দিল্লি, 30 জুন : উত্তরপ্রদেশ কংগ্রেসেরসংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহনওয়াজ আলমকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধপ্রিয়াঙ্কা গান্ধি । আজ যোগী সরকারকে এক হাত নিয়ে গ্রেপ্তারির সমালোচনা করেনকংগ্রেসের সাধারণ সম্পাদক । শাহনওয়াজের বিরুদ্ধে পুলিশ অগণতান্ত্রিক এবং অনৈতিকপদক্ষেপ করেছে বলে প্রিয়াঙ্কা অভিযোগ করেন ।
আজপরপর কয়েকটি টুইটে সোনিয়া-কন্যা বলেন, “কংগ্রেসের নেতারা যে কোনও সামাজিকবিষয় সরব হতে জানেন । BJP সরকারঅন্য রাজনৈতিক দলের আওয়াজ খর্ব করার জন্য পুলিশকে ব্যবহার করতে পারে । কিন্তুকংগ্রেসের নয় ।উত্তরপ্রদেশে আমাদের সংখ্যালঘু সেলের নেতাকে রাতের অন্ধকারেগ্রেপ্তার করেছে পুলিশ ।” আর একটিটুইটে প্রিয়াঙ্কা লেখেন, “প্রথমেআমাদের রাজ্য সভাপতি অজয়কুমার লাল্লুকে ভুয়ো মামলায় চার সপ্তাহ জেলে বন্দি করেরাখে পুলিশ । এবার পুলিশ অগণতান্ত্রিক এবং অনৈতিকভাবে সংখ্যালঘু সেলের নেতাকেগ্রেপ্তার করেছে । কিন্তু কংগ্রেস কর্মীরা পুলিশ ও ভুয়ো মামলায় ভয় পান না ।”
উত্তরপ্রদেশপুলিশ সূত্রে খবর, শাহনওয়াজআলমকে গতকাল রাতে লখনউ পুলিশ গ্রেপ্তার করে । গত বছর ডিসেম্বরে CAA বিরোধী সংঘর্ষে তিনি যুক্ত ছিলেন বলেঅভিযোগ । আলমের গ্রেপ্তারি নিয়ে CCTV ফুটেজ প্রকাশ করেছে কংগ্রেসেরউত্তরপ্রদেশ শাখা । যেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীআদিত্যনাথের বাড়ির পাশে একটি অ্যাপার্টমেন্টের বাইরে থেকে আলমকে পাকড়াও করেনিয়ে যাচ্ছে পুলিশ । অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশের তরফে এক বিবৃতিতে জানানোহয়েছে, গত বছর 19 ডিসেম্বর লখনউয়ে CAA বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন আলম ।তাঁঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করে তারপর গ্রেপ্তার করা হয়েছে ।
-
... में उठाया। पहले फर्जी आरोपों को लेकर हमारे प्रदेश अध्यक्ष को चार हफ़्तों के लिए जेल में रखा।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ये पुलिसिया कार्रवाई दमनकारी और आलोकतांत्रिक है।
कांग्रेस के सिपाही पुलिस की लाठियों और फर्जी मुकदमों से नहीं डरने वाले।.. 2/2
">... में उठाया। पहले फर्जी आरोपों को लेकर हमारे प्रदेश अध्यक्ष को चार हफ़्तों के लिए जेल में रखा।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 30, 2020
ये पुलिसिया कार्रवाई दमनकारी और आलोकतांत्रिक है।
कांग्रेस के सिपाही पुलिस की लाठियों और फर्जी मुकदमों से नहीं डरने वाले।.. 2/2... में उठाया। पहले फर्जी आरोपों को लेकर हमारे प्रदेश अध्यक्ष को चार हफ़्तों के लिए जेल में रखा।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 30, 2020
ये पुलिसिया कार्रवाई दमनकारी और आलोकतांत्रिक है।
कांग्रेस के सिपाही पुलिस की लाठियों और फर्जी मुकदमों से नहीं डरने वाले।.. 2/2