ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে শিক্ষকতায় আগ্রহীদের সমর্থন করবে কংগ্রেস : প্রিয়াঙ্কা

উত্তরপ্রদেশে অ্যাসিস্টেন্ট বেসিক টিচার্সের 69 হাজার খালি পদের জন্য আবেদন করেছিলেন বহু মানুষ ৷ কিন্তু, দুর্নীতির কারণে তাঁরা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ করে এসেছেন ৷ প্রিয়াঙ্কা গান্ধি তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন ৷

প্রিয়াঙ্কা গান্ধি
প্রিয়াঙ্কা গান্ধি
author img

By

Published : Jun 9, 2020, 8:23 PM IST

দিল্লি, 9 জুন : উত্তরপ্রদেশের শিক্ষকতায় আগ্রহীদের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি ৷ 69 হাজার খালি পদের জন্য তাঁরা আবেদন জানিয়েছেন ৷ দল তাঁদের পাশে সব সময় থাকবে ৷ তাঁদের সঙ্গে দেখা করার পর নিশ্চিত করে প্রিয়াঙ্কা জানান ৷

পদে নিয়োগের ক্ষেত্রে অনেক অবিচার হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ তারপরই প্রিয়াঙ্কা বলেন, তাঁদের উপর যে অবিচার হয়েছে তার জন্য দল লড়াই করবে ৷ গতকাল একটি টুইট করেও সে কথা বলেন তিনি ৷ টুইটে লেখেন, "কঠোর পরিশ্রমী যুব সমাজের উপর কখনই অবিচার করা উচিত নয় ৷ যদি রাজ্য সরকার তাঁদের বিচার না করতে পারে, তাহলে আন্দোলনের মাধ্যমে এর উত্তর দেওয়া হবে ৷"

গতকাল প্রিয়াঙ্কা গান্ধি উত্তরপ্রদেশের এই শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে মধ্যপ্রদেশের 'Vyapam' দুর্নীতির তুলনা করেন ৷ পাশাপাশি যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণও করেন ৷ প্রিয়াঙ্কা দাবি করেন, যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে অনেক উচ্চপদস্থ মানুষের নাম রয়েছে, যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে ৷

  • शिक्षक भर्ती में जिस तरह से गड़बड़ियों के मामले सामने आए हैं वो चौंकाने वाले हैं। ये गड़बड़ियां पूरी व्यवस्था पर ही प्रश्नचिन्ह हैं। उप्र के युवाओं का भविष्य रौंदा जा रहा है।

    सरकार इन गड़बड़ियों से जुड़े सारे तथ्य सामने लाए ताकि युवाओं की मेहनत..1/2https://t.co/b31DgzpILk

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বুধবার এলাহাবাদ হাইকোর্টের তরফে 69 হাজার অ্যাসিস্টেন্ট বেসিক টিচার্সের খালি পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে বলে, উত্তরপত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে ৷

শিক্ষক নিয়োগের পরীক্ষা 2019-র 6 জানুয়ারি হয়েছিল ৷ এই পরীক্ষার ফলাফল এ বছর 12 মে হওয়ার কথা ছিল ৷

উত্তরপ্রদেশেশিক্ষকতায় আগ্রহীদের সমর্থন করবে কংগ্রেস : প্রিয়াঙ্কা

দিল্লি, 9 জুন : উত্তরপ্রদেশের শিক্ষকতায় আগ্রহীদের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি ৷ 69 হাজার খালি পদের জন্য তাঁরা আবেদন জানিয়েছেন ৷ দল তাঁদের পাশে সব সময় থাকবে ৷ তাঁদের সঙ্গে দেখা করার পর নিশ্চিত করে প্রিয়াঙ্কা জানান ৷

পদে নিয়োগের ক্ষেত্রে অনেক অবিচার হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ তারপরই প্রিয়াঙ্কা বলেন, তাঁদের উপর যে অবিচার হয়েছে তার জন্য দল লড়াই করবে ৷ গতকাল একটি টুইট করেও সে কথা বলেন তিনি ৷ টুইটে লেখেন, "কঠোর পরিশ্রমী যুব সমাজের উপর কখনই অবিচার করা উচিত নয় ৷ যদি রাজ্য সরকার তাঁদের বিচার না করতে পারে, তাহলে আন্দোলনের মাধ্যমে এর উত্তর দেওয়া হবে ৷"

গতকাল প্রিয়াঙ্কা গান্ধি উত্তরপ্রদেশের এই শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে মধ্যপ্রদেশের 'Vyapam' দুর্নীতির তুলনা করেন ৷ পাশাপাশি যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণও করেন ৷ প্রিয়াঙ্কা দাবি করেন, যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে অনেক উচ্চপদস্থ মানুষের নাম রয়েছে, যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে ৷

  • शिक्षक भर्ती में जिस तरह से गड़बड़ियों के मामले सामने आए हैं वो चौंकाने वाले हैं। ये गड़बड़ियां पूरी व्यवस्था पर ही प्रश्नचिन्ह हैं। उप्र के युवाओं का भविष्य रौंदा जा रहा है।

    सरकार इन गड़बड़ियों से जुड़े सारे तथ्य सामने लाए ताकि युवाओं की मेहनत..1/2https://t.co/b31DgzpILk

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বুধবার এলাহাবাদ হাইকোর্টের তরফে 69 হাজার অ্যাসিস্টেন্ট বেসিক টিচার্সের খালি পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে বলে, উত্তরপত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে ৷

শিক্ষক নিয়োগের পরীক্ষা 2019-র 6 জানুয়ারি হয়েছিল ৷ এই পরীক্ষার ফলাফল এ বছর 12 মে হওয়ার কথা ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.