেখানোর জন্য ঠাকুমা তোমাকে ধন্যবাদ ৷ "

  • asato mā sadgamaya
    tamaso mā jyotirgamaya
    mṛtyor mā amṛtaṃ gamaya

    From the false to truth.
    From darkness to light.
    From death to life.

    Thank you Dadi for showing me what it means to live these words. pic.twitter.com/PBvEeXotew

    — Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Oct 31, 2020, 4:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.