ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে গ্রেপ্তার কংগ্রেস নেতা, সমালোচনায় প্রিয়াঙ্কা

author img

By

Published : Jun 30, 2020, 4:03 PM IST

উত্তরপ্রদেশে কংগ্রেসের সংখ্যালঘু নেতা শাহনওয়াজ আলমকে গ্রেপ্তার করে পুলিশ । এই ঘটনার সমালোচনা করে টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধি ।

Priyanka Gandhi slams up police
যোগী সরকারের সমালোচনায় প্রিয়াঙ্কা গান্ধির

দিল্লি, 30 জুন : উত্তরপ্রদেশ কংগ্রেসেরসংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহনওয়াজ আলমকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধপ্রিয়াঙ্কা গান্ধি । আজ যোগী সরকারকে এক হাত নিয়ে গ্রেপ্তারির সমালোচনা করেনকংগ্রেসের সাধারণ সম্পাদক । শাহনওয়াজের বিরুদ্ধে পুলিশ অগণতান্ত্রিক এবং অনৈতিকপদক্ষেপ করেছে বলে প্রিয়াঙ্কা অভিযোগ করেন ।

আজপরপর কয়েকটি টুইটে সোনিয়া-কন্যা বলেন, “কংগ্রেসের নেতারা যে কোনও সামাজিকবিষয় সরব হতে জানেন । BJP সরকারঅন্য রাজনৈতিক দলের আওয়াজ খর্ব করার জন্য পুলিশকে ব্যবহার করতে পারে । কিন্তুকংগ্রেসের নয় ।উত্তরপ্রদেশে আমাদের সংখ্যালঘু সেলের নেতাকে রাতের অন্ধকারেগ্রেপ্তার করেছে পুলিশ ।আর একটিটুইটে প্রিয়াঙ্কা লেখেন, “প্রথমেআমাদের রাজ্য সভাপতি অজয়কুমার লাল্লুকে ভুয়ো মামলায় চার সপ্তাহ জেলে বন্দি করেরাখে পুলিশ । এবার পুলিশ অগণতান্ত্রিক এবং অনৈতিকভাবে সংখ্যালঘু সেলের নেতাকেগ্রেপ্তার করেছে । কিন্তু কংগ্রেস কর্মীরা পুলিশ ও ভুয়ো মামলায় ভয় পান না ।

উত্তরপ্রদেশপুলিশ সূত্রে খবর, শাহনওয়াজআলমকে গতকাল রাতে লখনউ পুলিশ গ্রেপ্তার করে । গত বছর ডিসেম্বরে CAA বিরোধী সংঘর্ষে তিনি যুক্ত ছিলেন বলেঅভিযোগ । আলমের গ্রেপ্তারি নিয়ে CCTV ফুটেজ প্রকাশ করেছে কংগ্রেসেরউত্তরপ্রদেশ শাখা । যেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীআদিত্যনাথের বাড়ির পাশে একটি অ্যাপার্টমেন্টের বাইরে থেকে আলমকে পাকড়াও করেনিয়ে যাচ্ছে পুলিশ । অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশের তরফে এক বিবৃতিতে জানানোহয়েছে, গত বছর 19 ডিসেম্বর লখনউয়ে CAA বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন আলম ।তাঁঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করে তারপর গ্রেপ্তার করা হয়েছে ।

  • ... में उठाया। पहले फर्जी आरोपों को लेकर हमारे प्रदेश अध्यक्ष को चार हफ़्तों के लिए जेल में रखा।

    ये पुलिसिया कार्रवाई दमनकारी और आलोकतांत्रिक है।

    कांग्रेस के सिपाही पुलिस की लाठियों और फर्जी मुकदमों से नहीं डरने वाले।.. 2/2

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উত্তরপ্রদেশে গ্রেপ্তার কংগ্রেস নেতা, সমালোচনায় প্রিয়াঙ্কা

দিল্লি, 30 জুন : উত্তরপ্রদেশ কংগ্রেসেরসংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহনওয়াজ আলমকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধপ্রিয়াঙ্কা গান্ধি । আজ যোগী সরকারকে এক হাত নিয়ে গ্রেপ্তারির সমালোচনা করেনকংগ্রেসের সাধারণ সম্পাদক । শাহনওয়াজের বিরুদ্ধে পুলিশ অগণতান্ত্রিক এবং অনৈতিকপদক্ষেপ করেছে বলে প্রিয়াঙ্কা অভিযোগ করেন ।

আজপরপর কয়েকটি টুইটে সোনিয়া-কন্যা বলেন, “কংগ্রেসের নেতারা যে কোনও সামাজিকবিষয় সরব হতে জানেন । BJP সরকারঅন্য রাজনৈতিক দলের আওয়াজ খর্ব করার জন্য পুলিশকে ব্যবহার করতে পারে । কিন্তুকংগ্রেসের নয় ।উত্তরপ্রদেশে আমাদের সংখ্যালঘু সেলের নেতাকে রাতের অন্ধকারেগ্রেপ্তার করেছে পুলিশ ।আর একটিটুইটে প্রিয়াঙ্কা লেখেন, “প্রথমেআমাদের রাজ্য সভাপতি অজয়কুমার লাল্লুকে ভুয়ো মামলায় চার সপ্তাহ জেলে বন্দি করেরাখে পুলিশ । এবার পুলিশ অগণতান্ত্রিক এবং অনৈতিকভাবে সংখ্যালঘু সেলের নেতাকেগ্রেপ্তার করেছে । কিন্তু কংগ্রেস কর্মীরা পুলিশ ও ভুয়ো মামলায় ভয় পান না ।

উত্তরপ্রদেশপুলিশ সূত্রে খবর, শাহনওয়াজআলমকে গতকাল রাতে লখনউ পুলিশ গ্রেপ্তার করে । গত বছর ডিসেম্বরে CAA বিরোধী সংঘর্ষে তিনি যুক্ত ছিলেন বলেঅভিযোগ । আলমের গ্রেপ্তারি নিয়ে CCTV ফুটেজ প্রকাশ করেছে কংগ্রেসেরউত্তরপ্রদেশ শাখা । যেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীআদিত্যনাথের বাড়ির পাশে একটি অ্যাপার্টমেন্টের বাইরে থেকে আলমকে পাকড়াও করেনিয়ে যাচ্ছে পুলিশ । অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশের তরফে এক বিবৃতিতে জানানোহয়েছে, গত বছর 19 ডিসেম্বর লখনউয়ে CAA বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন আলম ।তাঁঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করে তারপর গ্রেপ্তার করা হয়েছে ।

  • ... में उठाया। पहले फर्जी आरोपों को लेकर हमारे प्रदेश अध्यक्ष को चार हफ़्तों के लिए जेल में रखा।

    ये पुलिसिया कार्रवाई दमनकारी और आलोकतांत्रिक है।

    कांग्रेस के सिपाही पुलिस की लाठियों और फर्जी मुकदमों से नहीं डरने वाले।.. 2/2

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.